শৈলেন্দ্রনাথ রায়ের পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবি করলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য। মঙ্গলবার তিনি সমবেদনা জানাতে তাঁর দেশনবন্ধুপাড়ার বাড়িতে যান। রবিবার সেবকে শূন্য ঝুলে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার সময় মৃত্যু হয় শিলিগুড়ি থানার হোমগার্ড শৈলেন্দ্রনাথবাবুর। ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। সঠিক ব্যবস্থা না থাকা সত্বেও পুলিশ কেন ওই অভিযানের অনুমতি দিল তা নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো হবে। অশোকবাবু বলেন, “শৈলেন্দ্রর মৃত্যু মেনে নেওয়া যায় না। এর উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। পাশাপাশি, সরকারের উচিত ওই পরিবারকে আর্থিক সাহায্য করা এবং একজনের স্থায়ী চাকরির ব্যবস্থা করা।”
|
রাতের অন্ধকারে ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করতে না পেরে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে বাইক ছিনতাই করে পালাল সন্দেহভাজন কেএলও জঙ্গিরা। পালানোর সময় পাঁচ জনের দলটি কয়েক রাউন্ড গুলি চালায় বলে পুলিশ জেনেছে। মঙ্গলবার রাতে আলিপুরদুয়ারের ভাটিবাড়ি লাগোয়া চাপড়েরপার এলাকায়। ওই ব্যবসায়ীর নাম সমর দাস। বাড়ি আলিপুরদুয়ারের সূতলিপট্টিতে। তাঁকে আলিপুরদুয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, অসম থেকে সন্দেহভাজন কেএলও জঙ্গিদের দল জড়িত বলে মনে হচ্ছে।
|
অসুস্থতাজনিত কারণে মৃত্যু হল নকশালবাড়ির তৃণমূল নেতা তপন সিংহ (৬৬)-এর। মঙ্গলবার ভোরে নিজের বাড়িতেই মারা যান তিনি। প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম-এর দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য অশোক ভট্টাচার্য তাঁর বাড়ি যান। কংগ্রেস নেতা বিকাশ সরকার, সুজয় ঘটক, তৃণমূলের কৃষ্ণ পাল, রঞ্জন শীলশর্মা, দীপক শীল গিয়েও শ্রদ্ধা জানান। তপনবাবু ১৯৮৩ সালে কংগ্রেসের টিকিটে জিতে দার্জিলিং জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হন। এর পরে তিনি কংগ্রেসের ব্লক ও জেলাস্তরের বিভিন্ন দায়িত্বে ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। বর্তমানে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন।
|
রীতিমত পরিকল্পনা করেই শামুকতলার পূর্ব চিকলিগুড়ি গ্রামের তরুণী রূপালি দাসকে প্রসেনজিত্ মোহন্ত খুন করে বলে পুলিশ জানতে পেরেছে। শনিবার রাতে জরুরি দরকার বলে এলাকার এক মহিলার ফোনে রূপালিকে ডেকে নেন প্রসেনজিত্। পকেটে ব্লেড নিয়ে আগে থেকেই সেখানে বসে ধৃত যুবক মদ খাচ্ছিলেন। সেখানেই জোর করে রূপালির সঙ্গে সহবাস করা হয় বলে অভিযোগ। শেষে ব্লেড দিয়ে শ্বাসনালি কেটে খুন করে দেহটি নদীতে ফেলে দেন। নিজের জামাও জলে ফেলে দেন প্রেমিক। পুলিশ সুপার আকাশ মেঘারিয়া ধৃতকে জেরা করে বলেন, “বিয়েতে রাজি ছিল না প্রসেনজিত্। সেই ক্ষোভ থেকে সম্ভবত তিনি খুন করেছেন।”
|
ফালাকাটার ভুটানির ঘাট, প্রধানপাড়ার কয়েক হাজার বাসিন্দার দৈনন্দিন চলাচলের ভরসা ছিল এই সেতুটি। মাস দু’য়েক আগে তা ভেঙে পড়ে। এখনও সেতুটির মেরামতিতে উদ্যোগী হয়নি প্রশাসন। বর্ষায় যাতায়াতে সমস্যার কথা ভেবে চিন্তায় এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীরা।
|
জিটিএ নিয়ে দিন পনেরোর মধ্যেই ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। মঙ্গলবার কলকাতায় রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। ওই বৈঠকে জিটিএ এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠন নিয়েও আলোচনা হতে পারে। |