বর্ধমান |
শহর প্রান্তে অনাদরে দাঁড়িয়ে রবীন্দ্রভবন |
|
রানা সেনগুপ্ত, বর্ধমান: রবীন্দ্রভবন একটা আছে ঠিকই, তবে শহরের একেবারে প্রান্তে। যানবাহনের অভাবে যেখান থেকে অনুষ্ঠান দেখে ফিরে আসা রীতিমতো কষ্টকর। তাছাড়া অপর্যাপ্ত আলো, পাখা, দেওয়ালে ফাটল, ছাদে চিড় এসব তো রয়েইছে। এমন অবস্থা খোদ বধর্মান শহরের রবীন্দ্রভবনের। ফলে রবীন্দ্রজয়ন্তী এবং অন্য অনুষ্ঠানেও ভিড় কমছে রবীন্দ্রভবনে। শহরের এক নামী রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলেন, “প্রতিবছর ২৫ বৈশাখ রবীন্দ্রভবনে গান গাইতে যাই। কিন্তু দর্শক আসনের দিকে চোখ রাখতে পারিনা। শূন্য চেয়ারগুলি যেন ব্যঙ্গ করে।” |
|
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে তিন দুষ্কৃতী। পিছনে পুলিশ। মাঝে-মধ্যে ঘুরে দাঁড়িয়ে গুলি ছুড়ছে দুষ্কৃতীরা। তার পরে আবার দৌড়। বাড়ি থেকে মুখ বাড়িয়ে রাস্তায় হঠাৎ এমন দৃশ্য দেখে হকচকিয়ে উঠেছিলেন কাটোয়ার ১৯ নম্বর ওয়ার্ডের অনেকেই। শেষ পর্যন্ত সেখানকার মাঠপাড়ায় একটি বাড়ির শৌচাগার থেকে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন কাটোয়া থানার এসআই সুদীপ্ত মুখোপাধ্যায়। আড়াল থেকে তাঁকে লক্ষ করেও গুলি চালিয়েছিল নাসিম শেখ নামে ওই দুষ্কৃতী। |
ছুটল গুলি, তবু
দুষ্কৃতী ধরল পুলিশ |
|
মমতার সভাস্থল
বেছে গেলেন মুকুল |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
পুরনো প্রযুক্তিতেই এখনও চলছে শিল্পাঞ্চলের রবীন্দ্রভবন |
|
সুশান্ত বণিক, আসানসোল: সাতাশ বছর কেটে গিয়েছে। কিন্তু কোনও সংস্কার হয়নি রবীন্দ্রভবনের। বাইরে থেকে অবশ্য গাছগাছালি দিয়ে ঢাকা, ঝকঝকে তকতকে। দর্শকদের বসার বন্দোবস্তও ভাল। এমন কি বাতানুকূলও। কিন্তু হলে কী হবে? আসল জিনিসই ঠিক নেই, ধ্বনি ব্যবস্থা বা আলোর ব্যবস্থা, কোনওটাই সময় মতো নয়। বড্ড সেকেলে। তা নিয়ে শহরবাসীর অভিযোগেরও অন্ত নেই। হাজার হোক, শহরের যে কোনও বড় অনুষ্ঠানে এই ভবনই তো ভরসা দর্শকদের। |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: লরিচালক ও পুলিশ কর্মীকে মারধরেরর অভিযোগ উঠল এক তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদের বিরুদ্ধে। বুধবার সকালে আসানসোলের ঘটনা। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রহৃত লরিচালক ও পুলিশকর্মী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর অনির্বান দাস ওরফে অনিমেশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে দলবল নিয়ে অনির্বাণবাবু সেনর্যালে রোডের একটি নার্সিংহোমের সামনে দাঁড়ান। |
নিষেধ সত্ত্বেও লরি,
চালককে ‘চড়’
কাউন্সিলরের |
|
টুকরো খবর |
|
|
|
|