উত্তরবঙ্গ
উত্তরবঙ্গ
গম্ভীরার সুরে প্রকল্প নিয়ে সচেতনতা শিবির
পীযূষ সাহা, হবিবপুর:
গম্ভীরা গানকে হাতিয়ার করে গ্রামের বাসিন্দাদের কাছে ১০০ দিনের কাজের প্রকল্প-সহ সমস্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার কথা পৌঁছে দিতে উদ্যোগী হল মালদহ জেলা প্রশাসন। বুধবার বেলা ১১টায় হবিবপুরের তাজপুরের লইবাড়ি গ্রামে গম্ভীরা গানের আসর দিয়ে শুরু হয় জনসংযোগ শিবির। প্রথম দিনেই জনসংযোগ শিবিরে ব্যাপক সাড়া মেলায় জেলাশাসক থেকে শুরু করে দুই মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
রবীন্দ্র ভবন চেয়ে মিছিল রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ:
রায়গঞ্জে নির্মীয়মাণ রবীন্দ্রভবন তৈরির কাজ শেষ করা সহ সারদা কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেস। বুধবার বিকালে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে দলের কয়েকশো কর্মী সমর্থক রায়গঞ্জের হাসপাতাল রোড থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় মিছিল করেন। পরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় আধ ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।
টুকরো খবর
শিলিগুড়ি-জলপাইগুড়ি
গৌতম দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের আগে নিজের খাসতালুকে কংগ্রেসের বিক্ষোভ ও হুমকির মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন সরকারের দু’বছরের পূর্তির প্রাক্কালে গৌতমবাবুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাস্তায় নামলেন কংগ্রেসের জলপাইগুড়ি জেলার নেতা-বিধায়কেরা। যদিও এই আন্দোলনের কথা তাঁর জানা ছিল না বলে দাবি করেছেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু। কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছেন গৌতমবাবু।
দার্জিলিং-কালিম্পঙে অবহেলায় পড়ে রবি ঠাকুরের স্মৃতি জড়ানো বাড়ি
অনিতা দত্ত, শিলিগুড়ি:
প্রবেশ পথে ঢোকার মুখেই নজর টানে বাঁ দিকে ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা প্রায় শতাধিক বছরের পুরনো দু’টি গাছ। চারপাশে ঢেউ খেলানো পাহাড়। তারই কোলে যেন মেপে বসানো বাংলো বাড়িটি। দার্জিলিঙের জে বি থাপা রো-এর রোজভিলা। ১৮৮২-র অক্টোবরে রবীন্দ্রনাথ এ বাড়িতেই সপ্তাহ খানেক কাটিয়ে গিয়েছিলেন। বাড়িটির বর্তমান মালিক লাওয়াং ভুটিয়া জানালেন, তিন পুরুষ ধরে তাঁরা এই বাড়িতে বাস করছেন। ঠাকুর্দা সোনম তোপনে লামা প্রায়ই বলতেন রবীন্দ্রনাথের কথা। তাঁর মুখেই শোনা রবীন্দ্রনাথ কয়েক দিন এ বাড়িতে থেকেছিলেন। সে বারে জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরীর দার্জিলিং সফরের সঙ্গী হয়েছিলেন রবীন্দ্রনাথ। সেই তাঁর প্রথম দার্জিলিং যাত্রা। তাঁরা এসে উঠেছিলেন এই রোজ ভিলাতে। দার্জিলিং পাহাড়ে এসে কবি লিখলেন ‘প্রতিধ্বনি’।
নীল নির্জনে ঠায়
দাড়িয়ে চিত্রভানু
নকল ধরায় ক্লাস
ভাঙচুর, নালিশ
লুঠের আগে গ্রেফতার ৫ নতুনপাড়ায়
টুকরো খবর
রবি-স্নান। জলপাইগুড়িতে। নিজস্ব চিত্র
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.