নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ-সহ রাজ্যে জুড়ে প্রচুর উন্নয়ন মূলক কাজ হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “আগে নেতা-মন্ত্রীরা আসতেন ঘুরতেন, চলে যেতেন। দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে ছিল উত্তরবঙ্গ। এখন সেটা নেই।” উত্তরবঙ্গের কোথায় কী উন্নয়ন কাজ হচ্ছে একপ্রস্ত তার বিবরণ দিয়ে তাঁর মন্তব্য, “এত কাজ যে সব বলতে গেলে উপস্থিত দর্শক বিরক্ত হবেন। তাই সব বলছেন না। গজলডোবায় ২ হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে। পর্যটনকে কেন্দ্র করে সেখানে আন্তর্জাতিক মানের প্রকল্প গড়া হচ্ছে। লামাহাটা, জলদাপাড়ায় পর্যটন উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলিগুড়িতে ফিল্মসিটি হচ্ছে। তার জমি চিহ্নিত করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। অপরটি উত্তরপাড়ায়।” তিনি দাবি করেন, শিলিগুড়িতে ৭৫ একর জায়গায় ওই ফিল্মসিটি এবং তাকে ঘিরে বিনোদন শিল্প পরিকল্পনা বাস্তবায়িত হলে এখানকার চেহারা বদলে যাবে। আলিপুরদুয়ারে গ্রামীণ হাট হচ্ছে। ডাবগ্রামে প্লাস্টিক ক্লাস্টার গড়া হবে। কোচবিহারের চকচকায় জুট পার্ক তৈরি হবে। করা হবে কিসানবাজার। বক্সাসহ বিভিন্ন জায়গায় পর্যটন শিল্পের উন্নয়নে পরিকল্পনাও নেওয়া হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত হল ‘গাইড টু বার্ডস অব নর্থবেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস’। সোমবার বনপাল উজ্জ্বল ঘোষ এর প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে প্রাণী বিদ্যার অধ্যাপক আনন্দ মুখোপাধ্যায় ও গবেষণারত ৪ ছাত্র এটি লিখেছেন। তাঁরা হলেন ঋতেশ বিশ্ব, সঙ্গীতা খেওয়া, পুনম গুপ্ত, কুমার বাসনেট। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত জানান, সমীক্ষায় জানা গিয়েছে বর্তমানে ৮১ ধরনের পাখি রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। অনুষ্ঠানে ছিলেন উপাচার্য সমীর কুমার দাস। তিনি জানান, অন্যান্য বিভাগগুলিকেও এই ধরনের কাজে উৎসাহী হতে হবে। গবেষণার কাজ যত বেশি হবে ততই ভাল।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাণীমন্দির রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী পালন করল প্রাক্তনীরা। সোমবার শিলিগুড়ি জংশন রেলওয়ে ইন্সস্টিটিউটের মাঠে এর উদ্বোধন করেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অরুণ কুমার শর্মা। রবিবার স্কুলের তরফে সুবর্ণজয়ন্তী পালনের অনুষ্ঠান করা হয় আলাদা ভাবে। প্রাক্তনীদের তরফে দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্যের জন্য তহবিল গড়া হয়েছে। |