ছাত্রছাত্রীদের বই কেনার সরকারি অনুদান (বুক গ্রান্ট)-সহ কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে শুক্রবার হিঙ্গলগঞ্জের পঞ্চপল্লি দিগম্বর সিন্হা বিদ্যায়তনের প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নির্মলকুমার বিশ্বাস। বাড়ি স্থানীয় পাটঘরা গ্রামে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন নির্মলবাবু। তাঁর দাবি, “পরিকল্পনা করে আমাকে ফাঁসানো হয়েছে।”
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত সিন্হা বলেন, “ছাত্রছাত্রীদের বই কেনার সরকারি অনুদানের টাকা ছাড়াও কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে নির্মলবাবুর বিরুদ্ধে।” পুলিশ ও স্কুল সূত্রে জানা গিয়েছে, ২০০৭-০৮ সালে নির্মলবাবুর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের বই কেনার সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ছাড়াও, সর্বশিক্ষা দফতরের দেওয়া প্রায় ১২ লক্ষ টাকা, আয়লার ক্ষতিপূরণ হিসেবে পাওয়া প্রায় ৬২ হাজার টাকা এবং স্কুলের শৌচাগারের উন্নয়নের জন্য আসা ৭০ লক্ষ টাকার কোনও হদিস নির্মলবাবু দিতে পারেননি বলে অভিযোগ। স্কুলের পক্ষে অভিযোগ জানানো হলে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর তদন্ত করে। এর পরে শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে একই অভিযোগ দায়ের করা হয় থানায়। ২০১১ সালের শেষ সপ্তাহ থেকে নির্মলবাবু স্কুলে আসা বন্ধ করে দেন। এলাকা ছেড়েও তিনি পালিয়ে যান। সেই সময়ে কয়েক বার তিনি কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। নির্মলবাবুর শাস্তির দাবিতে স্কুলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর এবং প্রশাসনের কাছে লিখিত আবেদন জানানো হয়। এ দিন বেলা সাড়ে ১০টা নাগাদ স্কুলে আসেন নির্মলবাবু। সে খবর পেয়েই পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। |