প্রায় আনকোরা ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ না জিততে পারায় নিশ্চয়ই আফসোস হচ্ছে ভারতের। তবে সিরিজটা জেতাও স্বস্তির। ভারতের মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজের ইতিহাস এর আগে মোটামুটি একপেশে ছিল। প্রত্যেক বারই ভারত হোয়াইটওয়াশ করে ছাড়ত। এ বারই প্রথম সিরিজ জমতে দেখলাম।
কিন্তু এটাও সবার বোঝা উচিত যে, ভারতীয় ক্রিকেট এখন ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। গত দু’বছরে টিমটাকে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সময় দিলে এই টিমটাও আগের অবস্থায় ফিরে আসবে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বলব, আপনাদের চিন্তাভাবনাটা যেন ঠিক দিকে হয়। এরপর ভারতের ক্রিকেটসূচি যথেষ্ট কঠিন। তাই ঘরের মাঠে সিরিজ জয়ের আবেগ বা তৃপ্তিকে দূরে সরিয়ে রেখে ভাবনাচিন্তা করা দরকার টিমের কোন কোন ক্রিকেটার সমস্ত ধরনের পরিবেশ-পরিস্থিতিতে খেলার যোগ্য। তাদের খুঁজেও বার করতে হবে। আমি এমন একটা ভারতীয় টিম দেখতে চাই যারা সব পরিবেশে ভাল খেলতে পারবে। গত বাইশ মাসে যে টিমটাকে দেখেছি, তেমন টিম দেখতে চাই না। আর তার জন্য শুধু যোগ্য প্রতিভা খুঁজে বার করলেই চলবে না। দেখতে হবে সিরিজ শেষে সেই প্রতিভার ঠিকঠাক উন্নতিও হচ্ছে কি না। আমার মনে হয়, ভারতীয় ক্রিকেটে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। |
চেন্নাইয়ে পাকিস্তানের ক্ষেত্রে যা হয়েছিল, ধরমশালায় কুকেরও তাই হল। খুব গুরুত্বপূর্ণ একটা টস জিতল ইংল্যান্ড। দু’টো ম্যাচেই প্রথম দশ ওভারে বড় পরীক্ষার মুখে পড়ল ভারতীয় ব্যাটিং। পড়ল এমন উইকেটে যেখানে বল মুভ করছে, পিচ পাটা নয়। আর দু’টো ক্ষেত্রেই ভারতীয় ব্যাটিং কেঁপে গেল। রোহিত শর্মাকে দেখলাম ব্রেসনানের বলে আলগা শট খেলে আউট হতে, যার কোনও দরকারই ছিল না। বিরাট কোহলি কিছু সাধারণ শট খেলল। টিমের অন্দরমহল থেকে ব্যাটসম্যানদের বার্তা দেওয়ার সময় হয়েছে যে রানের দরকার নেই, তোমাদের উইকেটে থাকতে হবে। টপ অর্ডারে যুবরাজ-ধোনির শটগুলো দেখেও মনে হল কঠিন পরিস্থিতিতে আরও নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। রায়না গোটা সিরিজে দুর্দান্ত খেলেছে। টেস্ট ক্রিকেটে কিংবা বিদেশের মাঠে ওয়ান ডে ম্যাচে ওর টেকনিক নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু ধরমশালায় ওর মধ্যে উন্নতি দেখলাম। রায়নার সবচেয়ে বড় শক্তি ওর মানসিকতা। এ ভাবে চললে ওর ভবিষ্যৎ উজ্জ্বল। ইংল্যান্ড ঠিক করেই নেমেছিল যে কোনও অবস্থাতেই নতুন বলে উইকেট দেবে না। বেল অসাধারণ একটা ইনিংস খেলল। রোহিত ওর থেকে শিখতে পারে। পুরো ইনিংস ধরে ব্যাট করে গেল বেল, আর ইংল্যান্ডেরও শেষ পর্যন্ত একজন সেট ব্যাটসম্যান থেকে গেল। ওদের আরও কিছু ভাল ক্রিকেটার আছে, যারা এই সফরে আসেনি। ওরা ফিরে এলে সব পরিস্থিতিতেই ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা শক্তি হিসেবে উঠে আসবে ইংল্যান্ড। |