বনগাঁয় আদালত বয়কট, সমস্যায় বিচারপ্রার্থীরা |
এক মাসের উপর আইনজীবীদের বয়কটের ফলে বনগাঁ মহকুমার অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচার প্রক্রিয়া ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এক আইনজীবীর সঙ্গে বিচারকের ‘অশোভন’ ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে গত ১৯ ডিসেম্বর থেকে অতিরিক্ত জেলা দায়রা বিচারকের এজলাস বয়কট শুরু করেছেন বনগাঁ মহকুমা আদালতের আইনজাবীরা। আদালতের বার অ্যাসোসিয়েশন এবং বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি আইনজীবীরাও যাচ্ছেন না। প্রায় ৪০ দিন ধরে আইনজীবীরা এজলাস বয়কট করায় চরম সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের পরিবারের লোকজন আদালতে এসেও কোনও কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। সোমবার আদালতে বিচারপর্ব চলার কথ ছিল ২০০৭ সালে পেট্রাপোল সীমান্ত থেকে জঙ্গি সন্দেহে ধৃত চারজনের। এ দিন দমদম থেকে তাদের নিয়ে যাওয়া হয়। কিন্তু আদালতে শুনানি না হওয়ায় তারা ফিরে যায়। সরকারি আইনজীবী এবং বনগাঁ ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, “আমাদের অভিযোগের প্রেক্ষিতে কোনও সম্মানজনক সমাধান সূত্র না পাওয়া পর্যন্ত এই বয়কট চলবে। বিচার প্রার্থীদের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু আমরা নিরুপায়।” তিনি আরও বলেন, “আগে আমরা আইনজীবী, পরে সরকারি আইনজীবী। সমগ্র বিষয়টি জেলাজজ ও হাইকোর্টকে জানিয়েছি।”
|
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
বাসের চাকায় চাপা পড়ে মৃত্যু হল বাস কর্মীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে গাইঘাটার মল্লিকপুর বাজারের কাছে বনগাঁ-বসিরহাট রাজ্য সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম তপন বন্দ্যোপাধ্যায় (৩০)। বাড়ি বাদুড়িয়াতে। তিনি বসিরহাট থেকে বনগাঁগামী বাসের সামনের গেটে দাঁড়িয়ে খালাসির কাজ করছিলেন। হঠাৎই বেসামাল হয়ে রাস্তার উপর পড়ে যান। বাসের পিছনের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না তদন্তের জম্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার বনগাঁ-বসিরহাট (ডিএন-১২) রুটের সমস্ত বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
|
রামকৃষ্ণ-বিবেকানন্দ স্মরণ গাইঘাটায় |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের জন্মোৎসব পালিত হল গাইঘাটায়। উদ্যোক্তা চাঁদপাড়া শ্রীরামকৃষ্ণ আশ্রম। একই সঙ্গে অনুষ্ঠিত হয় বিবেকানন্দের ভাবানুরাগী যুব সম্মেলন। তিনদিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয় রবিবার। শুক্রবার অনুষ্ঠান উপলক্ষে রামকৃষ্ণদেব, সারদাদেবী ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ মিছিল বের হয়। ছিল ভক্তিমূলক গানের আসর ও আলোচনাসভা। বাঁকুড়ার রামকৃষ্ণ মঠ ও মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দ মহারাজ কর্মযোগ নিয়ে আলোচনা করেন। দৈনন্দিন জীবনে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতার বিষয়ে আলোচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ইষ্টব্রতানন্দ।
|
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
চুরি বন্ধ হওয়ার লক্ষণ নেই বসিরহাটে। শুক্র ও শনিবার দু’টি চুরির ঘটনা ঘটেছে। হাসনাবাদের বিশপুর গ্রামের কালীমন্দিরের তালা ভেঙে বেশ কয়েক ভরি সোনা-রুপোর গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বাসনপত্রও খোওয়া গিয়েছে। শনিবার স্বরূপনগরের মালঙ্গপাড়ায় নরেশচন্দ্র মল্লিকের বাড়ি-সংলগ্ন সোনার দোকানের পিছনের দিকের দরজার তালা ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। কয়েক ভরি সোনা-রুপোর গয়না নিয়ে পালায় তারা। দু’টি ঘটনারই তদন্তে নেমেছে পুলিশ। বসিরহাটের এসডিপিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ দল গঠন করে প্রতি রাতে অভিযান চালাচ্ছে।” বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে একজোট হয়ে স্থানীয় দুষ্কৃতীরা এই সব ঘটনা ঘটাচ্ছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
|
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক ব্যক্তিকে খুনের অভিযোগে সোমবার বসিরহাটে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অহিদুল সাহাজী। তিনি বসিরহাটের উত্তর বাগুন্ডির আঞ্চলিক যুব তৃণমূল সভাপতি। পুলিশ জানিয়েছে, সফিক এরফে বজ্রু শেখ নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ রয়েছে অহিদুলের বিরুদ্ধে। ঘটনার পর কয়েক মাস ধরে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার বাড়ি ফেরার কথা জানতে পারে পুলিশ। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
|
প্রজাতন্ত্র দিবসে ক্যানিংয়ে ১ নম্বর দিঘিরপাড় এলাকায় এক মহিলার হার ছিনতাই হয়। সেই ঘটনায় জড়িত অভিযোগে সোমবার রাত ৮টা নাগাদ বাসন্তীর উত্তর ভাঙনখালি থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে, হারটি উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। |