সদ্য শেষ হওয়া আর্থিক বছরে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় রেকর্ড সংখ্যক ইঞ্জিন তৈরি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের। এই সাফল্যের জন্য কারখানার শ্রমিক কর্মীদের কৃতিত্ব দিয়েছেন সংস্থার জিএম রাধেশ্যাম। সম্প্রতি চিত্তরঞ্জনের রঞ্জন প্রেক্ষাগৃহে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ২০৭ জন রেলকর্মীকে পুরস্কৃত করেছেন সংস্থার জিএম। কারখানা সূত্রে জানা গিয়েছে, গত আর্থিক বছরে ২৫৮ টি ইঞ্জিন বানানো হয়েছে। এবছর তা বেড়ে হয়েছে ২৭০ টি। আরও একটি পরিসংখ্যানে জানা গিয়েছে, গত আর্থিক বছরে ৭৬ টি ‘থ্রিফেজ’ ইঞ্জিন তৈরি হয়েছিল। এবছর তা বেড়ে হয়েছে ১১০ টি। উল্লেখ্য, ১৯৫০ সালে এই কারখানায় প্রথমবার বাস্পীয় ইঞ্জিন বানানো হয়। বর্তমানে এই কারখানায় ছয় হাজার অশ্বশক্তি সম্পন্ন বৈদ্যুতিক ইঞ্জিন বানানো হয়। আগামী দিনে ৯ হাজার অশ্বশক্তি সম্পন্ন বৈদ্যুতিক ইঞ্জিন বানানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এ দিনের অনুষ্ঠানে কারখানার কর্মী সুরজ কুমার ও অসীম গোস্বামীকে রেলমন্ত্রকের পুরস্কার দেওয়া হয়েছে।
|
নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ মিশ্র ইস্পাত কারখানার গেট সংলগ্ন প্রমোদনগর কলোনি থেকে এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, ধর্মেন্দ্র সাহানি নামের ওই যুবক পাড়ায় কম্পিউটারের প্রশিক্ষণ দেয়। ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে তার কাছে প্রশিক্ষণ নিতে গিয়েছিল। তখন তার শ্লীলতাহানি করা হয় বলে দাবি। ছাত্রীটি ফিরে জানালে সন্ধ্যায় অভিযোগ হয়।
|
পানীয় জলের সরবরাহ-সহ নানা দাবিতে তৃণমূলের নেতৃত্বে দক্ষিণখণ্ড পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। তৃণমূলের নেতা অনন্ত ঘোষ জানান, দীর্ঘ দিন পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ। চাপাকলগুলিও বিকল। দীর্ঘ দিন গরীবদের ত্রাণের শীতবস্ত্র মজুত পড়ে আছে। গ্রামপ্রধান খেয়ালখুশি মতো কার্যালয়ে আসছেন বলেও অভিযোগ। তিনি জানান, প্রধানের অনুপস্থিতিতে তাঁরা বিডিওকে ফোন করে ঘটনাস্থলে এসে স্মারকলিপি নেওয়ার অনুরোধ জানান। বিডিওর নির্দেশেই তাঁরা পঞ্চায়েত সচিবের হাতে দাবিপত্র তুলে দেন। সচিব শিবশঙ্কর সুর জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের তিনি দাবিপত্র পৌঁছে দেবেন।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ক্রিকেটে বুধবারের প্রথম খেলায় জিতল সেল আইএসপি। আসানসোল স্টেডিয়ামে তারা আসানসোল সিএকে ৬৭ রানে হারায়। প্রথমে ব্যাট করে আইএসপি ৫ উইকেটে ১৬৩ রান করে। জবাবে ৯৬ রানেই শেষ হয়ে যায় আসানসোল। দ্বিতীয় খেলায় অমিত মজুমদার সিএ আসানসোল স্পোর্টিংকে ১৬ রানে হারায়। প্রথমে ব্যাট করে অমিত মজুমদার ১১৭ রান করে। ১০১ রানে শেষ হয়ে যায় আসানসোল স্পোর্টিং।
|
জবরদখলকারীদের ওঠাতে গিয়ে মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল অন্ডালে। মঙ্গলবার রাতে বাঁকোলা বিশ্বেশ্বরী এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রাত ১২টা নাগাদ ইসিএলের নিরাপত্তারক্ষী, সিআইএসএফ ও পুলিশকর্মীরা চারটি ঝুপড়ি ভেঙে দিয়ে যায়। গৃহবধূ রিঙ্কু রজক, বুনি বাউড়ি, গোলাবীদেবীদের দাবি, সেই সময়ে সিআইএসএফ ও ইসিএলের নিরাপত্তারক্ষীরা তাঁদের সঙ্গে অশালীন আচরণ করে। পুলিশ তাতে মদত দিয়েছে। বুধবার তাঁরা প্রথমে অন্ডালের উখড়া আউটপোস্ট ও পরে কোলিয়ারি কর্তৃপক্ষের সামনে বিক্ষোভ করে। কর্তৃপক্ষ জানান, খোঁজ নিয়ে দেখবেন। পুলিশ জানায়, এমন ঘটেনি। তদন্ত হবে।
|
কয়লা আটক, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
অবৈধ কয়লা বোঝাই একটি লরি আটক করল পুলিশ। মঙ্গলবার রাতে দুর্গাপুরের মেন গেটের কাছে জাতীয় সড়ক থেকে ওই লরিটি আটক করা হয়। গ্রেফতার হয় ৪ জন। বুধবার ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছে। পুলিশ জানায়, খাস কাজোড়ার ভগবান নুনিয়া, পরাশিয়ার সুরেশ ধাঙড়, সুনীল হাঁসদা এবং মেন গেটের রামকৃষ্ণ পল্লির উজ্জ্বল সরকার কাজোড়া থেকে সাত টন চোরাই কয়লা নিয়ে দুর্গাপুরের দিকে আসছিল।
|
স্কুল পরিচালন সমিতির ভোটে মনোনয়ন তুলল একমাত্র তৃণমূল। বুধবার কালনা ১ ব্লকের সুলতানপুর তুলসীদাস বিদ্যামন্দিরের পরিচালন সমিটির ভোটের মনোনয়ন তোলার শেষ দিন ছিল। ৬টি আসনে একমাত্র তৃণমূলই মনোনয়ন তোলে। |