|
|
|
|
কেউ ডাকলে ঠিকুজি দেখে নিতে নির্দেশ সব মন্ত্রীকেই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজের জন্য আগেই রক্ষাকবচের ব্যবস্থা করেছিলেন। এ বার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভার সব সদস্যকেই বলে দিলেন, সতর্ক হোন। অর্থ লগ্নি সংস্থাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে কোনও ব্যক্তি বা সংস্থার আমন্ত্রণ গ্রহণ করার আগে তাদের ঠিকুজিকুলুজি যাচাই করে নেওয়ার জন্যই এই সতর্কতা।
পশ্চিমবঙ্গে ৭৩টি অর্থ লগ্নি সংস্থা বেআইনি ভাবে মানুষের কাছ থেকে টাকা তুলছে বলে অভিযোগ কেন্দ্রের। সংস্থাগুলির নামের তালিকাও তারা পাঠিয়েছে রাজ্যে। ওই সব সংস্থার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজ্য। সারদা কেলেঙ্কারি ধরা পড়ার পর থেকে লগ্নি সংস্থাগুলির সঙ্গে শাসক দলের নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠতার অভিযোগ বেড়েই চলেছে। সারদা গোষ্ঠীর মালিক সুদীপ্ত সেন নিজেও সিবিআইয়ের কাছে পাঠানো চিঠিতে তৃণমূলের দুই সাংসদের নাম করেছেন। তদন্তে আরও কিছু নাম উঠে এসেছে। সংস্থাগুলির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া একাধিক মন্ত্রীর উপস্থিতির ছবিও বেরিয়েছে সংবাদমাধ্যমে।
এই অবস্থায় অর্থ লগ্নি সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠতা কত গভীর, তা বুঝে উঠতে পারছেন না তৃণমূল নেতৃত্ব। মন্ত্রিসভার প্রধান হিসেবে উদ্বিগ্ন মমতাও। ভবিষ্যতের কথা ভেবে তাই সহকর্মী মন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন তিনি।
শুক্রবার ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মমতা বর্ধমানে দলীয় জনসভায় যাবেন বলে মন্ত্রিসভার বৈঠক
কার্যত শুরু হয়েই শেষ হয়ে যায়। সেখানেই আমন্ত্রণপত্র গ্রহণের ক্ষেত্রে মন্ত্রীদের বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলেন তিনি।
পরে কয়েক জন মন্ত্রী জানান, কোনও আমন্ত্রণপত্র এলে সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা কী ধরনের কাজকর্ম করে, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আছে কি না, তারা অর্থ লগ্নি সংস্থা কি না, ভাল ভাবে খতিয়ে দেখে তবেই তা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা চান, শুধু অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে সতর্ক হলেই চলবে না। অফিসে বা অন্য কোথাও মন্ত্রীদের সঙ্গে যে-সব ব্যক্তি বা সংস্থার প্রতিনিধিরা দেখা করতে আসছেন, তাঁদের সম্পর্কে খোঁজখবর নিয়ে তবেই সাক্ষাৎ করতে হবে। ওই সব সাক্ষাৎকারের সংক্ষিপ্তসার ‘নোট’-এর আকারে নিজেদের কাছে লিখে রাখা উচিত বলেও মন্তব্য করেছেন মমতা।
সারদা কাণ্ডের পরে পরিবহণমন্ত্রী মদন মিত্র নিজের জন্য এই ধরনের আচরণবিধি তৈরি করার কথা জানান। আর শিল্পমন্ত্রী জানান, এ বার থেকে যাঁরা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন, তাঁরা যে কোনও বেআইনি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে যুক্ত নন, লিখিত ভাবে তা জানাতে হবে। এ বার মন্ত্রিসভার সব সদস্যের জন্যই এই ধরনের সতর্কবাণী শোনালেন মুখ্যমন্ত্রী। |
|
|
|
|
|