টুকরো খবর |
ফি নিয়ে বৈঠকে তিন পক্ষ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাটিগাড়া সেন্ট জোসেফ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রীদের ফি মাত্রাতিরিক্ত বাড়ানো-সহ অভিভাবক মঞ্চর নানা অভিযোগ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হল শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে। বুধবার মাটিগাড়া সেন্ট জোসেফ স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক মঞ্চের প্রতিনিধিদের নিয়ে মহকুমা শাসকের দফতরে ওই বৈঠকে করেন ডেপুটি ম্যাজিস্ট্রেটরা। অভিভাবক মঞ্চের অভিযোগ, ছাত্রীদের প্রতিমাসের ফি ১৩০০ টাকা থেকে বাড়িয়ে ১৬০০ টাকা করা হয়েছে। মাত্রাতিরিক্ত ফি বাড়ানো নিয়ে তারা প্রতিবাদও জানিয়েছেন। তা ছাড়া ডোনেশনের টাকা নেওয়া, সংখ্যালঘুদের প্রতিষ্ঠান বলা হলেও সে সব নিয়ম যথাযথভাবে পালন করা হচ্ছে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিভাবক মঞ্চের বিভিন্ন প্রশ্নের জবাবে স্কুল কর্তৃপক্ষ তাদের উত্তর দিয়েছেন। কয়েকটি ক্ষেত্রে তাদের কাছ থেকে নথিপত্র চাওয়া হয়েছে। এ দিন মহকুমাশাসক ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে দফতরের ২ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট বৈঠক করেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌরী শঙ্কর ভট্টাচার্য বলেন, “উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আরও কিছু নথিপত্রও চাওয়া হয়েছে। বিষয়টি মহকুমাশাসকের কাছে রিপোর্ট করা হবে।” অভিভাবক মঞ্চের তরফে সন্দীপন ভট্টাচার্য জানান, স্কুলের তরফে জানানো হয়, তারা সরকারি অনুদান নেবেন না। সে কারণে শিক্ষকদের ‘ডিএ’ বাড়াতে ছাত্রীদের ফি ৩০০ টাকা বাড়ানো হয়েছে। অথচ ‘ডিএ’ দিতে তাদের ওই পরিমাণ ফি বাড়ানোর প্রয়োজন ছিল না। তা ছাড়া সংখ্যালঘুদের প্রতিষ্ঠান বলা হলেও সে ক্ষেত্রে যে সমস্ত নিয়ম রয়েছে তা মানা হচ্ছে না।
|
সংশোধনাগারে জন্মজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কেউ ধরবে গান, কেউ পা মেলাবেন নৃত্যে। আজ, বৃহস্পতিবার রবীন্দ্রনাথে মেতে উঠবে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের বন্দিরা। ক’দিন ধরেই চলছে তার প্রস্তুতি। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, দুই ঘণ্টার অনুষ্ঠান করা হবে। সেখানে পাঁচ মহিলা বন্দি ছাড়াও ৪০ জন পুরুষ বন্দি অংশ নেবেন। সংশোধনাগারের ভেতরে মঞ্চ বেধে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডের মাঝখানে মঞ্চ বাধা হয়েছে। বন্দি আলোতী রায় একক নৃত্য পরিবেশন করবেন। সমবেত নৃত্য পরিবেশন করবেন চম্পা রায়, দীপা রায়রা। শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার থুপদেন ভুটিয়া বলেন, “বন্দিরা রবীন্দ্র উৎসব নিয়ে আগ্রহী।” অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় এক সংস্থা। সংগঠনের সম্পাদক অমিত সরকার বলেন, “দশ দিনের বেশি সময় ধরে বন্দিরা কবির গান, নৃত্য অনুশীলন করেছেন। খুব ভাল অনুষ্ঠান হবে।” ফুলেশ্বরী বাজার সংলগ্ন দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রভাতফেরি হবে।
|
স্মারকলিপি দিল বামেরা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জলপাইগুড়ি পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের দ্রুত বেতন দেওয়ার দাবিতে স্মারকলিপি দিল বাম কাউন্সিলরেরা। বুধবার চেয়ারম্যানকে স্মারকলিপি দেন তাঁরা। ৭ মাস ধরে পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়লেও পুর কর্তৃপক্ষের হুঁশ নেই বলে অভিযোগ। পুরসভার বরাদ্দ নানা তহবিলের হিসাবের খরচও দেখানোর দাবি তোলে বিরোধীরা। বিরোধী দল নেতা তথা সিপিএম কাউন্সিলর প্রমোদ মণ্ডল বলেন, “পুরসভার সাফাইকর্মীরা বেতন না পেলেও কর্তৃপক্ষের কোনও মাথাব্যথা নেই।” পুরসভায় অস্থায়ী সাফাই কর্মীর সংখ্যা ২০০। চলতি বছরের শুরু থেকেই তাঁদের বেতন অনিয়মিত বলে অভিযোগ ছিল। পুর কর্তৃপক্ষের দাবি, বেতনের সমস্যা সামাধানে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “রাজ্য সরকারের অধিকাংশ বরাদ্দের টাকাই পুরসভা পাচ্ছে না। নিজেদের আয় বাড়িয়ে পুরসভার কাজকর্ম চালানো হচ্ছে। পুরসভার কর্মীরা সকলেই এক বড় পরিবারের অংশ। তাঁদের যাতে সমস্যা না হয় তা দেখা হবে।”
|
নির্দেশে বিভ্রান্তি প্রাথমিকে
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে ছুটির নির্দেশ থাকলেও প্রাথমিক স্কুলগুলিতে তা পালনের নির্দেশ না থাকায় বিভ্রান্তি ছড়িয়েছে। জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ছুটির তালিকায় ওই নির্দেশ নেই বলে শিক্ষক শিক্ষিকারা জানান। তাঁরা জানান, বার্ষিক ছুটির তালিকায় অন্য মনীষীদের জন্মজয়ন্তীতে ছুটির পাশাপাশি তা বিদ্যালয়ে পালনের নির্দেশ রয়েছে। তবে কবিগুরুর জন্ম জয়ন্তীতে শুধু ছুটির নির্দেশ রয়েছে। এতে আদৌও অনুষ্ঠান পালন হবে কী না তা নিয়ে সংশয়ে স্কুল কর্তৃপক্ষগুলি। জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্ত্রীমোহন রায় বলেছেন, “প্রতিবছর স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হয়। এ বার বার্ষিক ছুটির তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ছুটি বলা হয়েছে। তা পালনের বিষয়টি নেই ঠিকই। ছাপায় হয়ত ভুল হয়েছে। বিষয়টি দেখছি।”
|
সেরা, আকাশ পূজা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আল্পনা ঘোষ স্মৃতি স্টেজ থ্রি টেবল টেনিস প্রতিযোগিতায়র সাব জুনিয়রে সেরা আকাশ নাথ, পূজা পাল। বুধবার শিলিগুড়ি মিউনিসিপ্যাল রিক্রিয়েশন ক্লাবে আকাশ শুভম দাসকে ও পূজা ঋত্বিকা কুণ্ডুকে হারায়। ক্যাডেট সেরা শুভ্রজ্যোতি ঘোষ হারায় সিদ্ধান্ত সুর রায়কে। নিকিতা সুব্বা সেরা দীক্ষা বিশ্বাসকে হারিয়ে। নার্সারি বিভাগে অনির্বাণ দে হারায় সাগ্নিক নাথকে। ঋষিতা নন্দী হারায় শতপর্ণী দেকে। হোপ বিভাগে সৌম্যদীপ নিয়োগী। হারিয়েছে বাদশা ঘোষকে। শুভশ্রী গুহ হারিয়েছে অনুশ্রী গুপ্তকে।
|
টাকা আত্মসাৎ |
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জমানো লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই গোষ্ঠীর কোষাধ্যক্ষের নামে। ডুয়ার্সের টটপাড়া-২ পঞ্চায়েতের কার্জিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আশা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আলিপুরদুয়ার ২ বিডিও-র দারস্থ হন। তাঁদের অভিযোগ, কোষাধ্যক্ষ সুনীতি দাস ক্ষমতার অপব্যবহার করে গোপনে ব্যাঙ্ক থেকে কয়েক দফায় ১ লক্ষ সাত হাজার টাকা তুলে নিয়েছেন। বিডিও সজল তামাং জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সুনীতিদেবী বলেন, “তদন্ত হলেই সব পরিস্কার হবে। আমি কিছু করিনি।”
|
অধীরকে চিঠি |
মালবাজার থেকে চ্যাংরাবান্ধা ব্রডগেজ রেলপথের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়ে রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরীকে চিঠি দিল মালবাজারের সিনিয়র সিটিজেন ফোরাম। পাশাপাশি নিউমাল জংশনে কয়েকটি দূরপাল্লার ট্রেন স্টপের দাবিও করা হয়। ফোরামের সম্পাদক শান্তি ভট্টাচার্য জানান, মালবাজার থেকে চ্যাংরাবান্ধা রেল প্রকল্পের কাজ ঘটা করে শুরু হলেও শেষ পর্যায়ে থমকে । দ্রুত কাজ শেষ করে ট্রেন পরিষেবা চালু করার দাবি জানানো হয়েছে।
|
জয়ী শিলিগুড়ির ক্লাব |
বিধাননগর গ্রাম পঞ্চায়েত এবং স্থানীয় ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবলে বুধবার জয়ী হল শিলিগুড়ির রয়্যাল স্পোর্টিং ক্লাব। এই দিন তারা হাসখোঁয়া তরুণ সঙ্ঘকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। বিধাননগর সন্তোষিনী হাই স্কুলের মাঠে এ দিনের খেলা হয়েছে। |
|