টুকরো খবর |
অসমের মন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
সম্পত্তি সংক্রান্ত দুর্নীতি ও একটি পরিবারকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে তাঁদের অপমান ও বিষ্ঠা খাওয়াবার চক্রান্তে জড়িত থাকার অভিযোগে অসমের পার্বত্য এলাকা উন্নয়ন ও পশুপালন বিভাগের মন্ত্রী খরসিং ইংতির বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল গৌহাটি হাইকোর্ট। ডিমা হাসাও জেলায় হাজার কোটি টাকার কেলেঙ্কারির সঙ্গে ইংতির নাম জড়িয়েছিল। পশুপালন বিভাগেও বহু কেলেঙ্কারির ঘটনায় মন্ত্রীর বিরুদ্ধে আঙুল উঠেছে। যদিও পুলিশ বা রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নিয়েই কোনও ব্যবস্থা নেয়নি।
কিন্তু গোল বাধাল ইংতির প্রতিবেশী, একটি বিহারি পরিবারে হাইকোর্টকে লেখা একটি চিঠি। ২০১২ সালের মে মাসে হাইকোর্টে চিঠি পাঠিয়ে পরিবারটি অভিযোগ জানায়, মন্ত্রীর ইচ্ছা মতো জমি না ছাড়ায়, মন্ত্রীর নির্দেশে তাঁদের পরিবারের সকলকে ‘ডাইনি’ হিসেবে চিহ্নিত করে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে, স্বামী-স্ত্রী ও দুই যুবতী মেয়েকে নগ্ন করে ঘোরানো হয়। সকলের সামনে মানুষের বিষ্ঠা খেতে বাধ্য হন তাঁরা। হাইকোর্ট ১২ নভেম্বর এ নিয়ে ইংতিকে হলফনামা দায়ের করতে বলে। গত কাল হলফনামা দায়ের করে অভিযোগ অস্বীকার করেন ইংতি।
কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি আদর্শকুমার গোয়েল ও বিচারপতি এ কে গোস্বামী শুনানির পরে রায় দেন, ক্ষমতাশালী মন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ দায়ের হলেও পুলিশ নিন্দনীয়ভাবে নিষ্ক্রিয় থেকেছে। পুলিশের ভূমিকাকে ভর্ৎসনা করে, গোয়েল ও গোস্বামী এই ঘটনাটি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন। তিন মাসের মধ্যে সিবিআই-কে আদালতের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত চলাকালীন, পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চ।
|
লোকায়ুক্ত বিল ফেরত দিলেন রাজ্যপাল |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিরোধীদের আপত্তিতে কান না দিয়ে সংখ্যাধিক্যের জোরে মেঘালয় বিধানসভায় লোকায়ুক্ত বিল পাশ করিয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। কিন্তু দূর্নীতির বিরুদ্ধে বরাবর খড়্গহস্ত রাজ্যপাল তথা বিএসএফ-এর প্রাক্তন ডিজি, রঞ্জিৎ শেখর মুশাহারি আজ বিস্তর সংশোধন ও বদলের পরামর্শ-সহ লোকায়ুক্ত বিলটি রাজ্য সরকারের কাছে ফেরত পাঠালেন। তিনি জানান, বিলের বেশ কিছু শর্ত, সদস্যদের বিষয়ে নিয়ম-কানুন বদল করা প্রয়োজন। ১৪ ডিসেম্বর বিধানসভায় বিলটি উত্থাপন করা হয়েছিল। বিরোধীদের সঙ্গে আলোচনা না করে বিল পাশ করায় এনসিপি ওয়াকআউট করে। বিরোধী দলনেতা কনরাড সাংমা বলেন, “নতুন বিলটি ২০০২ সালের মেঘালয় লোকায়ুক্ত বিলের প্রায় কার্বন কপি। বিলে অনেক দুর্বলতা ও পরস্পরবিরোধিতা রয়েছে।” কংগ্রেসের জোট শরিক ইউডিপির বক্তব্য, বিলে বেশ কিছু ফাঁক রয়েছে। অনেক পরিবর্তন প্রয়োজন। আশা করি রাজ্যপালের বক্তব্যকে রাজ্য সরকার পর্যাপ্ত গুরুত্ব দেবে।
|
শান্তি বৈঠকে অনাগ্রহী চেটিয়া |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শান্তি আলোচনায় মোটেই আগ্রহী নন অনুপ চেটিয়া। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অসমে আলফা সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের মনোভাব নিয়ে তথ্য অধিকার আইনের অধীনে প্রশ্ন পাঠায় অসম পাবলিক ওয়ার্কস। কেন্দ্রের উত্তর-সহ তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, ১৯৯০-২০১১ অবধি আলফা সমস্যা মোকাবিলায় কেন্দ্র ১৩৫৭ কোটি ৭১ লক্ষ টাকা খরচ করেছে। সেই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে বাংলাদেশ সরকার কবে প্রত্যার্পণ করবে তা নিশ্চিত নয়। অনুপ চেটিয়া নিজেও শান্তি আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে কোনও আগ্রহ দেখাননি। তাই পরেশ বরুয়া, অনুপ চেতিয়াকে অরবিন্দ রাজখোয়ার সঙ্গে এক টেবিলে এনে শান্তি আলোচনা শুরু করার আশা দূর অস্ত্।
|
বাড়িতে গ্রেনেড |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
দাবিমতো অর্থ না-পেয়ে মণিপুরের জিরিবাম মহকুমায় এক সরকারি অফিসারের বাড়িতে গ্রেনেড রেখে আসে জঙ্গিরা। তবে বিস্ফোরণ ঘটানোর বদলে এসএমএস করে জানিয়ে দেয় গ্রেনেড দু’টির অবস্থান। পরে পুলিশ এবং আসাম রাইফেলসের জওয়ানরা গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত চলছে।
|
মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করে খুন |
নিজস্ব সংবাদদাতা • রায়পুর |
মঙ্গলবার রাত থেকে নিখোঁজ এক মহিলা স্বাস্থ্যকর্মীর দেহ মিলল জঙ্গলে। ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার ঘটনা। পুলিশ মনে করছে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই মহিলাকে। মৃতার বাড়ি নিয়ারি মহারপাড়া গ্রামে। দেহটি মিলেছে গ্রামের লাগোয়া জঙ্গলে।
|
২০ স্কুল ছাত্র আহত |
সংবাদসংস্থা • নালন্দা |
বিহারশরিফে একটি স্কুল-বাস গাছে ধাক্কা মারায় আহত হয়েছে ২০ জন ছাত্র। বুধবার ভোরে ঘন কুয়াশায় বেশি দূর দেখা যাচ্ছিল না। শহরের পুলিশ লাইনের কাছে এসে বাসটি দুর্ঘটনায় পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|
ট্রেনের খাবারের মান নিয়ে নালিশের সুযোগ |
চলন্ত ট্রেন বা স্টেশনে খাবারের মান নিয়ে কোনও অভিযোগ থাকলে এখন থেকে সরাসরি হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। খাবারের মান নিয়ে ট্রেনের যাত্রীদের অভিযোগ দীর্ঘ দিনের। তার সুরাহা করতে আজ থেকে একটি বিশেষ হেল্পলাইন চালু করলেন রেলমন্ত্রী পবন বনশল। মন্ত্রক জানিয়েছে, আগামী দিনে যাত্রীরা খাবারের মান বা দাম সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ১৮০০-১১১-৩২১ নম্বরে সরাসরি জানাতে পারবেন। সপ্তাহের সাত দিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ওই হেল্পলাইন চালু থাকবে বলে জানিয়েছে রেলমন্ত্রক।
|
নির্ভয়ের শেষ নম্বর |
জীবনের শেষ পরীক্ষায় ৭৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে। তবে সেই ফলাফল দেখে কতটা খুশি হত সে, তা আজ আর জানার উপায় নেই। কারণ, ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুর কাছে হার মেনেছে সে। দেরাদুনের যে প্রতিষ্ঠানে সে পড়াশুনো করছিল বুধবার সেই প্রতিষ্ঠানের তরফেই ওই পরীক্ষায় নির্ভয়ের প্রাপ্ত নম্বরের কথা ঘোষণা করা হয়। পাশাপাশি ঘোষণা হয়, চার বছরের ওই কোর্সে ভর্তি হতে যে খরচ হয়েছিল সেই অঙ্কের চেক তুলে দেওয়া হবে নির্ভয়ের পরিবারের হাতে। যদি তার পরিবার সেই চেক নিতে অস্বীকার করে তা হলে সেই অর্থ দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশুনায় সাহায্য করতে ব্যয় করবে ওই প্রতিষ্ঠানটি।
|
ওয়াইসির বিরুদ্ধে তদন্তের নির্দেশ |
এম আই এম বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে পুলিশ তদন্তের নির্দেশ দিলেন করিমনগরের একটি স্থানীয় আদালত। অভিযোগ, আগের বছর ২২ অগস্ট করিমনগরের একটি জনসভায় আকবরউদ্দিন ওয়াইসি উস্কানিমূলক মন্তব্য করেন। এর ফলে বহু মানুষের ভাবাবেগকে আঘাত করেন তিনি, দাবি আইনজীবী বেথী মহেন্দর রেড্ডির। সেই মন্তব্যের ভিত্তিতে রেড্ডি অভিযোগ করেন।
|
বাস দুর্ঘটনায় মৃত ১৫ |
বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ বাসযাত্রীর। আরও ১০ জন আহত। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে, বিহারের ধোবির বড়চট্টি থানার কাছে। পুলিশ জানায়, বাসটি কালিপাহাড়ি থেকে রাজরাপ্পা যাচ্ছিল। প্রচণ্ড কুয়াশা থাকায় চালক বুঝতে না পেরে একটি লোহার চেকপোস্টে ধাক্কা মারে।
|
ধর্ষকের শাস্তি |
নাবালিকাকে ধর্ষণ করার দায়ে সাত বছর কারাদণ্ড হল এক ব্যক্তির। মাহকর নামে ওই ব্যক্তি ২০০৯-এর জুলাইয়ে এক কিশোরীকে ধর্ষণ করেছিল। ১০ হাজার টাকা জরিমানাও হয়েছে তার।
|
আরও গ্রেফতার |
ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (ডিসিআই) আরও এক সদস্যকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম রাজন গুণাসিলান। অভিযোগ, বেসরকারি কলেজে ছাত্র ভর্তির জন্য ঘুষ নিয়েছেন তিনি। এই নিয়ে ডিসিআইয়ের পাঁচ জন সদস্যকে গ্রেফতার করল সিবিআই।
|
কর্নাটকে সঙ্কট |
ফের সঙ্কটের মুখে কর্নাটকের বিজেপি সরকার। অনুঘটক সেই বি এস ইয়েদুরাপ্পা। বুধবার ইয়েদুরাপ্পা-ঘনিষ্ঠ দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। এই দুই মন্ত্রী-সহ আরও ১১ জন বিধায়কও পদত্যাগ করতে প্রস্তুত। ঘটনার পরেই কেজেপি নেতা ইয়েদুরাপ্পার দাবি, মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তারের এখনই পদত্যাগ করা উচিত। শেত্তার জানান, পদত্যাগের প্রশ্নই নেই।
|
মিলছে মর্যাদা |
দীর্ঘ প্রতীক্ষার পর স্বাধীনতা সংগ্রামী হিসেবে মর্যাদা পেতে চলেছেন ১০৭ বছর বয়সী কর্নেল নিজামুদ্দিন। আবার নেতাজির জন্মদিনে আজমগড়ের জেলা শাসক তাঁকে সম্মানিত করলেন। নিজামুদ্দিনের দাবি, তিনি নেতাজির গাড়ির চালক ও দেহরক্ষী ছিলেন। ২৪-২৫ বয়সে নিজামুদ্দিন বাড়ি ছেড়ে আজাদ হিন্দ ফৌজে যোগদান করেন। নেতাজি তাঁর নিষ্ঠা দেখে মুগ্ধ হন। নেতাজি যেখানে যেতেন সেখানে তিনিও যেতেন। এমনকী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের সময়ও নিজামুদ্দিন নেতাজির পাশে সর্বদা থাকতেন।
|
উদ্ধবই প্রধান |
|
সৌজন্য:
একই মঞ্চে অমিতাভ বচ্চন ও শিব সেনা
সভাপতি উদ্ধব ঠাকরে। বুধবার মুম্বইয়ে ছবি: পিটিআই |
প্রত্যাশামতোই শিবসেনা প্রধান নির্বাচিত হলেন বালাসাহেব ঠাকরের ছেলে উদ্ধব ঠাকরে। বুধবার দলের নেতা সুভাষ দেশাই জানান, নিয়ম মেনেই এই পদে নির্বাচিত হয়েছেন উদ্ধব।
|
শিন্দেকে তোপ |
বিজেপি-র সঙ্গে এক সুরে রামদেবও এ বার আক্রমণ শানালেন সুশীলকুমার শিন্দের বিরুদ্ধে। যোগগুরুর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সংগঠনের বিরুদ্ধে ‘গেরুয়া সন্ত্রাস’ ছড়ানোর অভিযোগ তুলেছেন। এতে জঙ্গিদের সঙ্গে তাঁদের এক পঙ্ক্তিতে বসানো হয়েছে। এটা অনৈতিক কাজ। |
|