প্রাণের কবিকে প্রণাম জানাল গ্রামবাংলা। প্রভাতফেরি, মাল্যদান, গান, কবিতা, নাচের মধ্যে দিয়ে বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পালিত হল রবীন্দ্রজয়ন্তী।
বাসন্তীর জয়গোপালপুর গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও আইসল্যান্ডের রাষ্ট্রদূতেরা। ডেনমার্কের বাষ্ট্রদূত ফ্রেডি স্তানা বলেন, “আয়োজক সংস্থার আমন্ত্রণে আমরা এখানে এসেছি। রবীন্দ্রনাথ ডেনমার্কে গিয়েছিলেন। তার জন্মদিবসে উপস্থিত থাকতে পারে গর্ব অনুভব করছি।” ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বের করা হয়েছিল প্রভাতফেরি। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। |
টাকিতে রবীন্দ্রজয়ন্তী। ছবি: নির্মল বসু |
বৃহস্পতিবার ২৫ সে বৈশাখের সকাল থেকেই বসিরহাটের বিভিন্ন প্রান্তে শুরু হয় রবিপ্রণাম। বসিরহাটের উপ-সংশোধনাগারে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন বসিরহাটের মহকুমাশাসক শ্যামল মণ্ডল। উপস্থিত ছিলেন সংশোধনাগারের আধিকারিক তরুণকান্তি দাস। সংশোধনাগারে রবীন্দ্রনাথের ছবি এঁকে, গানের মধ্যে দিয়ে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। বসিরহাট পুরসভার পক্ষ থেকে স্থানীয় টাউনহল ও রবীন্দ্রভবনে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা হয়। বসিরহাট মহকুমা হাসপাতালেও পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। উপস্থিত ছিলেন সাংসদ নুরুল ইসলাম, বিধায়ক এটিএম আবদুল্লা, হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল। অনুষ্ঠান হয় স্থানীয় সাঁইপালা ও কাছারিপাড়াতেও। টাকি পুরমঞ্চেও পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। উপস্থিত ছিলেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, মহকুমা তথ্য আধিকারিক অনুপকুমার গায়েন। থুবায় স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে ২৫ শে বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান হয় স্বরূপনগরের তেঁতুলিয়া হাইস্কুলেও। |
ক্যানিংয়ের বাসন্তীতে এক অনুষ্ঠানে রবীন্দ্র প্রতিকৃতিতে
মাল্যদান ডেনমার্কের রাষ্ট্রদূতের। ছবি: সামসুল হুদা। |
বনগাঁ মহকুমাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। স্থানীয় জ্যোতিস্মরণ সংস্থার পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বের হয় শোভাযাত্রা। উপস্থিত ছিলেন বনগাঁ চেম্বার অফ কমার্সের সম্পাদক বিনয় সিংহ। সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বনগাঁ হাইস্কুলের অনুবর্তন মঞ্চে। রবীন্দ্রজয়ন্তী পালন হয় গাইঘাটা শশাডাঙা এফপি স্কুলে। বনগাঁ শহরের অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে এ দিন শোভাযাত্রা বের করা হয়েছিল। ২৫ শে বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ ইছামতী নদী সংস্কার সহায়তা কমিটি ও স্থানীয় রক্তকরবী সংস্থা। বাগদা থানার পুলিশকর্মীরাও রবীন্দ্রজয়ন্তী পালন করেন। অনুষ্ঠান হয় হাবরা, অশোকনগর ও গোপালনগরেরও।
বৃহস্পতিবার সকাল থেকে রাতআলো-সুরের ঝর্নাধারায় ভরে উঠেছিল বিশ্বকবির জন্মদিবস। |