টুকরো খবর |
গরিববিরোধী বাজেট, দাবি কারাটের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান ও দুর্গাপুর |
দেশের খাদ্যভাণ্ডারে লক্ষ লক্ষ টন খাবার জমে থাকলেও শুধুমাত্র বিলি বণ্টনের অভাবে খেতে পাচ্ছেন না সাধারণ মানুষ—বর্ধমানের টাউন হলে ও দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সিপিএমের সংগ্রাম বার্তা জাঠায় এমনই দাবি করলেন দলের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট। শুক্রবার বিকেল চারটে নাগাদ সিপিএমের সর্বভারতীয় সংগ্রাম বার্তা জাঠা এসে পৌঁছয় বর্ধমানে। বামচণ্ডীপুরে এসে পৌঁছন প্রকাশ কারাট, বিমান বসু, নিরুপম সেন ও মদন ঘোষ। একটি মিছিলও হয়। শেষ হয় টাউনহলে। পরে মিছিলটি দুর্গাপুরে যায়। বক্তৃতায় প্রকাশ বলেন, “এ বারের বাজেট গরিববিরোধী। তাই রান্নার গ্যাস, পেট্রোল ডিজেলের উপর থেকে মোট ২৬ হাজার কোটি টাকার ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। এতে দেশে মুদ্রাস্ফীতি বাড়বে।” |
|
টাউনহলে তোলা নিজস্ব চিত্র। |
তিনি জানান, দেশের প্রায় দু’লক্ষ আত্মঘাতী চাষির মধ্যে বর্ধমানেই মৃত্যু হয়েছে ৫৯ জনের। তাঁর কথায়, “দেশের সমস্ত শহরে নব্বই শতাংশ মানুষকে গণবণ্টনের আওতায় আনার দাবি জানিয়েছি। ৫ বছর বয়স পর্যন্ত দেশের ৫০ শতাংশ শিশুই অপুষ্টির শিকার। বামপন্থীরা এই রাজ্যে যা করেছে, সেভাবে সারা দেশে ভূমি সংস্কার করতে হবে, বনবাসীদের পাট্টা দিতে হবে।” সভায় রাজ্য সরকারকে কটাক্ষ করে বিমান বসু বলেন, “রাজ্য সরকার দিশাহীন। রাজ্যে শান্তি ফেরানোও জাঠার অন্যতম উদ্দেশ্য।” |
চার্জ গঠনের নির্দেশ ১৪ মে
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
আগামী ১৪ মে তুহিন-হত্যা মামলার চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার কাটোয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের দায়িত্বে থাকা নিয়াজউদ্দিন আজাদ এই নির্দেশ দিয়েছেন বলে জানান সিআইডি-র আইনজীবী অসীম রায়চৌধুরী। ২০০৭-এর ২৫ ফেব্রুয়ারি কাটোয়ার চাণ্ডুলি হাইস্কুলে পরিচালন সমিতির ভোটে সিপিএম-কংগ্রেস গোলমাল বাধে। অশান্তি ছড়ায় স্কুলের বাইরেও। অভিযোগ, কাটোয়ার তৎকালীন ওসি দেবজ্যোতি সাহা গুলি ছোড়েন। নিহত হন মুর্শিদাবাদের কান্দির বিমলচন্দ্র আইন কলেজের শিক্ষক, কংগ্রেস কর্মী তুহিনবাবু।
দেবজ্যোতিবাবুর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ ও স্থানীয় সাত সিপিএম নেতার বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ দায়ের হয়। ২০০৯-এর ১৯ মে সিআইডি কাটোয়া আদালতে মামলার চার্জশিট পেশ করে। কিন্তু এখনও এই মামলার চার্জ গঠন হয়নি। পুলিশ জানায়, নানা জটিলতায় চার্জ গঠন হয়ে ওঠেনি। ২৮ ফেব্রুয়ারি কাটোয়া আদালতে সব অভিযুক্তের হাজিরা ছিল। তার পরেই বিচারক ১৪ মে চার্জ গঠনের নির্দেশ দেন বলে জানান আইনজীবী অসীমবাবু।
|
আঁশবটির কোপ বধূকে
নিজস্ব সংবাদদাতা • কালনা |
আঁশবটি দিয়ে এক মহিলাকে কোপানোর অভিযোগ উঠেছে পড়শি দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার কালনা ১ ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েতের মানিকহার গ্রামে ঘটনাটি ঘটে। আহত ওই বধূর নাম আনারকলি বিবি। তাঁর স্বামী এককড়ি দফাদার পুলিশের কাছ অভিযোগে জানান, এ দিন তিনি মাছ বিক্রি করতে পাশের গ্রামে যান। বাড়িতে একাই ছিলেন তাঁর স্ত্রী। তখনই পুরনো এক বিবাদকে কেন্দ্র করে এলাকার দুই যুবক মিঠু শেখ ও মফিল শেখ তাঁর স্ত্রীর উপর চড়াও হন বলে অভিযোগ। আনারকলি বিবি আটকাতে গেলে তাঁর মাথায় আঁশবটির কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থাতেই তিনি পাশের এক মুদি দোকানে পৌঁছোন। দোকানদারের চেষ্টায় তাঁকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
টাকা আত্মসাতে ধৃত দুই এজেন্ট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন একটি বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থার দুই এজেন্ট। ধৃতেরা বর্ধমানের মীরছোবার বাসিন্দা শেখ নাসির ও শহরের সাবজোলা এলাকার বাসিন্দা উচ্ছলেন্দু দাস। পুলিশ জানায়, এঁরা স্থানীয় বাজে প্রতাপপুরের একটি ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিস বন্ধ করে পালাচ্ছিলেন। কিন্তু আমানতকারীদের একাংশ তাঁদের ধরে ফেলে মারধর করতে আরম্ভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়।
|
নতুন সংগঠন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন বা ওয়েবকুপার বর্ধমান শাখা গঠিত হল শুক্রবার। সভাপতি জয়ন্ত দত্ত, কার্যকরী সভাপতি শ্রীপতি মুখোপাধ্যায় ও দুই সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার, উদিত চট্টোপাধ্যায় জানান, “ওয়েবকুপা দুর্নীতিতে ভরে গিয়েছে। সংগঠনের সদস্যদের কোনও বাক স্বাধীনতা ছিল না। তাই তাঁরা অন্য এক তৃণমূলপন্থী সংগঠন তৈরি করেছেন। এই সংগঠন শিক্ষকদের নানা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করবে। পরে বর্ধমান ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন বা ‘বুপা’ তৈরি হবে বলে জানান তাঁরা।
|
জখম আধিকারিক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গ্রামবাসীদের ছোড়া ইটে জখম হলেন আবগারি দফতরের আধিকারিক সাধনচন্দ্র পাল। শুক্রবার জেমারির মণ্ডল গ্রামের ঘটনা। পুলিশ জানায়, পুলিশকে না জানিয়ে অভিযানে গিয়েছিলেন ওরা। সাধনবাবুকে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়। |
|