শুক্রবার উত্তর ২৪ পরগনার হাবরা-১ ব্লকের বেড়গুম-২ পঞ্চায়েতের বেড়গুম ও জানাপোল এলাকায় দু’টি উপ-স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন হাবরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি জাকির হোসেন। উপস্থিত ছিলেন বিএমওএইচ প্রবীর বাগ। জাকির বলেন, “টিকাকরণ, প্রসূতিদের পরীক্ষা, রোগ নির্ণয়-সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা এখান থেকে পাওয়া যাবে। রবিবার ছাড়া সবদিনই খোলা থাকবে উপ-স্বাস্থ্যকেন্দ্র দু’টি।
|
পশ্চিম মেদিনীপুরের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব নিলেন ত্রিদিব দাস। তিনি ডেপুটি সিএমওএইচ-১ পদে রয়েছেন। বৃহস্পতিবার চাকরি থেকে অবসর নেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্র। তিনিই ত্রিদিববাবুকে দায়িত্বভার বুঝিয়ে দেন। দু’বছর আগে, ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব নিয়েছিলেন সবিতেন্দ্রবাবু।
|
স্কুল ফেরত অচেনা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫৫ জন ছাত্র। ঘটনাটি ঘটেছে তিনসুকিয়া জেলায়। পুলিশ জানায়, টেঙেরি থানা এলাকার নবজ্যোতি অম্বিকাপুর স্কুলের ছাত্ররা স্কুল ছুটির পরে বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়তে থাকে। বমি, পেট ব্যথা-সহ ৫৫ জন ছাত্রকে মার্গারিটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। জানা যায়, স্কুলের কাছে একটি গাছের ফল খেয়ে তাদের এই অবস্থা। সবাই বিপদমুক্ত। |