রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে একপেশে জয় কারও একার নয়, সবার। মুম্বইয়ের চল্লিশতম রঞ্জি জয়ের পর এমনটাই মনে হচ্ছে সচিন রমেশ তেন্ডুলকরের। “এই নিয়ে চল্লিশ বার ট্রফি জিতলাম আমরা। আবার দেখিয়ে দিলাম, তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে আমরাই চ্যাম্পিয়ন টিম,” সোমবার ওয়াংখেড়েতে জিতে উঠে বলেছেন সচিন। সঙ্গে আরও যোগ করেছেন, “মুম্বই ক্রিকেটের জন্য এটা বিরাট গর্বের মুহূর্ত। শুধু ক্রিকেটারদেরই নয়, প্রশাসনিক কর্তাদের জন্যও। আমি এই জয়কে টিম ওয়ার্ক হিসেবেই দেখছি। সবারই অভিনন্দন প্রাপ্য।”
সৌরাষ্ট্রকে ইনিংস ও ১২৫ রানে হারানোর পিছনে রয়েছে মুম্বইয়ের টিম গেমই। এ দিন মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৫ রানে। এর পর দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র ব্যাট করতে নেমে ধবল কুলকার্নি (৫-৩২) এবং অজিত আগরকরের (৪-১৫) আগুনে বোলিংয়ের সামনে মাত্র ৮২ রানে শেষ হয়ে যায়। প্রথম দিনের মতো উইকেট থেকে বিষাক্ত সুইং পাওয়া না গেলেও মুম্বই পেসারদের নিখুঁত লাইন-লেংথের সামনেই ভেঙে পড়ে সৌরাষ্ট্রের প্রতিরোধ। |
সদ্য ওয়ান ডে থেকে অবসর নেওয়া সচিন মুগ্ধ মুম্বই টিমের এককাট্টা মনোভাবে। “এ বার রঞ্জিতে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে মুম্বইকে। কিন্তু টিমটা এককাট্টা ছিল। দুর্দান্ত খেলে ফিরে এসেছে। বিশেষ করে ভাল লাগছে আগরকরের জন্য। মরসুমটা ওর খুব ভাল যায়নি। কিন্তু তবু ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।” রঞ্জি জেতার পুরস্কার হিসাবে এমসিএ টিমকে তিন কোটি টাকা দেবে।
সংক্ষিপ্ত স্কোর: সৌরাষ্ট্র প্রথম ইনিংস ১৪৮। মুম্বই প্রথম ইনিংস ৩৫৫ (জাফর ১৩২)
সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংস: ৮২ (আগরকর ৪-১৫, কুলকার্নি ৫-৩২)
ম্যাচের সেরা: ওয়াসিম জাফর। |