বাজারের জতুগৃহে বেআইনি ছাউনি সরিয়ে দমকলের আসা-যাওয়ার রাস্তা করতে যায়
আসানসোল পুরসভা। সদুপদেশ না শুনে মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে হেনস্থা করলেন
এলাকারই কিছু ব্যবসায়ী। মেয়র জানালেন, অভিযান চলবেই।
আপকার গার্ডেন
শুক্রবার দুপুরে আসানসোলের গাঁজাগলি বাজারে পুরকর্মীরা এই অবৈধ
টিনের চাল ভাঙার পরেই শুরু হয়ে যায় ক্ষোভ-বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
বেশ কিছু বহুতল রয়েছে এলাকায়। তবে অধিকাংশতেই অগ্নি নির্বাপণ ব্যবস্থা মানা হয়নি বলে অভিযোগ। সিঁড়ি বা গলিও খুব একটা প্রশস্ত নয়। পরিদর্শন হল। দমকলকে ব্যবস্থা নিতে নির্দেশ মেয়রের।
পাক্কা বাজার
আসানসোলে বহুতলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা দেখতে অভিযান চালাল দমকল।
রাস্তার উপরে এসে পড়েছে টিন ও পলিথিনের ছাউনি। ১৬ ফুটের রাস্তা পরিণত হয়েছে কার্যত ৭ ফুটে। তা ছাড়া জালের মতো তার তো রয়েইছে। শুক্রবার পরিদর্শন হল।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.