রায়গঞ্জে নির্মীয়মাণ রবীন্দ্রভবন তৈরির কাজ শেষ করা সহ সারদা কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল করে জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেস। বুধবার বিকালে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে দলের কয়েকশো কর্মী সমর্থক রায়গঞ্জের হাসপাতাল রোড থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় মিছিল করেন। পরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় আধ ঘন্টা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।
মোহিতবাবু বলেন, “পূর্বের বাম সরকার ও বর্তমান রাজ্য সরকারের ধারাবাহিক গাফিলতির জেরে গত এক দশকেও রবীন্দ্র ভবন তৈরির কাজ শেষ হয়নি। এটা কিছুতেই মানা যাচ্ছে না। দ্রুত ওই কাজ শেষ করা না হলে বৃহত্তর আন্দোলন হবে। পাশাপাশি, সারদা কান্ডে অভিযুক্ত তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী ও সাংসদকে সরকার আড়াল করার চেষ্টা করছে।” |
প্রশাসনিক সূত্রের খবর, ২০০১ সালে তৎকালীন রাজ্য সরকার রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায় রবীন্দ্রভবন তৈরির কাজ শুরু করে। রাজ্য সরকারের ১০ লক্ষ টাকা বরাদ্দের পাশাপাশি সেই সময়ের সাংসদ ও বিধায়কদের তহবিলের বরাদ্দ করা টাকায় কাজ চলতে থাকে। প্রায় ৭ বছর কাজ চলার পর টাকার অভাবে কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। এরপর ২০১০-১১ আর্থিক বছরে তৎকালীন রাজ্য সরকার রবীন্দ্রভবনের কাজ শেষ করার জন্য ৫৯ লক্ষ টাকা বরাদ্দ করে। ইতিমধ্যে প্রায় দেড় কোটি টাকার কাজ হয়। টাকার অভাব জানিয়ে প্রায় একবছর আগে ফের রবীন্দ্রভবন তৈরির কাজ বন্ধ হয়ে যায়। টাকার অভাবে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বসানো সহ সাউন্ড সিস্টেম, বিদ্যুদয়ণ, শৌচাগার, দর্শকাসন ও পানীয় জলের পরিকাঠামো গড়ে তোলা যায়নি। জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতর খুব শীঘ্রই রবীন্দ্রভবন তৈরির কাজ শেষ করার জন্য টাকা বরাদ্দ করবে বলে জানিয়েছে।” |