বর্ধমান |
ফের স্কুলে
তৃণমূল হারাল
তৃণমূলকেই |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: এক দিন আগেই পাঁচ নেতার কমিটি গড়ে দিয়ে তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেছিলেন, স্কুলে-স্কুলে তাঁরাই প্রার্থী বাছাই করবেন। অথচ শুক্রবার বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে পরিচালন সমিতির সম্পাদক পদে অন্য গোষ্ঠীর কাছে হেরে গেলেন কমিটির মনোনীত প্রার্থী। ফের প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
এ দিন ভোটাভুটির আগেই কমিটির পাঁচ নেতা পরেশ সরকার, সুশান্ত ঘোষ, নিহারেন্দু আদিত্য, খোকন দাস ও উত্তম সেনগুপ্তের সই করা একটি কাগজ ওই স্কুলে বিলি করা হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার দুই এজেন্ট। ধৃতেরা বর্ধমানের মীরছোবার বাসিন্দা শেখ নাসির ও শহরের সাবজোলা এলাকার বাসিন্দা উচ্ছলেন্দু দাস। পুলিশ জানায়, এঁরা স্থানীয় বাজে প্রতাপপুরের একটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিস বন্ধ করে পালাচ্ছিলেন। কিন্তু আমানতকারীদের একাংশ তাঁদের ধরে ফেলে মারধর করতে আরম্ভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়। |
টাকা আত্মসাতের
অভিযোগে গ্রেফতার
অর্থলগ্নি সংস্থার কর্মী |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
অগ্নিবিধি মানতে বলে বিক্ষোভের মুখে মেয়র |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: অগ্নি নিরাপত্তার ব্যবস্থা করতে বাজারে গিয়েছিলেন মেয়র। সেখানে কিছু ব্যবসায়ীর হাতে হেনস্থা হতে হল তাঁকে। আসানসোলের মেয়র তথা তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় পুলিশে কোনও অভিযোগ দায়ের করেননি। তবে জানিয়ে দিয়েছেন, যতই বাধা দেওয়া হোক, অবৈধ নির্মাণ ভাঙার অভিযান চলবে।
কলকাতায় সূর্য সেন মার্কেটে অগ্নিকাণ্ডের পরেই ঘিঞ্জি আসানসোল শহরের নানা বাজারে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে নড়েচড়ে বসেছে পুরসভা। |
|
|
|
পুরসভার পাশেই আছি, বলছে শহর |
|
বেআইনি তৃণমূল কার্যালয়
ভাঙার নোটিস এডিডিএ-র |
কারখানার নামে নেওয়া
জমি বিক্রির চেষ্টার নালিশ, ক্ষোভ |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|