সুদীপ্তর নামে মামলা দায়ের জলপাইগুড়িতে |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আরও একটি মামলা দায়ের হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। শহরের স্টেশন রোডের একটি আবাসনের বাসিন্দা সোমবার রাতে কোতোয়ালি থানায় ওই অভিযোগ জানান। মঙ্গলবার পুলিশের তরফে প্রতারণার মামলা দায়ের হয়। পুলিশ সূত্রের খবর, অভিযোগকারী স্কুল শিক্ষিকা সারদা গোষ্ঠীর অর্থলগ্নি সংস্থায় কয়েকটি প্রকল্পে প্রায় ২ লক্ষ টাকা রেখেছিলেন। স্কিমগুলির মধ্যে প্রতিমাসে জমা রাখা সহ দীর্ঘমেয়াদি তহবিলও ছিল। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও টাকা ফেরত না পাওয়ায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান। অভিযোগে সরাসরি সুদীপ্ত সেনের নাম উল্লেখ রয়েছে।
এই মামলা সারদা গোষ্ঠীর বিরুদ্ধে জলপাইগুড়িতে কোনও আমানতকারীর দায়ের করা প্রথম অভিযোগ। এর আগে এজেন্টের তরফে একটি ডায়েরি করে তাঁদের নিরাপত্তার কথা জানানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আলিপুরদুয়ার থানাতেও সারদা গোষ্ঠীর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের হয়। জলপাইগুড়ির অভিযোগকারী মহিলা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “সামনের বছর অবসর নেওয়ার কথা রয়েছে। সে কারণেই কিছু টাকা জমানোর জন্য রেখেছিলাম। মেয়াদ হয়ে গেলেও টাকা পাচ্ছি না। সংস্থার দেওয়া প্রতিটি নথিতে সুদীপ্ত সেনের নাম থাকত, সে কারণে তাঁর বিরুদ্ধেই অভিযোগ করেছি।”
অভিযোগের ভিত্তিতে এ দিন বিকালে সারদা গোষ্ঠীর উকিল পাড়া অফিসে তল্লাশি চালানোর প্রস্তুতি শুরু করে পুলিশ। তবে রাজ্য থেকে বিষয়টি নিয়ে সর্তকতা বজায় রাখার নির্দেশের পরে জেলা পুলিশের তরফ থেকে এ দিন তল্লাশি স্থগিত রাখা হয়। পুলিশ সূত্রে খবর, সারদা গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত করতে পুলিশের যে কেন্দ্রীয় তদন্ত দল তৈরি হয়েছে, তাঁরাই জলপাইগুড়িতে এসে তল্লাশি চালাবে। পুলিশের থেকে অভিযোগ এবং জেলায় সারদা গোষ্ঠীর কাজ নিয়ে বিস্তারিত রিপোর্ট ওই দলকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “সারদার বিরুদ্ধে জেলায় দু’টি অভিযোগ জমা পড়েছে। মামলা শুরু করেছি। মূল তদন্ত দলকেও তা জানানো হয়েছে। তাদের নির্দেশ মতোই ব্যবস্থা হবে।” সারদার এজেন্টদের অভিযোগ, জলপাইগুড়ির উকিলপাড়ার অফিসে এখনও বেশ কিছু টাকা এবং গুরুত্বপূর্ণ নথি রয়েছে। অফিসের সামনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ দিন সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে আলিপুরদুয়ার শহরে মিছিল করে বামফ্রন্ট। মঙ্গলবার বিকেলে আলিপুরদুয়ার কোর্ট মোড় থেকে আলিপুরদুয়ার চৌপতি পর্যন্ত মিছিল হয়। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত দাবি করে, মঙ্গলবার জলপাইগুড়ির জেলাশাসকের দফতরের সামনে আইন অমান্য আন্দোলন করে যুব কংগ্রেস। এ দিন প্রায় ৫০০ যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়। |