রায়গঞ্জে সারদা গোষ্ঠীর অফিস সিল করে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট অনন্ত সরকারের উপস্থিতিতে পুলিশ ওই অফিসটি সিল করে দেয়। আইসি দীনেশ প্রামাণিক বলেন, “শাখার ম্যানেজার আকাশ সেনগুপ্ত ও দুই ক্যাশিয়ার প্রশান্ত বর্মন এবং সুব্রত সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা পলাতক।”
বালুরঘাটে সারদা গোষ্ঠীর আরও একটি অ্যাম্বুল্যান্স বাজেয়াপ্ত করল পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের যুবশ্রী মোড়ে সারদা গোষ্ঠীর অফিসের কাজকর্মের জন্য ওই অ্যাম্বুল্যান্স ব্যবহার হত বলে পুলিশ জেনেছে। গত ২২ এপ্রিল ওই অফিস সিল করার আগেই অ্যাম্বুল্যান্সটি সরিয়ে ফেলা হয়। পালা করে গাড়িটি বিভিন্ন এজেন্টের বাড়িতে এক দিন করে রাখা হচ্ছিল বলে অভিযোগ। |
অতিরিক্ত পুলিশ সুপার জ্যাকলিন দর্জি বলেন, “পুরসভার ট্রাক টার্মিনাস থেকে অ্যাম্বুল্যান্সটি আটক করে তদন্ত শুরু হয়েছে।” এ দিন শহরের দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ সারদার দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে। ওই অ্যাকাউন্ট দু’টিতে মাত্রই কয়েক হাজার টাকা আছে বলে পুলিশ সূত্রের খবর।
বালুরঘাটে এদিন পর্যন্ত সারদা গোষ্ঠীর কর্তৃপক্ষের বিরুদ্ধে ৬৭ জন আমানতকারী মামলা দায়ের করেছেন। থনার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “সারদা কর্তৃপক্ষের নামে আমানতকারী থানায় অভিযোগ দায়ের করেছেন। মামলাগুলি কলকাতায় মূল মামলার সঙ্গে যুক্ত করে পাঠানো হচ্ছে।”
এ দিন মালবাজার শহরে একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার অফিসে সিল করে ম্যানেজার সহ চার জনকে পুলিশ গ্রেফতার করে। ফালাকাটা ব্লক যুব কংগ্রেসের সভাপতিকে সাত ঘণ্টা ধরে থানায় আটকে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় আন্দোলনে নামল কংগ্রেস। ফালাকাটা ব্লক যুব কংগ্রেস সভাপতি উজ্জ্বল সরকারকে থানায় আটকে জেরা করার অভিযোগ তুলে শুক্রবার থেকে টানা কয়েক দিন ধরে মিছিল ও সভা করে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। |