উত্তরবঙ্গ |
ছিটমহল থেকে কোটি টাকা তুলে বেপাত্তা লগ্নি সংস্থা |
 |
অরিন্দম সাহা, কোচবিহার: প্যান কার্ড দূরের কথা। রেশন কার্ড কিংবা সচিত্র ভোটার পরিচয়পত্রও নেই। তাই ইচ্ছে থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কিংবা ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমাতে পারেন না ছিটমহলের বাসিন্দারা। সেই সুযোগই নিয়েছিল বিভিন্ন অর্থ লগ্নি সংস্থা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা মোটা টাকার প্রলোভন দেখিয়েছিলেন। |
|
রায়গঞ্জে অফিস সিল, অ্যাম্বুল্যান্স আটক বালুরঘাটে |
নিজস্ব প্রতিবেদন: রায়গঞ্জে সারদা গোষ্ঠীর অফিস সিল করে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট অনন্ত সরকারের উপস্থিতিতে পুলিশ ওই অফিসটি সিল করে দেয়। আইসি দীনেশ প্রামাণিক বলেন, “শাখার ম্যানেজার আকাশ সেনগুপ্ত ও দুই ক্যাশিয়ার প্রশান্ত বর্মন এবং সুব্রত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা পলাতক।” |
 |
|
বাসে শ্লীলতাহানি,
সাসপেন্ড ৩ নিগমকর্মী |
আত্মরক্ষায়
প্রশিক্ষণ শিবির |
|
টুকরো খবর |
|
 |
বেহাল বালুরঘাট-হিলি সড়ক। ধুলোয় ঢেকে যায় পথ। —নিজস্ব চিত্র। |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সংসারে টাকা দিতে
কাজ করে ছোটরা |
জয়িতা সরকার, শিলিগুড়ি: চা শ্রমিক বাবা-মার বয়স হয়েছে। তাই উত্পাদন বাড়াতে তাঁদের ঘরের শিশু-কিশোরদের বিনা মজুরিতে চা বাগান মালিক কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চা বাগানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সমীক্ষা করতে গিয়ে ওই তথ্য মিলেছে বলে দাবি করেছে। |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। শহরের স্টেশন রোডের একটি আবাসনের বাসিন্দা সোমবার রাতে কোতোয়ালি থানায় ওই অভিযোগ জানান। মঙ্গলবার পুলিশের তরফে প্রতারণার মামলা দায়ের হয়। |
সুদীপ্তর নামে মামলা
দায়ের জলপাইগুড়িতে |
|
টাকা চেয়ে ক্ষোভ বাড়ছে, পালিয়ে বেড়াচ্ছেন এজেন্টরা |
|
বোর্ড মিটিং ভেস্তে গেল পুরসভায় |
|
টুকরো খবর |
|
 |
মঙ্গলবার মহাকরণে মোর্চা নেতা রোশন গিরি-সহ জিটিএ-র অন্য প্রতিনিধিরা। ছবি: সুমন বল্লভ। |
|
|