|
|
|
|
অভিযোগ ওঠায় ফরমান মুখ্যমন্ত্রীর |
৭৩ লগ্নি সংস্থার জমি-সম্পত্তির চরিত্রবদল বন্ধ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গের ৭৩টি অর্থ লগ্নি সংস্থা তাদের জমি বা অন্য কোনও স্থাবর সম্পত্তির চরিত্রগত পরিবর্তন (কনভার্শন) করতে পারবে না। সেগুলি যেমন অবস্থায় আছে, তেমনই রাখতে হবে। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণের খবর, ওই সব সংস্থার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগের তদন্ত করতে চায় রাজ্য সরকার। তাই মুখ্যমন্ত্রীর এই নির্দেশ।
পশ্চিমবঙ্গে সারদা-সহ ৭৩টি অর্থ লগ্নি সংস্থা জনগণের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তুলছে বলে অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার। সংস্থাগুলির নামের একটি তালিকাও তারা পাঠিয়ে দিয়েছে রাজ্যের কাছে। তার পরেই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। সারদা গোষ্ঠীর কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। ওই সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন-সহ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। আরও দু’-একটি অর্থ লগ্নি সংস্থার অফিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।
এই পরিপ্রেক্ষিতেই নতুন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে দলীয় জনসভায় যোগ দিতে বর্ধমানে যান মমতা। তার আগে ওই নির্দেশ দিয়ে তিনি ফাইলে সই করেছেন বলে মুখ্যমন্ত্রীর অফিস সূত্রের খবর।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পাশাপাশি বিভিন্ন এলাকায় সারদার সম্পত্তি আটক করার কাজ চলছে বলে পুলিশি সূত্রের খবর। বৃহস্পতিবার রাতে চন্দ্রকোনা রোডে সারদার পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র মেডিক্যাল ইউনিটটিতে অভিযান চালিয়ে ৩৫টি মোটরবাইক, আসবাবপত্র, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-সহ মোট ১৮ লক্ষ টাকার সম্পত্তি আটক করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরা শহরে মহকুমা ট্রেজারি অফিসের কাছে সারদার কার্যালয় থেকে গোপনে নথিপত্র সরিয়ে ফেলা হচ্ছে অভিযোগ ওঠায় সেখানে পাহারার ব্যবস্থা করেছে প্রশাসন। সারদা কাণ্ডের জেরে টাকা ফেরত পাওয়া নিয়ে বিভিন্ন অর্থ লগ্নি সংস্থার আমানতকারীদের মধ্যে যে-আতঙ্কের সৃষ্টি হয়েছে, তার রেশ এখনও চলছে। কলকাতা এবং জেলায় জেলায় টাকা ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ হচ্ছে। এ দিন দুপুরে গড়িয়াহাটের কাছে কর্নফিল্ড রোডে একটি অর্থ লগ্নি সংস্থার অফিসে বিক্ষোভ দেখান আমানতকারী ও এজেন্টদের একাংশ। তাঁদের অভিযোগ, ওই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, যে-সব লগ্নিকারীর আমানতের মেয়াদ শেষ হয়েছে, শুক্রবার টাকা ফেরত পাবেন। কিন্তু সকালে এসে তাঁরা দেখেন, অফিস বন্ধ। পরে গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। রাতে বিক্ষোভকারীরা থানায় যান। আমতা থেকে আসা সংস্থার এজেন্ট অশোক সাঁতরা বলেন, “নিজের দেড় লক্ষ টাকা ছাড়াও এলাকার বাসিন্দাদের কাছ থেকে তোলা ১২ লক্ষ টাকা ওই সংস্থায় জমা রেখেছি। এখন তাঁদের টাকা কী করে ফেরত দেব, বুঝতে পারছি না।”
এ দিন দুপুরে বাঁকুড়া শহরের সতীঘাটে অর্থ লগ্নি সংস্থা বর্ধমান সানমার্গের অফিসে ভাঙচুর চালিয়ে কর্মীদের মারধর করেন কিছু আমানতকারী। ওই ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সিউড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি অর্থ লগ্নি সংস্থার অফিসে হানা দিয়ে বেশ কিছু নথি ও দু’টি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ‘টাওয়ার ইনফোটেক’ নামে এক অর্থ লগ্নি সংস্থার এজেন্ট ও ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ করেন কিছু আমানতকারী। বারীন হালদার নামে ওই সংস্থার এক এজেন্টকে রাতেই গ্রেফতার করা হয়। শুক্রবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃত এজেন্টকে ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রামেন্দু চট্টোপাধ্যায় পলাতক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থেকে সারদার এক ডেভেলপমেন্ট অফিসারকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। ধৃতের নাম মানস ভট্টাচার্য। নবদ্বীপ থানায় ওই আধিকারিকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন এক আমানতকারী। এ দিনই দুর্গাপুরে মেয়াদ ফুরোনো পলিসির টাকা না-পাওয়ার অভিযোগে বর্ধমান সানমার্গ লগ্নি সংস্থায় ভাঙচুর চালান আমানতকারীরা। পরে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়।
বিভিন্ন জায়গায় আমানতকারীদের হামলায় কোণঠাসা এজেন্টরা সঙ্ঘবদ্ধ হতে শুরু করেছেন। এর আগে উত্তরবঙ্গে তাঁরা সংগঠন গড়েছেন। শুক্রবার বর্ধমানের কালনাতেও বিভিন্ন লগ্নি সংস্থার এজেন্টরা মিলে একটি কমিটি গঠন করেন। কোনও এজেন্ট বিপদে পড়লে তারা পাশে দাঁড়াবে বলে কমিটির তরফে জানানো হয়েছে। |
|
|
|
|
|