বোর্ড মিটিং ভেস্তে গেল পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বোর্ড মিটিং নিয়ে ফের হোঁচট খেল শিলিগুড়ি পুরসভা। মঙ্গলবার বোর্ড মিটিংয়ে অধিকাংশ কাউন্সিলর না আসায় তা ভেস্তে যায়। চেয়ারম্যান নান্টু পাল মেয়রের সঙ্গে আলোচনা না করেই মর্জি মাফিক সভা ডেকেছেন অভিযোগ তুলে কংগ্রেসের মেয়র, মেয়র পারিষদ এবং কাউন্সিলররা কেউই যাননি। বামেরাও ওই সভায় ছিলেন না। ৪৬ জন কাউন্সিলের মধ্যে এ দিন চেয়ারম্যান-সহ তৃণমূলের ১১ জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন। কোরাম না হওয়ায় সভা মুলতবি ঘোষণা করেন চেয়ারম্যান। বোর্ড মিটিং না-হওয়া প্রয়োজনীয় পরিষেবার কাজের সিদ্ধান্ত নিয়েও সমস্যা দেখা দেবে বলে অভিযোগ উঠেছে।
বোর্ড মিটিং-এ না যাওয়ার কথা জানিয়ে গত শনিবার মেয়র গঙ্গোত্রী দত্ত দলের কাউন্সিলরদের তরফে পুর কমিশনারকে চিঠি দেন। মেয়র বলেন, “কোনও রকম আলোচনা না-করেই চেয়ারম্যান মিটিং ডেকেছেন। তা ছাড়া ২৮ ফেব্রুয়ারির বৈঠকের বিভিন্ন প্রস্তাবগুলি সই করেননি তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জন শীলশর্মা। তাতে বৈঠকের দিন ঠিক করা নিয়ে সমস্যা হয়।” রঞ্জনবাবু বলেন, ‘‘শনিবার বিকেলে কমিশনার প্রস্তাবগুলি আমার কাছে পাঠিয়েছিলেন। আমি মঙ্গলবার সাড়ে ১০টার মধ্যে তা পাঠিয়েছি।”অন্য দিকে কোরাম ছাড়াই অবৈধ ভাবে চেয়ারম্যান নির্বাচন হয়েছে অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন কংগ্রেসের কাউন্সিলর এবং বামেরা। এ দিন ওই মামলার শুনানি ছিল। বিচারক কংগ্রেসের পক্ষের অভিযোগ এ দিন শুনেছেন। বামেদের তরফেও একপ্রস্ত অভিযোগ এ দিন শুনানিতে জানিয়েছেন তাদের আইনজীবী। সোমবার ওই মামলার পরবর্তী শুনানি হবে।
দার্জিলিং জেলা তৃণমূলের মহাসচিব কৃষ্ণ পাল বলেন,“বামেদের সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা করছে কংগ্রেস। তাই বামেরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও অনাস্থা আনছে না।” বামেরা অবশ্য এই পরিস্থিতির জন্য কংগ্রেস, তৃণমূল উভয়কেই দায়ী করেছেন। বিরোধী দলনেতা সিপিএমের নুরুল ইসলাম বলেন, “নান্টুবাবুর নির্বাচন অবৈধ। তাই বোর্ড মিটিং-এ যাইনি। পরের পদক্ষেপ আলোচনা করে জানানো হবে।” |