চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চে যাওয়ার প্রস্তুতি |
|
অরুণোদয় ভট্টাচার্য, কলকাতা: রাজ্য নির্বাচন কমিশন ১। রাজ্য সরকার ০। পঞ্চায়েত ভোট নিয়ে প্রথম পর্বের লড়াই শেষে এটাই ফল। শুক্রবার পঞ্চায়েত মামলায় অন্তর্বর্তী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার তাঁর এই রায়ে সব দিক থেকে কমিশনের আর্জি মেনে নিয়েছেন। যে চারটি বিচার্য বিষয় ছিল (নিরাপত্তা বাহিনী, পর্যবেক্ষক, অর্থের ব্যবস্থা ও জেলা বিন্যাস), তার সব ক’টিতেই কমিশনকে এগিয়ে রাখা হয়েছে। রায়ে বলা হয়েছে, আজ, শনিবারের মধ্যে রাজ্যকে পর্যবেক্ষকের সংখ্যা জানাতে হবে। একই ভাবে কমিশনের চাহিদামতো নিরাপত্তা বাহিনীরও ব্যবস্থা করতে হবে। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মহাকরণ থেকে বেরনোর কথা ছিল ঠিক সাড়ে ৩টেয়। কিন্তু টুকিটাকি কাজ সারতে গিয়ে দেরি হয়ে গেল। তত ক্ষণে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। খবর পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর কানেও। মহাকরণ থেকে যখন বেরোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ থমথম করছে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিলেন না। গটগট করে নেমে উঠে পড়লেন গাড়িতে। ঘড়িতে তখন ৪টে বেজে ১০। |
মমতার মুখ থমথমে,
কমিশনে খুশির হাওয়া |
|
ভোট পিছোতেই মরিয়া মুখ্যমন্ত্রী,
সুর চড়িয়ে তোপ বিরোধীদের |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা ও নয়াদিল্লি: কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে তিন দফায় পঞ্চায়েত ভোট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থানের পক্ষেই সওয়াল করে আসছিল বিরোধী শিবির। কলকাতা হাইকোর্ট কমিশনের বক্তব্য সমর্থন করায় নিজেদের যুক্তির জয়ই দেখছে বিরোধীরা। উপরন্তু, সরকারকে নিশানা করার আরও হাতিয়ার শুক্রবার হাতে পেয়েছে তারা। কারণ, রাজ্য সরকার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা বলেছে। তাতে বিরোধীরা আরও সরব হতে পারছে এই বলে যে, রাজ্য সরকার শুধু পঞ্চায়েত ভোট পিছোতেই চায়! |
|
চাকরিপ্রার্থীদের স্বেচ্ছামৃত্যুর আর্জি রাজভবনে |
|
নেই বৃষ্টির জন্য দায়ী
তাপমাত্রার ভারসাম্যের অভাবই |
|
|
৭৩ লগ্নি সংস্থার জমি-
সম্পত্তির চরিত্রবদল বন্ধ |
অভিযোগ জানাতে ভিড়
উপচে পড়ছে কমিশনে |
|
কেউ ডাকলে ঠিকুজি দেখে নিতে নির্দেশ সব মন্ত্রীকেই |
|
টুকরো খবর |
|
|