আসন্ন ভারত সফরে মাইকেল ক্লার্কের ধোনি-বধের টোটকা কী হওয়া উচিত?
না, কুক-মডেল!
ইংরেজদের সঙ্গে অজিদের চিরন্তন বৈরিতার কথা ক্রিকেটবিশ্বে কে না জানে। কিন্তু সদ্য সমাপ্ত ভারত সফরে কুক-বাহিনীর গর্বের টেস্ট সিরিজ জয় দেখে অ্যাডাম গিলক্রিস্ট এতটাই মুগ্ধ যে, মাইকেল ক্লার্ককেও চোখ বন্ধ করে কুক-দাওয়াই বিশ্বাস রাখতে বলছেন।
সোমবার দিল্লি দরবারে অস্ট্রেলিয়ার হাইকমিশনের একটি অনুষ্ঠানে এসেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটসম্যান। সেখানেই গিলক্রিস্ট বলে দেন, “ভারতের মাটিতে কী ভাবে ভারতীয় বোলারদের সামলাতে হবে, সেটা তো বুঝিয়ে দিল কুক। আশা করি, ক্লার্ক টেস্ট সিরিজটা দেখেছে। যদি না দেখে থাকে, তা হলে ওকে বলব ভারতে আসার সময় চারটে টেস্টের ভিডিও রেকর্ডিং সঙ্গে নিয়ে আসতে।” কিন্তু কুকের টোটকা চোখকান বন্ধ করে শুধু অনুসরণ করলেই কাজ হবে? ভারতের স্লো-টার্নারে টেস্ট জেতা তো যথেষ্ট মুশকিলের কাজ। ইংল্যান্ড পেরেছে, অস্ট্রেলিয়া পারবে? “দেখুন, ন’বছর আগেও আমাদের টিমে শেন ওয়ার্নের মতো স্পিনার ছিল। কিন্তু আমরা বর্ডার-গাওস্কর ট্রফি জিতেছিলাম পেসারদের দাপটে। এ বারও কুকের হাতে মন্টি পানেসর এবং গ্রেম সোয়ান ছিল ঠিকই, কিন্তু অ্যান্ডারসন বা ব্রেসনান দাপট না দেখালে সিরিজ এ ভাবে জেতা যেত না। সঙ্গে কুকের দুর্ধর্ষ ব্যাটিংকে ধরতে হবে,” বলে দিচ্ছেন স্টিভ ওয়’র স্বর্ণযুগের অন্যতম সেরা যোদ্ধা গিলি। খুব সহজে, টিমে ভাল স্পিনার থাকলেই শুধু ভারত থেকে টেস্ট সিরিজ জেতা যাবে, মনে হচ্ছে না গিলক্রিস্টের। বরং তাঁর মতে, মাইকেল ক্লার্কের দল নির্বাচন যদি ঠিকঠাক হয়, যদি ভাল কিছু পেসার টিমে থাকে, তা হলে ইংল্যান্ডের মতোই অস্ট্রেলিয়াকে ভারত সফর থেকে সিরিজ জিতিয়ে দিতে পারে অজি পেসাররাই। |