কুড়ি কিমি পথ বেহাল
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শামুকতলা থেকে আলিপুরদুয়ার প্রায় ২০ কিমি রাস্তা বেহাল। বাসিন্দাদের অভিযোগ, কিছু এলাকাতে মেরামতি শুরু করা হলেও তালেশ্বরগুড়ি থেকে পাইপলাইন এবং মহাকাল চৌপথী থেকে সলসলাবাড়ি রাস্তা সংস্কার হচ্ছে না। এলাকার বাসিন্দা শতদল দেবনাথ জানিয়েছেন, মহকুমার সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা সারানো নিয়ে টালবাহানা হওয়া দুর্ভাগ্যজনক। পূর্ত দফতরের সহকারী বাস্তুকার তাপস সাহা জানান, রাস্তার যে অংশ মেরাত হয়নি, সেখানে কাজের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া চলছে। তবে আশ্বাসে ভরসা রাখতে পারছেন না এলাকার মানুষ। কংগ্রেস-সিপিএম উভয় দলের নেতারা ক্ষোভ প্রকাশ করেন। আলিপুরদুয়ার অটো রিকশা মালিক ও চালক সংগঠনের সম্পাদক বিজয় দেবনাথ জানান, তাঁরা এ বার লাগাতার আন্দোলনের কথা ভাবছেন। আলিপুরদুয়ার ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা দাস জানান, পূর্ত দফতরকে বহু বলেও কাজ হচ্ছে না।
|
চা পাতা নষ্ট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আগুন নেভানোর জলে নষ্ট হয়ে গিয়েছে কয়েক হাজার কেজি চা পাতা। বুধবার গভীর রাতে মিরিক থানার লোহাগড় চা বাগানে ঘটনাটি ঘটেছে। পুলিশ এবং দমকল সূত্রে জানা গিয়েছে, ওই বাগানটি তেরাই টি কোম্পানির লিমিটেডের নিয়ন্ত্রাধীন বাগান। কিছুদিন ধরে বাগানে কারখানার সংস্কারের কাজ চলছিল। রাতেও মিস্ত্রি’রা লোহা ঝালাই-র কাজ করছিলেন। ওই দিন রাত ১১টা নাগাদ কাজ সেরে মিস্ত্রিরা কারখানা বন্ধ করে চলে যান। রাত ২টো নাগাদ শ্রমিকেরা কারখানা থেকে ধোঁয়া বার হতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। তাঁরা আসার আগেই শ্রমিকেরা বাগানের জলেপ পাইপ দিয়ে আগুন নেভানোর কাজে নামেন। পুলিশের অনুমান, ঝালাই করা কোনও অংশ থেকে আগুলের ফুলকি গুড়ো শুকনো চা পাতায় পড়ে আগুন ধরে। বাগানের তরফে বিশ্বদীপ দুয়া জানান, কারাখানা, যন্ত্রাংশের কোনও ক্ষতি হয়নি। তবে আগুন নেভানোর জল প্রায় ৫ হাজার কেজি তৈরি চা পাতা ভিজে গিয়েছে। ওই চা পাতা প্যাকেজিং-এর জন্য রাখা ছিল।
|
এক নাবালিকা ভবঘুরেকে উদ্ধার করে জলপাইগুড়ির হোমে পাঠাল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরের নিউটাউন এলাকায়। আলিপুরদুয়ার থানার আইসি সুদীপ ভট্টাচার্য জানান, ১৫-১৬ বছরের নাবালিকা মেয়েকে উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে মেয়েটি মানসকি ভারসাম্যহীন। মেয়েটি নাম ঠিকানা বলতে পারেনি। বৃহস্পতিবার জলপাইগুড়িতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যোগাযোগ করে হোমে পাঠানো হয়েছে। হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু জানান, অজ্ঞাতপরিচয় এই মেয়েটি বছর দেড়েক ধরে মহকুমা হাসপাতালের মহিলা বিভাগে ছিল।
|
রান্নার সময়ে স্টোভ ফেটে দগ্ধ হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার শামুকতলার সাউথপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। বধূর নাম অণিমা দাস (৫১)। এ দিন সকালে তাঁকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |