উত্তরবঙ্গ |
দল বদলের ভূত তাড়া করে কৃষ্ণেন্দুর প্রচারে |
|
মোনালিসা ঘোষ, ইংরেজবাজার: বাইরে তৃণমূল নেত্রী। ভিতরে মনমোহন সিংহ, সনিয়া এবং রাহুল গাঁধী। এবং গনি খান চৌধুরী। ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ‘কর্পোরেট অফিস’-এ ঢোকার মুখেই কাট-আউটে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে কাচ-ঢাকা প্রধানমন্ত্রীর মুখ, প্লাস্টার-অফ-প্যারিসের। দেওয়ালে কৃষ্ণেন্দুর সঙ্গে ছবিতে গনি, সনিয়ারা। দেওয়ালে তৃণমূলের ছোট্ট ব্যানারের পাশে, কংগ্রেসের নানা ব্যাজ, স্মারক। |
|
অরিন্দম সাহা, কোচবিহার: চাওয়া হয়েছিল ২০ কোটি টাকা। বরাদ্দ মিলেছে মাত্র ৩ কোটি টাকা। কোচবিহার জেলায় গত ডিসেম্বর মাস থেকেই টাকার অভাবে ধুঁকছে ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্প। ওই প্রকল্পে জবকার্ডধারীদের কর্মদিবস বাড়ানোর পরিকল্পনাও কার্যত শিকেয় উঠেছে। চলতি আর্থিক বছরে ১ হাজার ৭০০ র বেশি প্রকল্পে আর্থিক বরাদ্দ কী ভাবে দেওয়া হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। |
কোচবিহারে অর্থাভাবেই
শিকেয় ১০০ দিন প্রকল |
|
সন্ত্রাসের আশঙ্কা
উপনির্বাচনে |
|
|
বাস চালাতে বাধা তৃণমূলের |
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
নয়া দায়িত্বভার নিলেন দময়ন্তী |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দার্জিলিঙের ডিআইজি পদে যোগ দিতেই পাহাড়ে দময়ন্তী সেনকে স্বাগত জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা দার্জিলিঙে গিয়ে দায়িত্বভার বুঝে নেন নতুন ডিআইজি। তার পরেই মোর্চার তরফে নতুন ডিআইজিকে স্বাগত জানিয়ে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। দলের প্রচার সচিব তথা বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী বলেন, “উনি সৎ, নিরপেক্ষ পুলিশ অফিসার হিসাবে বরাবর পরিচিত। পার্ক স্ট্রিট কান্ডে ওঁর ভূমিকা প্রশংসনীয়। উনি আইনের পক্ষে সব সময় দাঁড়ান। উনি চাপের কাছে নতি স্বীকার না করে পাহাড়ে নিরপেক্ষ ভাবে কাজ করবেন বলে আমাদের আশা।” |
|
বনধ, ধর্মঘটে আর বন্ধ নয় বাগান |
নিলয় দাস, ফালাকাটা: সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্য সব কথা মানলেও ধর্মঘটের নির্দেশ মানা সম্ভব নয় বলে স্পষ্ট করে দিলেন ডুয়ার্সের চা বাগানের অনেক শ্রমিক নেতাই। যেমন ডুয়ার্সের ফালাকাটা থানা এলাকার তাসাটি চা বাগানের শ্রমিক নেতারা। তাঁরা নিজেরা তো কাজ করেছেনই, অন্যান্য শ্রমিকদেরও উৎসাহ দিয়েছেন। বুধবারের মত বৃহস্পতিবার তাসাটি বাগানের পুরোদমে কাজ হয়। |
|
|
|
দু’দিনই দিনভর
কাজ রানিনগরে |
|
জমি নিয়ে ‘দুর্নীতি’, তদন্ত |
মাদক চকোলেট খাইয়ে ধর্ষণ, নালিশ |
|
টুকরো খবর |
মাতৃভাষা দিবস |
|
|