ধর্মঘট, শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
দলের বিধায়ক যেখানে চাকরি করেন, সেখানে ধর্মঘট উপেক্ষা করে স্কুল সচল রাখার অপরাধে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল ফরওয়ার্ড ব্লকের একদল কর্মী সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিনহাটার পেটলা এডেড প্রাইমারি স্কুলে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে শিক্ষক-শিক্ষিকারা ফিরে যেতে বাধ্য হন। পড়ুয়ারাও ফিরে যায়। স্কুল সূত্রে জানা গিয়েছে বুধবার ধর্মঘটের দিন পেটলা এডেড প্রাইমারি স্কুলে কাজে যোগ দেন শিক্ষক-শিক্ষিকারা। ক্লাসও হয়। বৃহস্পতিবার ওই স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্য শিক্ষকরা ঢুকতে যান। সেই সময়ে দেরিতে পৌঁছনোর অভিযোগ তুলে তাঁদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, ওই স্কুলের শিক্ষকদের একজন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অক্ষয় ঠাকুর। তাই এ দিন শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সম্পাদক পার্থনাথ সরকার বলেন, “মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বুধবার দলের বিধায়কের স্কুলে কাজে যোগ দেওয়ার খেসারত হিসাবেই ফরওয়ার্ড ব্লকের লোকরা সময়মত যাওয়ার পরেও ওই শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে দেননি। ঘটনার তদন্ত চেয়ে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।” ওই স্কুলের শিক্ষক তথা ফরওয়ার্ড ব্লক বিধায়ক অক্ষয় ঠাকুর অবশ্য জানান, দলগতভাবে কোনও কর্মসূচি ছিল না। তিনি বলেন, “বুধবার সময় মতো স্কুলে গিয়েছিলেন ওই শিক্ষক-শিক্ষিকারা। এ দিন তাঁরা দেরিতে যাওয়ায় কিছু অভিভাবক ক্ষোভের কথা জানান। এটা রাজনৈতিক বিষয়ই নয়।” স্কুল সূত্রের খবর, দুপুর ২টো পর্য্যন্ত অপেক্ষা করে শেষ পর্যন্ত স্কুলের ৫ জন শিক্ষিক-শিক্ষিকা বাড়ি ফিরে যেতে বাধ্য হন। তার পরে অবশ্য পুলিশ ঘটনাস্থলে যায়।
|
অধরা হামলাকারীরা
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
সরকারি বাস ভাঙচুর করার ২৪ ঘণ্টা পলেও পুলিশ জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মীদের একাংশ ক্ষুব্ধ। তাঁরা জানান, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই রকম চললে চালক-কন্ডাক্টরেরা বাস চালাতে রাজি হবেন না। রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক বলেন, “জড়িতদের চিহ্নিত করে শীঘ্র ধরা হবে।” বুধবার রায়গঞ্জে সোহারই এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে মালদহ-শিলিগুড়িগামী একটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। দুই যুবক বাইকে এসে ঢিল ছুড়ে কাচ ভেঙে পালায়। আইএনটিইউসি-র উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক তারাপদ দাস বলেন, “নানা বন্ধে রাজ্য সরকার নিগমের কর্মীদের চাপ সৃষ্টি করে রাস্তায় গাড়ি নামাতে বাধ্য করছে। অথচ চালক-কন্ডাক্টরদের নিরাপত্তা দিতে পারছে না।” উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ তৃণমূল ড্রাইভার ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন সম্পাদক কৌশিক দে বলেন, “সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই বিভিন্ন রাজনৈতিক দলের মদতে বাস ভাঙচুরের ঘটনা ঘটছে।”
|
২১শে পালন উত্তর জুড়ে
নিজস্ব প্রতিবেদন |
স্কুল-কলেজ থেকে দলীয় কার্যালয়ে, নানা অনুষ্ঠানে বৃহস্পতিবার মাতৃভাষা দিবস পালিত হল উত্তরবঙ্গ জুড়ে। এ দিন শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি গার্লস স্কুল, বরদাকান্ত বিদ্যাপীঠ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা দিবসপালন করা হয়। পুর ভবনে কর্তৃপক্ষের উদ্যোগে এ দিন সকালে ভাষা দিবসের অনুষ্ঠান হয়। শহিদ বেদিতে মালা দেন মেয়র গঙ্গোত্রী দত্ত, ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, পুর কমিশনার-সহ অনেকেই। সিপিএমের ছাত্র যুব সংগঠন এবং মহিলা সমিতির উদ্যোগে হিলকার্ট রোডে কার্যালয়ের সামনে এ দিন বিকেলে ভাষাদিবসে নানা আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে শিলিগুড়ির মিত্র সম্মেলনী হলে ছিল ভাষা দিবস পালনের অনুষ্ঠান। শহিদ বেদিতে মালা দেওয়া এবং প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। কোচবিহারে বিটি অ্যান্ড ইভিনিং কলেজে তথ্য এবং সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় ভাষা দিবস পালন করা হয়। সুনীতি অ্যাকাডেমি, জেনকিন্স স্কুলের তরফেও পড়ুয়ারা শহরে শোভাযাত্রা করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও ভাষা দিবস উপলক্ষে কোচবিহারে মিছিল বের করা হয়। দিনহাটার কোয়ালিদহে একটি গ্রন্থাগারের ভবন উদ্বোধন করেন পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। এ ছাড়াও, মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং নানা প্রতিষ্ঠানেও এই দিনটি পালন করা হয়।
|
ভাঙচুরের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
মহিলা তৃণমূলের ইসলামপুর শাখার পার্টি অফিসে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে ইসলামপুর থানার সুকান্তপল্লিতে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, ৫-৬ জনের দুষ্কৃতী দল এদিন পার্টি অফিসে হামলা চালায়। তৃণমূলের মহিলা কর্মীদের অভিযোগ, ঘটনার পিছনে সিপিএম ও কংগ্রেসের হাত রয়েছে। সংগঠনের টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি লিপিকা সরকার বলেন, “দফতরে বসেছিলাম। সেই সময়ে চার পাঁচ জন যুবক এসে ভাঙচুর চালায়। অশালীন আচরণ করা হয়। পুলিশে অভিযোগ জানাব।” সিপিএমের জোনাল কমিটির সম্পাদক স্বপন গুহ নিয়োগী বলেন, “ওরা জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছে। আমাদের কেউ জড়িত নয়। পুরোটাই সাজানো ঘটনা ও মিথ্যা অভিযোগ।” আর ইসলামপুর পুরসভার চেয়ারম্যান প্রদেশ কংগ্রেস সদস্য কানাইয়ালাল অগ্রবাল বলেন, “ভাঙচুরের ঘটনায় কংগ্রেসের কেউ জড়িত নয়। সরকারি জায়গা দখল করে পার্টি অফিস তৈরি হয়েছে বলে শুনেছি।”
|
পুন্ডিবাড়িতে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
টেন্ডার নিয়ে ঠিকাদারদের দুই গোষ্ঠীর গোলমালে উত্তেজনা ছড়াল কোচবিহারের পুন্ডিবাড়িতে। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার ২ ব্লকের বিডিও অফিসে ঘটনাটি ঘটে। গোলমালের সময় যুগ্ম বিডিও র সঙ্গেও বাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, ব্লকের বেশ কিছু স্কুলের মিডডে মিলের রান্নার ঘর তৈরির বরাত নিয়ে এদিন টেন্ডার জমার কথা ছিল। ঠিকাদারদের দুই গোষ্ঠীর লোকজন সেখানে জড়ো হতেই গোলমাল শুরু হয়। প্রশাসন টেন্ডার বাতিল করা হবে বলে প্রশাসনের তরফে মাইকে ঘোষণা হতেই উত্তেজনা ছড়ায়। অন্য একটি পক্ষ আবার প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানায়। কথা কাটাকাটি থেকে উত্তেজনা ছড়ায়। সেই সময় যুগ্ম বিডিওকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সদর যুগ্ম বিডিওর সঙ্গে কিছু লোক বাজে ব্যবহার করেছে বলে শুনেছি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।
|
ইংরেজবাজার বিধানসভার উপ নির্বাচনে গোলমাল এড়াতে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে মালদহ জেলা পুলিশ। ভোটের আগের থেকে বিধানসভা এলাকায় কাজ করা শুরু হবে। প্রতি দলে সশস্ত্র পুলিশ কর্মীদের পাশাপাশি অফিসাররা থাকবেন। কোনও গোলমাল শুনলেই দলটি পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। |