টুকরো খবর
বেআইনি নির্মাণের অভিযোগ রানিগঞ্জে
বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে রানিগঞ্জের মারোয়ার পট্টি এলাকায়। স্থানীয় ধজিত মণ্ডলের বাড়িতে চলা নির্মাণকাজ ঘিরে এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুরসভার কাছেও এ নিয়ে অভিযোগ জানিয়েছেন তারা। তবে ধজিতবাবুদের বক্তব্য, বাড়ির কিছু অংশ সারানোর কাজ করাচ্ছেন তাঁরা। রানিগঞ্জের পুরপ্রধান অনুপ মিত্র জানান, ওই এলাকার বেশ কিছু অংশে নির্মাণ না করার নোটিশ দিয়েছে ইসিএল। পুরসভা কোনও নির্মাণের অনুমোদন দিতে পারে না। এ দিন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়ে পুর-প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ধজিত মণ্ডলরা বেআইনি ভাবে নির্মাণ করছেন। তবে তৃণমূলের রানিগঞ্জ কোর কমিটির সদস্য আশিস ঘোষের অভিযোগ, পুরপ্রধান পক্ষপাতিত্ব করছেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনায় মৃত ছাত্র, অবরোধ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার হিরাপুর থানার রিভারসাইড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম আইলেন মান্ডি (৬)। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকাতেও। প্রায় পাঁচ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এ দিন দুপুর বারোটা নাগাদ আইলেন তাঁর মায়ের সঙ্গে রিভারসাইড রোড ধরে বাড়ি ফিরছিল। আচমকা একটি মিনিবাস তাকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে। এরপরেই গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। বোরিংডাঙা-সহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক’শো বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। দেহ রাস্তায় ফেলে রেখেই তাঁরা বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, মৃত্যুর ক্ষতিপূরণ দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিরাপুর থানার পুলিশ। অবরোধ তুলে আলোচনার মাধ্যমে দাবি পূরণের আবেদন জানান তাঁরা। কিন্তু ক্ষিপ্ত বাসিন্দারা তা না মেনে অবরোধ চালিয়ে যান।

কোলিয়ারি মজদুর ইউনিয়নের সম্মেলন
আইএনটিইউসি অনুমোদিত কোলিয়ারি মজদুর ইউনিয়নের ১২তম সম্মেলন আয়োজিত হল শুক্রবার, আসানসোল গুজরাতি ভবনে। সম্মেলনে রাজেন্দ্রপ্রসাদ সিংহকে সভাপতি পদে পুর্নমনোনীত করা হয়। প্রভাত গোস্বামী এবং রাজেন্দ্রপ্রসাদ শর্মা সম্পাদক ও কোষাধক্ষ্যের পদ থেকে বার্ধক্যজনিত কারণে ইস্তফা দেন। চণ্ডী বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক এবং তরুণ গঙ্গোপাধ্যায়কে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। এই তিনজন এ বার প্রতিনিধি কমিটি গঠন করবেন। এ দিনের সম্মেলনে ২৪৮ জন প্রতিনিধি যোগ দেন।

মন্দিরে চুরি
মন্দিরের তালা ভেঙে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার বীরকুলটি কদম্বখণ্ডি কালী মন্দিরের ঘটনা। মন্দিরের পুরোহিত নদিয়া চক্রবর্তী জানান, সকালে তিনি মন্দিরে গিয়ে দেখেন তালা ভাঙা, সোনার গয়না, টাকা সব উধাও। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.