মহাযুদ্ধের আগে ফুটবল-রোম্যান্সে ডুবে দুই মহানায়ক |
নিজস্ব প্রতিবেদন: ‘এল ক্লাসিকো’র ঢাকে কাঠি আর কাকে বলে! স্পেনের দুই মহাশক্তি। ফুটবলবিশ্বের দুই মহাতারকা। এবং বুধবারের ক্লাসিকো-যুদ্ধের আগে যাফর্ম এবং স্কিলের ঝলকানি দেখা গেল, তাকে সূচক ধরলে তো দু’দলের সমর্থকদের পুরো জিভে জল আনার বন্দোবস্ত। সমীকরণটা এ রকম: লিওনেল মেসি: হ্যাটট্রিক-সহ চার গোল। সবচেয়ে কম বয়সে লা লিগায় দু’শো গোলের রেকর্ড।
|
|
ভিজে উইকেটে টস হারাটাই শেষ করে দিল |
|
দেবু মিত্র, মুম্বই: মাঠ ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছি, সচিন এসে আমায় বলল, ‘স্যর, আপনার টিম কিন্তু গোটা মরসুমটা দারুণ খেলেছে। ওয়েল ডান।’ ওয়াংখেড়ে ছেড়ে টিম বাসে ওঠার সময় মনে হল, ফাইনালটায় ব্যর্থ হলাম ঠিকই, কিন্তু খালি হাতে তো আর ফিরছি না। ট্রফি না পাই, প্রাপ্তির ঝুলি কিন্তু একেবারে শূন্য হল না। যদিও যে প্রশ্নটা এখন আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তা হল, ফাইনালটায় আমরা এত খারাপ খেললাম কেন? কেন আড়াই দিনের মধ্যে ইনিংসে হারতে হল মুম্বইয়ের কাছে? দেখুন, এখন যা-ই বলি না কেন, পুরোটাই অজুহাতের মতো শোনাবে। |
|
সংবাদসংস্থা, মুম্বই: রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে একপেশে জয় কারও একার নয়, সবার। মুম্বইয়ের চল্লিশতম রঞ্জি জয়ের পর এমনটাই মনে হচ্ছে সচিন রমেশ তেন্ডুলকরের। “এই নিয়ে চল্লিশ বার ট্রফি জিতলাম আমরা। আবার দেখিয়ে দিলাম, তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে আমরাই চ্যাম্পিয়ন টিম,” সোমবার ওয়াংখেড়েতে জিতে উঠে বলেছেন সচিন। সঙ্গে আরও যোগ করেছেন, “মুম্বই ক্রিকেটের জন্য এটা বিরাট গর্বের মুহূর্ত। শুধু ক্রিকেটারদেরই নয়, প্রশাসনিক কর্তাদের জন্যও। আমি এই জয়কে টিম ওয়ার্ক হিসেবেই দেখছি। সবারই অভিনন্দন প্রাপ্য।” |
‘জয় কারও
একার নয়, সবার’ |
|
চকোলেট খাইয়ে
বিজয়োৎসব জোকারের |
|
|
ছেলেদের টেনিসে স্বর্ণযুগ এটাই |
|
বেলকে দেখে শেখো রোহিত |
|
ভারত-বধের দাওয়াই দিয়ে গেলেন গিলক্রিস্ট |
|
টুকরো খবর |
|
|