অবস্থা একই রকম সঙ্কটজনক থাকায় শুক্রবার বিকেলে খানাকুলের প্রতিবাদী কিশোরী রৌশনারা খাতুনকে স্থানান্তরিত করানো হল কলকাতার এসএসকেএম হাসপাতালে। সৎমা, সৎ দিদিমা এবং বাবা বিয়ে দিয়ে দিতে চেয়েছিল খানাকুলের কাঁটাপুকুর গ্রামের দশম শ্রেণির ওই ছাত্রীকে। পড়াশোনা চালানোর জন্য বিয়েতে প্রতিবাদ জানানোয় কেরোসিন ঢেলে বৃহস্পতিবার ভোরে তাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে ওই তিন জনের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। রৌশনারাকে সঙ্কজনক অবস্থায় ভর্তি করানো হয় আরামবাগ হাসপাতালে। ধৃতদের শুক্রবার আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তিন জনকেই ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এই ঘটনার জেরে নাবালিকা বিয়ে রুখতে প্রচারে জোর আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আরামবাগ মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এত দিন বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিক্ষিপ্ত ভাবে প্রচার চালানো হচ্ছিল। গত এক বছরে আট জন নাবালিকার বিয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এ বার রৌশনারার ঘটনাকে সামনে রেখে গ্রাম ধরে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহকুমাশাসক অরিন্দম রায় বলেন, “গ্রামে গ্রামে প্রচারের সময়ে লিফলেটও বিলি করা হবে। সমস্ত এলাকার স্কুল, ক্লাব এবং বিশিষ্ট নাগরিকদেরও ওই কাজে সহযোগিতা চাওয়া হবে।” জেলাশাসক মনমীত নন্দা জানিয়েছেন, জেলার সব গ্রামেই এ ভাবে প্রচার করা হবে। আরামবাগ হাসপাতালের সুপার নির্মাল্য রায় বলেন, “ওই কিশোরীর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছে। তার আরও ভাল চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।”
|
ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার হল ডাকাতির টাকা ও অলঙ্কার। শুক্রবার সকালে বাঁকুড়ার খাতরার এসডিপিও কল্যাণ সিংহরায় এবং বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যৌথ অভিযান চালিয়ে দেগঙ্গা ও আমডাঙা থেকে তাদের ধরেন। অভিজিৎবাবু বলেন, “সন্দেশখালির নলকোড়ার শেখপাড়ার বাসিন্দা আলম শেখ ও আমডাঙার বাসিন্দা সইফুউদ্দিন মোল্লা ওরফে সাহেব আলিকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশ সূত্রের খবর, এক সপ্তাহ আগে বাঁকুড়ার ইঁদপুরে ব্যাঙ্কে ডাকাতি হয়। ভল্ট ভেঙে লক্ষাধিক টাকা এবং সোনার গয়না লুঠ করে দুষ্কৃতীরা। তদন্তে নেমে খবর পেয়ে পুলিশ প্রথমে শুক্রবার ভোররাতে সন্দেশখালিতে শেখ আলমের বাড়িতে যায়। সেখানে ঘরে খাটের তলায় মাটি খুঁড়তেই বেরিয়ে পড়ে প্লাস্টিকে রাখা কিছু টাকা ও অলঙ্কার। এরপর দেগঙ্গা থেকে পুলিশ আলম শেখকে গ্রেফতার করে। তাকে জেরা করে সইফুদ্দিনকে ধরে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
|
১৫ই মার্চ রাতে হাবরার বালুইগা এলাকায় একটি জামা কাপড় তৈরির কারখানায় ডাকাতির ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করল। বৃহস্পতিবার দুপুরে বসিরহাটের টাকি থেকে তাদের গ্রেফতার করা হয়।
|
নিজের কলম তৈরির কারখানার মধ্যে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উস্তির শিরাকোল বাজার থেকে বৃহস্পতিবার রাতে কুণাল অগ্রবাল নামে ওই
যুবককে ধরা হয়। পুলিশ জানায়, ধৃত পেঁয়াজগঞ্জ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, পেঁয়াজগঞ্জ গ্রামেই কারখানা রয়েছে ওই যুবকের। সেখানে কাজ করত ওই গ্রামেরই বছর ষোলোর এক কিশোরী। বৃহস্পতিবার দুপুরে কারখানায় তাকে একা পেয়ে কুণাল ধর্ষণ করে বলে অভিযোগ।
|
এক মহিলাকে অপহরণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে ফ্রেজারগঞ্জ কোস্টাল এলাকার শিবপুর থেকে অঞ্জন বন্দ্যোপধ্যায় নামে ওই প্রৌঢ়কে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের বাড়ি কলকাতার গড়ফা এলাকায়।
|
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের বই বেআইনি ভাবে মজুত ও বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে অশোকনগরের হরিপুর-ঘোষপাড়া এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম অসীম দত্ত, সাদ্দাম হোসেন এবং মহম্মদ শাকিল শেখ। প্রায় হাজার বই বাজেয়াপ্ত হয়েছে।
|
পাথর বোঝাই এক লরির ধাক্কায় মৃত্যু তিন জন মোটর বাইক আরোহীর। নাম রাজেন্দ্র দাস (৪০), মনোজ রায় (৪১) ও দেবজ্যোতি সরকার (২২)। তাঁদের বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানার বিভিন্ন এলাকায়। |