স্বাস্থ্য-শিবিরে পুলিশ-কর্মীরা |
 |
সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: ওঁদের দেখলে চোর-ডাকাতরা কাঁপে। ওঁদের পিস্তল কিংবা রাইফেল হাতে ঘোরাঘুরি করতে দেখলে সম্ভ্রমে অনেকেই রাস্তা ছেড়ে দেন। রাতে যাতে শহরবাসী নির্বিঘ্নে ঘুমোতে পারেন তা নিশ্চিত করার দায়িত্বও ওঁদেরই। যাঁরা এমন গুরুদায়িত্ব পালন করে চলেছেন, তাঁদের শরীরের হাল কেমন? লাগাতার ধকলে কার শরীরে কী ধরনের রোগ বাসা বেঁধেছে? এমন নানা প্রশ্নের উত্তর যেন মিলল শুক্রবার। শিলিগুড়ি পুলিশ কমিশনারের অফিস চত্বরে। |
|
বিদীপ্তা বিশ্বাস, কলকাতা: জরায়ুতে অস্ত্রোপচারের পরে ভিতর থেকে ‘সার্জিক্যাল টেপ’ বার না করেই সেলাই করে দিয়েছিলেন চিকিৎসক। ফলে গোটা শরীরে সংক্রমণ ছড়াচ্ছিল বছর পঞ্চাশের ডিম্পল বাওয়ারের। অন্য চিকিৎসকের কাছে গিয়ে আবার অস্ত্রোপচার করেও ফল মেলেনি। শেষে ডিম্পলদেবীর বাড়ির লোকেরা তাঁকে আর এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি আরও এক দফা অস্ত্রোপচার করেন। পাঁচ মাসে মোট তিন বার অস্ত্রোপচারের পরে জানা যায়, প্রথম বার অস্ত্রোপচারের সময়েই জরায়ুর মধ্যে ‘সার্জিক্যাল টেপ’টি থেকে গিয়েছিল! |
জরায়ু থেকে উদ্ধার
‘সার্জিক্যাল টেপ’ |
|
মনোরোগীদের সঙ্গে আচরণ নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ |
|
টুকরো খবর |
|
|