নিরুপায় হয়েই সঙ্ঘ সরালো গডকড়ীকে |
|
জয়ন্ত ঘোষাল, নয়াদিল্লি: বেশ কিছু দিন আগে একান্ত আলাপচারিতায় এক শীর্ষ আরএসএস নেতা বলেছিলেন, “নিতিন গডকড়ী আর নরেন্দ্র মোদী, দু’জনেই আমাদের কারখানায় তৈরি। কিন্তু একই কারখানায় তৈরি হলেও কোনও গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ বেশি, কোনও গাড়ির কম।” রক্ষণাবেক্ষণের খরচ কম হলে গাড়ি স্বাভাবিক ভাবেই পছন্দের হয়। তবু সন্তানসম গডকড়ীকে আজ বিজেপি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। |
|
কর্তৃত্ব দেখানোর চেষ্টা আডবাণীর |
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: রাশ কার্যত সঙ্ঘেরই হাতে। নিতিন গডকড়ীর জায়গায় নতুন সভাপতি আনার সময়েও রাজনাথ সিংহ ছাড়া অন্য কোনও নাম বাছাইয়ের সুযোগ তারা রাখেনি। তবু আজ বিজেপি-র উপরে নিজের কর্তৃত্ব দেখানোর মরিয়া চেষ্টা করলেন লালকৃষ্ণ আডবাণী। নতুন সভাপতিকে পথনির্দেশ বাতলে দিয়ে।
এটা ঠিক যে, নিতিন গডকড়ীকে নিয়ে ঘোর আপত্তি ছিল আডবাণীর। কিন্তু শুধু তাঁর আপত্তির কারণেই যে গডকড়ীকে সরতে হল এমন নয়। |
|
|
ধর্ষণে প্রাণদণ্ডের সুপারিশ নেই বর্মা কমিশনের রিপোর্টে |
|
নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: দিল্লি গণধর্ষণের ঘটনার পরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে সরব হয়েছিল সমাজের বিভিন্ন অংশ। সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে এস বর্মার নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট কিন্তু ধর্ষণের অপরাধে ফাঁসির সুপারিশ করল না। সেটা ‘পশ্চাৎমুখী পদক্ষেপ’ হবে বলে মত দিয়েছে কমিটি। একই ভাবে লিঙ্গচ্ছেদও কোনও শাস্তির মডেল হতে পারে না। কারণ, ভারতীয় সংবিধান কারও অঙ্গছেদনের অনুমতি দেয় না বলে কমিটি জানিয়েছে। তাঁদের মতে, এ সবের পরিবর্তে প্রশাসন আরও সক্রিয় হলেই অপরাধ কমানো যাবে। |
|
|
|
|
ভাই-বোনের সাফল্যে
উজ্জ্বল মুম্বইয়ের চালাঘর |
|
সুভাষের আবেগ
আঁকড়ে চলেছেন সর্দার |
|
|
শ্লীলতাহানির অভিযোগ উঠল
এসডিও, এসডিপিও-র বিরুদ্ধে |
অসম-বাংলা সম্পর্কের
রাখি বাঁধল দু’টি বই |
|
পুলিশি ভাষার গেরোয় বরাকের মানুষ |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|