টুকরো খবর
অলোকের পদত্যাগে কোচের খোঁজে মহমেডান
কলকাতা লিগের সুপার নাইনের খেলা চলছে। আই লিগের দ্বিতীয় ডিভিশন শুরু হতেও খুব বেশি দেরি নেই। এই অবস্থায় হঠাৎ-ই নাটকীয়ভাবে মহমেডান কোচের পদ ছেড়ে দিলেন অলোক মুখোপাধ্যায়। নানা অভিযোগ জানিয়ে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন কর্তাদের কাছে। হতবাক কর্তারা এখনও সরকারিভাবে অলোকের পদত্যাগ পত্র গ্রহণ করেননি। তবে রাতেই নিজেদের মধ্যে আলোচনায় বসেন নতুন কোচ ঠিক করা নিয়ে। পরবর্তী কোচ কাকে করা হবে তা নিয়েও ভাবনা চিম্তা শুরু হয়েছে। শোনা যাচ্ছে তিনটি নাম। ওয়াইংডো কোচ কার্লটন চ্যাপম্যান, প্রাক্তন ভারতীয় দলের কোচ স্যাভিও মেদেইরা এবং প্রাক্তন ইউনাইটেড কোচ সঞ্জয় সেনের সঙ্গে নাকি কথা বলাও শুরু করে দিয়েছেন কর্তারা। তবে আলোচনায় এগিয়ে চ্যাপম্যান। সোমবার সকালেও অসীম বিশ্বাসদের অনুশীলন করিয়েছেন অলোক। কিন্তু দুপুর দেড়টা নাগাদ কোচের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে চিঠি পাঠিয়ে দেন। অলোকের অভিযোগ, “গত মরসুমে আই লিগের প্রথম ডিভিশনে প্রায় তুলে দিয়েছিলাম দলকে। মোহনবাগানের মতো দলকে হারিয়েছি। তবু কিছু ক্লাব-কর্তার থেকে শুনতে হচ্ছে, আর দুটো ম্যাচে আমাকে দেখবেন। এটা অপমানজনক। তাই সরে দাঁড়াচ্ছি।” কারও নাম না করলেও অলোকের অভিযোগের তির ফুটবল সচিব ইকবাল আহমেদের দিকে। ইকবাল বললেন, “অলোক চাপ নিতে পারছে না বলে পালাতে চাইছে।” অলোকের পদত্যাগ পত্র হাতে পাওয়ার পর মহমেডান প্রেসিডেন্ট সুলতান আহমেদ কিছুটা বিব্রত। “অলোকই এখনও আমাদের কোচ আছে। ওর পদত্যাগ পত্র গৃহীত হবে কী না তা ঠিক করবে কর্মসমিতি।” বলে দেন সুলতান।

আজ শুরু থেকেই বরিসিচ
কল্যাণীতে আজ কি অ্যান্ড্রু বরিসিচ বনাম হোসে ব্যারেটো? ভবানীপুরের ব্যারেটোর সামান্য পেশির চোট রয়েছে। তবে তিনি খেলার ব্যাপারে প্রচণ্ড আগ্রহী। আর বরিসিচ নিজেকে প্রমাণ করতে চান ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। আই লিগে চার্চিল এবং ডেম্পো পয়েন্ট নষ্ট করায় ফের আই লিগ খেতাবের দৌড়ে পুরোদমেই রয়েছে দল। সেই ছন্দ নষ্ট করতে চান না ইস্টবেঙ্গল কোচ। মঙ্গলবার সুপার নাইনের প্রথম ম্যাচে মেহতাবকে বিশ্রামে রাখলেও। আক্রমণে বরিসিচ এবং রক্ষণে উগা ওপারাকে রেখেই ৪-৩-৩ ছকে ঘুঁটি সাজাচ্ছেন তিনি। গত শনিবার সুপার নাইনের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভবানীপুর। ম্যাচের আগে ব্যারেটো বলছেন, “মোহনবাগান জার্সি গায়ে এই ম্যাচ প্রচুর খেলেছি। যদিও কল্যাণীতে ম্যাচটা বড় দলের বিরুদ্ধে ছোট দলের।”
মঙ্গলবার কলকাতা লিগে
ইস্টবেঙ্গল: ভবানীপুর (কল্যাণী, ২-০০)

সোনা পেল বর্ধমান
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় চতুর্থ রাজ্য গেমসে ক্যারাটেতে দুটি পদক পেয়েছে বর্ধমান। ৫৫ কেজি বিভাগে রূপো জিতেছেন বিষ্ণু ভগবান ও ব্রোঞ্জ জিতেছেন নীলাংশু দাস।

প্রয়াত কর্মকর্তার নামে ভবন
জলপাইগুড়ির রাজগঞ্জ ওয়েলফেয়ার স্কুলের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল। স্কুলের মাঠের অর্ধেক মালিকানা তো থাকছেই, একটি চার তলা ভবনও নির্মাণ করা হচ্ছে ফুটবল অ্যাকাডেমির জন্য। পল্টু দাস ভবন। প্রায় ১০০ জনের মতো ছাত্র অ্যাকাডেমিতে থাকতে পারবে। এবং ইস্টবেঙ্গল নিখরচায় তাদের ফুটবল ট্রেনিং, খাওয়া-দাওয়ার দায়িত্ব নেবে। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, “আমরা ভবনের রেজিস্ট্রেশন করিয়েছি। ওখানে উন্নত মানের পরিকাঠামো তৈরি করা হবে। এক জন নির্দিষ্ট কোচও থাকবেন অ্যাকাডেমিতে।” এ দিকে, কল্যাণ মজুমদারের শোকজের জবাবের জন্য সাত দিন সময় চেয়ে নিল ইস্টবেঙ্গল।

সিরিজ জয় শ্রীলঙ্কার
এক দিনের ক্রিকেট সিরিজ ড্র হওয়ার পর এ বার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ জিতে নিল শ্রীলঙ্কা। মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তোলে ১৬১। ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় পনেরো ওভারে ১২২। যা তাড়া করতে নেমে শেষ বলে প্রয়োজন ছিল চার রান। কিন্তু এক রানের বেশি করতে পারেননি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

সালগাওকরের হার
মোহনবাগানকে ঘরের মাঠে পর্যুদস্ত করার পরের ম্যাচেই হেরে বসল সালগাওকর। সোমবার স্পোর্টিং ক্লুবের কাছে জোসিমাররা হারল ০-২। গোলদাতা কালু ও অ্যাঞ্জেল। কল্যাণীতে পৈলান অ্যারোজের সঙ্গে ইউনাইটেড সিকিমের ম্যাচ শেষ হল ১-১। অন্য ম্যাচে, লাজং এবং এয়ার ইন্ডিয়ার ম্যাচও শেষ হয় অমীমাংসিত ভাবে। ম্যাচের ফল ২-২।

চার্চিলে নতুন বিদেশি
অবশেষে দলের নিভর্রযোগ্য বিদেশি স্টপার বিলালকে ছেড়েই দিচ্ছে চার্চিল ব্রাদার্স। তাঁর জায়গায় নেওয়া হচ্ছে ডাচ ফুটবলার ফন দেন ব্রিঙ্ককে। গোয়ার অপর দল স্পোর্টিং ক্লুব দ্য গোয়াও দলে নথিভুক্ত করল স্প্যানিশ ডিফেন্ডার অ্যাঞ্জেল লুইসকে। লুইসের দেশের স্ট্রাইকার পাবলো রডরিগেজ আসছেন ইউনাইটেড সিকিমে।

হেরে গেলেন আনন্দ
টাটা স্টিল দাবায় চিনের ওয়াঙ হাও-এর কাছে শেষ রাউন্ডে হেরে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। টুর্নামেন্ট থেকে সাত পয়েন্ট পেয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে আনন্দ রয়েছেন ছয় নম্বরে। নরওয়ের ম্যাগনাস কার্লসেন দশ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন।

হাসপাতালে খেলোয়াড়
রাজ্য গেমসে মহিলাদের খো খো ম্যাচ চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন নদীয়ার নীলা দত্ত। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম দশে রায়না
আইসিসি-র এক দিনের র্যাঙ্কিংয়ে প্রথম দশে উঠে এলেন সুরেশ রায়না। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের জন্য রায়নার র্যাঙ্কিং এখন দশ।

অন্য খেলায়
ব্যাটরা মনসাতলা বালক সংঘ আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি। হাওড়া সম্মিলনীকে (২০ ওভারে ১২০-৮) তারা হারায় ৪ উইকেটে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.