বিভিন্ন সভায় সিপিএমের প্রতি তৃণমূলের মন্ত্রী-নেতারা সম্প্রতি যে বিষোদ্গার শুরু করেছেন সোমবার বসিরহাটেও তা অব্যাহত রাখলেন রাজ্যের স্বাস্থ্য ও আইন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এ দিন বসিরহাটের রাজেন্দ্রপুরে এক জনসভায় সিপিএমকে আক্রমণ করে মন্ত্রী বলেন, “লিউকো প্লাস্ট মুখে লাগিয়ে ঘরে বসে ভাবুন, ৩৪ বছরে আপনারা বাংলাকে কোথায় নিয়ে গিয়েছেন? আর মাত্র ১৮ মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কি উন্নতি করেছেন।” দলের নেত্রীর মতোই মিডিয়াকে আক্রমণ করে চন্দ্রিমাদেবী বলেন, “কিছু চ্যানেল কুৎসা করছে। তবু তাদের বিরুদ্ধে লড়ে দিনরাত এক করে মমতা রাজ্যের উন্নয়ন করছেন।”
সিপিএমকে কটাক্ষ করে মন্ত্রীর বক্তব্য, “মাঝেমধ্যে ওদের একজন আছেন সূয্যিবাবু, তিনি আকাশে উদয় হচ্ছেন আর বলছেন এটা হয়নি, ওটা হয়নি। ডাক্তারের ব্যাগ নিয়ে বেরিয়েছেন। এতদিন আপনি কোথায় ছিলেন? যখন আপনার আমলে অপুষ্টিজনিত কারণে প্রসূতিদের মৃত্যু হচ্ছিল। শিশুদের জন্য মাত্র ৬টি এসএনসিইউ করেছিলেন। আমরা তো কয়েকটা মাসের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির সঙ্গে সঙ্গে এসএনসিইউ-র সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ২৯টি করেছি। আসলে ওঁর চোখে ন্যাবা হয়েছে। তাই সব কিছুতেই হলুদ সরষের ফুল দেখছেন।”
পাশাপাশি কংগ্রেসকেও এক হাত নেন চন্দ্রিমা। কংগ্রেসকে সিপিএমের দোসর মন্তব্য করে তিনি বলেন, “কয়েক জন শিক্ষাগুরু আছেন, তাঁরা চ্যানেলে চ্যানেলে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটার পর একটা অপমানজনক কথা বলছেন আর আমাদের বলছেন বাক সংযম করতে। ওঁদের বলি, কী ভাবে কাজ করতে হয়, সেটা মমতার কাছে শিক্ষা নিন।” তিনি আরও বলেন, “কংগ্রেসের এক মহিলা আছেন, তিনি মাঝেমাঝে বেরিয়ে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আর একজন আছেন, তিনি রেলের মন্ত্রী হতেই ভাড়া হু হু বাড়ছে। ওঁরা কেমন করে মানুষের উন্নয়ন করবেন।” |