উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
তিন কন্যাসন্তানকে খুন, যাবজ্জীবন সাজা হল বধূর |
|
অরুণাক্ষ ভট্টাচার্য, কলকাতা: পরপর তিন মেয়ের মৃত্যু হয়েছিল অস্বাভাবিক ভাবে। তৃতীয় মেয়েটির মৃত্যুর পরে ঘটনাচক্রে তদন্তে নামে পুলিশ। ‘কন্যাসন্তান’ হওয়াতেই খুন এমন অভিযোগেই গ্রেফতার করা হয় মাকে। মেয়েকে খুনের দায়ে মা সুমন অগ্রবালকে সোমবার যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসত আদালত। কন্যা-ভ্রুণ নষ্টের প্রবণতার কারণে যখন নারীর অনুপাত কমে যাওয়া নিয়ে এত প্রচারাভিযান চলছে, তখন প্রত্যন্ত গ্রামে নয় এমন ঘটনা ঘটেছে খাস কলকাতার বুকেই। |
|
নিজস্ব সংবাদাতা, কলকাতা: আদালতে ফের ধাক্কা খেল শাসক দল।
সিপিএম বিধায়ক আব্দুল রেজ্জাক মোল্লা ভাঙড়ে আক্রান্ত হওয়ার পরে তাঁর গাড়ির চালক পুলিশের কাছে এফআইআর দায়ের করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নামে। কয়েক ঘণ্টা পরেই রেজ্জাক-সহ কয়েক জনের নামে পুলিশের কাছে এফআইআর করেন তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েত সভাপতি। সোমবার এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তৃণমূল নেতার করা এফআইআরটিকে ‘পাল্টা’ বলে মন্তব্য করলেন। |
ভাঙড়ে তৃণমূলের
দায়ের করা এফআইআর
‘পাল্টা’, বলল কোর্ট |
|
বাড়ি ফিরলেন রেজ্জাক,
রাস্তায় উড়ে এল ফুল |
|
|
বৃত্তির আবেদনে সই
নিয়ে বচসা, অবরোধ |
সিপিএমের দোসর
কংগ্রেস, চন্দ্রিমা |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
পোলিও টিকাকরণের পথে বাধা ভাঙা সেতু |
|
নুরুল আবসার, পাঁচলা: শিশুদের নীরোগ রাখতে দেওয়া চাই পোলিও টিকা। কিন্তু টিকা খাওয়াতে গিয়েই শিশুদের প্রাণ বিপন্ন হচ্ছে। এমনই সমস্যা দেখা দিয়েছে হাওড়ার পাঁচলার শাহপাড়ায়। এলাকার বুক চিরে দীর্ঘ পথ চলে গিয়েছে রাজাপুর খাল। প্রায় পাঁচশো ফুট চওড়া এই খালের উপরে ছিল কাঠের সেতু। কিন্তু সংস্কারের অভাবে তার অস্তিত্ব প্রায় নেই। সেতু সংস্কারে গ্রামবাসীর দাবি বিফলে যাওয়ায় খাল পারাপার করতে তাঁরা নিজেদের মতো বন্দোবস্ত করে নিয়েছেন। |
|
নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় তদন্তভার নিল সিআইডি |
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া: ধনেখালিতে পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় তদন্তভার দেওয়া হল সিআইডিকে। যদিও এ দিনই মৃতের পরিবারের পক্ষে রাজ্যপালের সঙ্গে দেখা করে ঘটনার সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। পরিবারের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। গত ১৮ জানুয়ারি রাতে পুলিশি হেফাজতে মারা যান নাসিরুদ্দিন। পুলিশ তাঁকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ ওঠে। |
|
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|