|
|
|
|
এ বার হাওড়ায় ভোটের প্রচার কমিটিতে |
নব প্রজন্মের নেতৃত্বের অভিষেক চান মমতা |
সঞ্জয় সিংহ • কলকাতা |
কিছু দিন ধরেই প্রচেষ্টা শুরু হয়েছিল। দলের প্রচারে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের এবার সামনে নিয়ে আসতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সূচনা হতে চলেছে হাওড়ায়। আগামী ২ জুন হাওড়ার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারের জন্য কমিটিতে দলেরই শাখা সংগঠন ‘সর্বভারতীয় যুবা’র সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন তৃণমূল নেত্রী।
অনেকেই জানেন, মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক। কিন্তু এটা যে পিসি-ভাইপোর সম্পর্ক বা পারিবারিক সূত্র ধরে রাজনীতিতে অভিষেক ঘটানোর বিষয় নয় তা গত ২ মে শ্যামবাজারের জনসভা বা পরের দিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলীয় সভায় মমতা স্পষ্ট করে দিয়েছেন। তাঁর কথায়, “অভিষেক আমার ভাইপো ঠিকই। কিন্তু আমার কোনও পরিবার নেই। আমি একা। মানুষই আমার পরিবার।”
কিন্তু তিনি চান, রাজনীতিতে নতুন প্রজন্মের ভাল ভাল ছেলেমেয়েরা যোগ দিক। এমনকী দলের প্রবীণ-অভিজ্ঞ নেতাদের ছেলেমেয়েরা দলের কাজে নামুন এটা খোলাখুলি মমতা চেয়েছেন। বিষয়টি বোঝাতে গত শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই বিষয়ে তিনি তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও তাঁর সাংসদ পুত্র শুভেন্দু অধিকারীরর নাম উল্লেখও করেন।
এই লক্ষ্য মাথায় রেখে হাওড়ার জন্য প্রচারের যে বিশেষ কমিটি মমতা গড়েছেন, সেখানে তিন অভিজ্ঞ নেতার সঙ্গে অভিষেককে রেখেছেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বাসিন্দা রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়ানের সঙ্গে অভিষেককে কমিটিতে রাখা হয়েছে। তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা গুরুত্ব গিয়ে পালন করতে চান অভিষেকও। ইতিমধ্যেই প্রচারের কৌশল কেমন হবে তা নিয়ে অভিষেক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। |
|
মমতার সঙ্গে ভাইপো অভিষেক। —ফাইল চিত্র |
দলীয় নেতাদের একাংশের কথায়, “নির্বাচন একটি রাজনৈতিক লড়াই। আগামী দিনের পরিপূর্ণ রাজনৈতিক নেতা হিসাবে গড়ে তুলতে হাতে কলমে ভোটের প্রচার ও কাজ করার জন্যেই তরুণ প্রজন্মকে হাওড়ার প্রচার কমিটিতে রেখেছেন নেত্রী।” ম্যানেজমেন্ট পাশ অভিষেকের শিক্ষাকেও প্রচারের কাজে সে কতখানি প্রয়োগ করতে পারে তা-ও মমতা দেখে নিতে চান বলে ওই নেতাদের ধারণা। কারণ, সারদা-কাণ্ডে দলের একাধিক নেতা, এমনকী, মমতার পরিবারকে জড়িয়েও বিরোধীরা প্রচার শুরু করেছে। এই পরিস্থিতিতে পাল্টা প্রচারের জন্য দলকে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। আর এই কাজে তরুণ প্রজন্মকে সামনে রাখতে চান তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারীর মতো অভিজ্ঞ যুব নেতাকে যেমন তিনি সরকারের দু’বছরের বর্ষপূর্তিতে মিছিল, সমাবেশের দায়িত্ব দিয়েছেন, তেমনই হাওড়ায় সেই প্রচারে অভিষেকদেরও পুরোভাগে রাখতে চেয়েছেন। মমতা যে দিন প্রচারের কমিটির কথা বলেন, তার কিছুক্ষণ আগেই হাওড়ার উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে। ফলে, হাওড়ার ক্ষেত্রে গঠিত কমিটি অন্য মাত্রা পেয়েছে।
অভিষেকও গুরুত্ব দিয়ে নতুন দায়িত্ব পালনে কাজে নেমেছেন। অভিষেক-ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার জন্য তাঁর সহকর্মীদের ‘জান প্রাণ লড়িয়ে’ ভোটের কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রয়াত তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায় ৩৭ হাজার ৪৩২ ভোটে জয়ী হয়েছিলেন। প্রায় দু’বছর বাদে বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের ব্যবধান অনেক বেড়েছে। হাওড়া লোকসভা কেন্দ্রের আওতাধীন সাত বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান ছিল প্রায় ১ লক্ষ ৮৫ হাজার। অভিষেক তাঁর সহকর্মীদের বলেছেন, এ বার অন্তত এক লাখ ভোটে প্রসূনদাকে জেতাতেই হবে।
ফলে, হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন আসলে যেমন পরীক্ষা পিসি মমতার, তেমনই ভাইপো অভিষেকেরও। হাওড়ায় তৃণমূল প্রার্থীর জয়ের মধ্যে দিয়ে সারদা-কাণ্ড থেকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে বিরোধীদের অভিযোগের জবাব দিতে হবে মমতাকে। আবার ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনে অভিষেক কতটা পারদর্শী হবেন তা বুঝে নিতে পারবেন তৃণমূল নেতৃত্বও।
|
হাওড়ায় ব্লক ধরে প্রচারে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • হাওড়া |
হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ব্লকভিত্তিক প্রচারের দায়িত্ব দলের বিধায়কদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। দলের তিন কেন্দ্রীয় মন্ত্রীকেও প্রচারে নামার জন্য ইতিমধ্যেই বলা হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন। দলের প্রচার-কৌশল কী হবে, তা স্থির করতে আগামী মঙ্গলবার বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকও ডাকা হয়েছে। সেই বৈঠকে প্রদীপবাবুও থাকবেন। হাওড়ায় তাদের প্রার্থী সনাতন মুখোপাধ্যায়ের সমর্থনে শুক্রবার কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শরৎ সদনে সভা হয়। সেই সভায় হাওড়ার শিল্পাঞ্চলে কী ভাবে প্রচার হবে, তা নিয়ে দলের শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করেন প্রদীপবাবু। শনিবার বিজেপির প্রার্থী চূড়ান্ত হবে। তবে দলীয় সূত্রের খবর, হাওড়ায় তাদের প্রার্থী হবেন অসীম ঘোষ। তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এ দিন জলপাইগুড়ি থেকে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, “অসীমবাবুর নাম দিল্লিতে দলের সর্বভারতীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। দিল্লির নেতৃত্বই প্রার্থীর নাম চূড়ান্ত করবে।” |
|
|
|
|
|