বর্ধমান |
তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ও মঙ্গলকোট: ডিভিসি ক্যানালের পাশ থেকে উদ্ধার হল এক যুবকের দেহ।
মঙ্গলবার রাতে বর্ধমানের কুড়মুনের কাছে দেহটি মেলে। পুলিশ জানায়, মৃতের নাম শেখ সফিক (৩২)।
বাড়ি মঙ্গলকোটের পূর্ব ন’পাড়া গ্রামে। মৃতের আত্মীয়দের অভিযোগ, তৃণমূল কর্মী সফিককে দলেরই একটি
গোষ্ঠীর লোকজন খুন করেছে। তৃণমূল নেতৃত্বের যদিও দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির
কোনও যোগ নেই।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। মৃতের স্ত্রী হামিদা বিবি
জানান, ভাঙাচোরা জিনিস কিনে তা বিক্রির কাজ করতেন সফিক। |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
কাঁকসায় কলেজের জমি দখলে অভিযুক্ত ক্লাব |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: স্থানীয় একটি ক্লাবের বিরুদ্ধে কলেজের জমি দখলের অভিযোগ উঠেছে কাঁকসার গোপালপুরে। দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী অভিযোগ করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য গোপালপুরে তাঁর কেনা ১৯ একর জমির মধ্যে ৭ একরই দখল হয়ে গিয়েছে। এলাকার দু’জন প্রোমোটার এবং তৃণমূলের কিছু কর্মী একটি ক্লাবকে সামনে রেখে এমন কাজ করেছে বলে তাঁর অভিযোগ। |
|
খদ্দের সেজে লক্ষাধিক টাকা লুঠ পেট্রোল পাম্পে |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: খদ্দের সেজে এসে পেট্রোল পাম্পের কর্মীদের মারধর করে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল একদল দুষ্কৃতী। আসানসোল দক্ষিণ থানার ভগৎপাড়া এলাকায় মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। এখনও কেউ ধরা পড়েনি। আহতদের আসানসোল মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা জানান, মঙ্গলবার রাত ১০ টা নাগাদ তিনটি মোটরবাইকে চেপে ছয়জন ওই পেট্রোল পাম্পে আসে। |
|
|
|
কুচকাওয়াজ, প্রভাতফেরিতে
নেতাজি জয়ন্তী পালন শিল্পাঞ্চলে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|
|
|