বর্ধমান |
কেন্দ্রকে আক্রমণ
তুঙ্গে তুললেন মমতা |
জয়ন্ত ঘোষাল, বর্ধমান: সাম্প্রতিক রণকৌশল অনুযায়ী জাতীয় রাজনীতিতে কংগ্রেস-বিরোধিতা তীব্র করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন ছ’য়েক আগে পানিহাটির জনসভাতেই তিনি দিল্লিতে সরকার ওল্টানোর ডাক দিয়েছিলেন। কিন্তু শুক্রবার বর্ধমানের জনসভায় সমালোচনার সুরকে তিনি যে উচ্চতায় নিয়ে গেলেন, সনিয়া গাঁধী-মনমোহন সিংহের সরকারকে যে ভাষায় আক্রমণ করলেন, অতীতে বামেরাও বোধ হয় কখনও এতটা কেন্দ্র-বিরোধী অবস্থান নেয়নি। |
|
বুদ্ধের কটাক্ষ উড়িয়ে একই তোপ মমতার |
রানা সেনগুপ্ত, বর্ধমান: সারদা তথা অর্থলগ্নি সংস্থার প্রশ্নে ফের পুরনো বাম সরকার এবং নাম না-করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিন আগে শ্যামবাজার থেকে পাল্টা আক্রমণ শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী, বর্ধমানেও তার তীব্রতা অব্যাহত রইল।
পানিহাটিতে গিয়ে বুদ্ধবাবু দাবি করেছিলেন, দশ বছরের মুখ্যমন্ত্রিত্বে তিনি কোনও লগ্নি সংস্থাকে কাছে ঘেঁষতে দেননি। শুক্রবার বর্ধমানের বীরহাটা উৎসব ময়দানে বক্তৃতার শুরুতেই সেই প্রসঙ্গ তুলে মমতা বলেছেন, “আমি আপনাদের দেখাচ্ছি, ওরা কতটা নির্লজ্জ! |
|
|
|
গোষ্ঠীদ্বন্দ্বের কথা নেই,
পুরভোটের কথাও নয় |
|
কালনায় কমিটি গড়লেন
নানা লগ্নি সংস্থার এজেন্টরা |
|
|
আসানসোল-দুর্গাপুর |
ধৃত সারদার অফিসার, অন্য লগ্নি সংস্থার অফিসেও ভাঙচুর |
|
নিজস্ব প্রতিবেদন: সারদা গোষ্ঠীর এক ডেভেলপমেন্ট ম্যানেজারকে দুর্গাপুরের বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নবদ্বীপ থানার পুলিশ গিয়ে মানস ভট্টাচার্য নামে ওই অফিসারকে গ্রেফতার করে। সঙ্গে ছিল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। মানসবাবুর বিরুদ্ধে নবদ্বীপ থানা ও নিউটাউনশিপ থানায় আলাদা ভাবে দুই আমানতকারী অভিযোগ করেছিলেন। |
|
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: জল নেই। অথচ তার জন্য উদ্যোগের অন্ত ছিল না। কিন্তু সব চেষ্টাই বিফলে গিয়েছে। কার্যত জল ছাড়াই দিন কাটাতে হচ্ছে খান্দরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। তিন কিলোমিটার দূর থেকে জল নিয়ে এসে অথবা কিনে মেটাতে হচ্ছে পানীয় জলের প্রয়োজন।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে জনস্বাস্থ্য কারিগরি দফতর ছোড়া জলাধার (ওভারহেড ট্যাঙ্ক) থেকে সিমেন্টের পাইপলাইন পেতে জল আনার ব্যবস্থা করেছিল। |
পাইপ বসেছে ঘটা করে,
ভরসা তবু কেনা জলই |
|
টুকরো খবর |
কোথায় কী |
|
চিত্র সংবাদ |
|
|