|
|
|
|
উত্তরবঙ্গ |
পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ, ধৃত তিন ছাত্রনেতা
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: পুলিশের গাড়ি ভাঙচুর ও কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের উপরে
হামলার অভিযোগে এসএফআইয়ের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সহ সংগঠনের তিন নেতাকে
গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে রায়গঞ্জের সুর্দশনপুর এলাকা থেকে ওই ছাত্র নেতাদের
ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রাণেশ সরকার, সোলেমান আলি ও বিট্টু সরকার।
প্রাণেশবাবু এসএফআইয়ের জেলা সম্পাদক। এ ছাড়াও তিনি সিপিএমের রায়গঞ্জ
লোকাল
কমিটির সদস্য। সোলেমানবাবু সংগঠনের জেলা কমিটির সদস্য। |
|
পঞ্চম শ্রেণির সব বই নেই মালদহে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
উৎসবের হাত ধরেই দাওয়াই উন্নয়নের |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: তাঁর কথার নড়চড় হয় না। গত নভেম্বরে হস্তশিল্প মেলার উদ্বোধনে তিনি কলা-শিল্প এবং বাণিজ্য-শিল্পকে এক পংক্তিতে এনে ফেলেছিলেন। এ দিনও সেখানেই রইলেন। বললেন, রীতিমতো ব্যাখ্যা দিয়ে, “নাচ-গান-যাত্রা এ সব কি শিল্প নয়? এটাও তো বড় শিল্প। উৎসবের মধ্যে দিয়েও আর্থিক উন্নয়ন ঘটে। অনেকে জিনিসপত্র বিক্রি করেন। তাই এর একটা বাণিজ্যিক মূল্যও রয়েছে।” কিন্তু কোষাগারে যেখানে টাকা নেই, বাণিজ্য-শিল্পের (অর্থনীতিবিদদের মতে, রাজকোষ ঘাটতি মেটাতে যে শিল্পের কোনও বিকল্প নেই) কোনও দেখা নেই, তখন এত ঢালাও উৎসব করার যুক্তি কী? |
|
নিজস্ব প্রতিবেদন: পাহাড়ে জমি ধরে রাখার স্বার্থে দিল্লিতে গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়ালেও পাহাড়ের অতিথি মুখ্যমন্ত্রীর সম্মান রাখতে সুর নরম করল বিমল গুরুঙ্গের দল। সোমবার দার্জিলিঙে বিমল গুরুঙ্গের পাশে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা বিনয় তামাং বললেন, “আমরা উত্তরবঙ্গ উৎসবে যোগ দেব। মুখ্যমন্ত্রী পাহাড়ে অতিথি হয়ে আসছেন। আমরা, পাহাড়বাসী অতিথিদের সব সময় উষ্ণ অভ্যর্থনা জানাই। এই ক্ষেত্রেও তাই করা হবে। পাহাড়বাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ করা হচ্ছে।” পাশাপাশি, অনুষ্ঠানের পর বিমল গুরুঙ্গের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে বলেও কার্যত জানিয়ে দিয়েছেন বিনয়বাবু। |
দিল্লিতে আন্দোলন, পাহাড়ে
সন্ধির কৌশল মোর্চার |
|
বই থেকে গ্রন্থমেলা, পরিবর্তনের
পরিকল্পনায় দলবাজির অভিযোগ |
|
লুঠ পাঁচ
লক্ষ |
টুকরো খবর |
|
|
|
|
|
|
|