টুকরো খবর
চোর সন্দেহে গণপ্রহারে মৃত্যু, ধৃত ২
গণপ্রহারের অভিযোগে পূর্বস্থলীর গোয়ালপাড়া গ্রাম থেকে বুধবার দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম স্বপন দাস ও মোহন সরকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ২টো নাগাদ গোয়ালপাড়া গ্রামে স্বপন দাসের বাড়িতে হাফিজুল শেখ ও শহর আলি শেখ নামে দুই ব্যক্তি চুরি করতে যায় বলে অভিযোগ। বাড়ি পূর্বস্থলীর ডাঙাপাড়ায়। তাদের হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তার পর শুরু হয় গণপ্রহার। এলাকার বাসিন্দাদের দাবি, ওই দু’জন হেরোইনের নেশাও করত। গভীর রাতে পুলিশের টহলদারি গাড়ি তাদের বাসিন্দাদের হাত থেক উদ্ধার করে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাদের প্রথমে পূর্বস্থলী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে ভোর রাতে তাদের নদিয়ার প্রতাপনগর হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার সকাল ১০টা নাগাদ মৃত্যু হয় হাফিজুলের। পূর্বস্থলী পুলিশ জানায়, একটি গণপ্রহারের মামলা রুজু করা হয়েছে। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, জখম গুরুতর ছিল। তাই হাফিজুলকে চেষ্টা করেও বাঁচানো যায়নি।

পুরকর্মীদের নাটকে মাত বর্ধমান উৎসব
বর্ধমান উৎসবে ‘ঢিসুম ঢিসুম’ নাটকের একটি দৃশ্য। মঙ্গলবার সন্ধ্যায় ছবিটি তুলেছেন উদিত সিংহ।
নাটক করে বর্ধমান উৎসবের আসর মাতালেন পুরসভার কর্মচারী ও অফিসারেরা। মঙ্গলবার তাঁরা নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের নাটক ‘ঢিসুম ঢিসুম’ উপস্থাপনা করেন। নিপাট, নিরীহ, ভাল মানুষ এক সরকারি কর্মচারী কী ভাবে প্রতিকূলতা জয় করে একাই একশো হয়ে উঠলেন, তা-ই এই নাটকের বিষয়বস্তু। অমিতাভ চন্দের নির্দেশনায় এই নাটকে অভিনয় করেন পুরসভার সচিব জয়রঞ্জন সেন, সমীররঞ্জন মুখোপাধ্যায়, প্রতীপ রায়, প্রীতি সরকার, অশোক মাঁকর প্রমুখ। ইচ্ছা থাকলেও অভিনয় করতে পারেননি পুরসভার পুরপ্রধান আইনুল হক। উপ-পুরপ্রধান তনুশ্রী সাহা প্রতিটি মহড়ায় থেকে উৎসাহ দেন কর্মীদের। নাটক শেষে তনুশ্রীদেবী বলেন, “পুরসভায় এমন প্রতিভারা রয়েছেন, ভাবতে পারিনি। আমি চাই ওঁরা নিয়মিত নাট্যচর্চা করুন।” পুরপ্রধান বলেন,“কর্মীরা প্রতি বারই আবদার করতেন, নাটক করার জন্য। পরপর দু’বছর ওঁরা যে অভিনয় করলেন, তাতে বলতে পারি, ওঁদের নাটক বাদ দিয়ে আর বর্ধমান উৎসব করা সম্ভব হবে না। মেলার তদারকির ফাঁকে ফাঁকেই অভিনয় করবেন ওঁরা।”

বিএ পার্ট টু-র ফল
আগামি ২৮ জানুয়ারি ২০১২ শিক্ষাবর্ষের বিএ অনার্স ও পাশ, পার্ট টু’র ফল প্রকাশিত হবে বলে জানাল বর্ধমান বিশ্ববিদ্যালয়। মার্কশিট সংগ্রহের জন্য প্রতিটি অনুমোদিত কলেজ কর্তৃপক্ষকেই ইতিমধ্যে জানানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। পরীক্ষার্থীরা www.buruniv.ac.in অথবা www.exametc.com -এই ওয়েবসাইট দু’টিতে ইন্টারনেটের মাধ্যমে এ দিন সকাল থেকে পরীক্ষার ফল জানতে পারবেন। মোবাইলে BUUG <SPACE> ROLL NO লিখে ৫৪২৪২ বা ৫৬৯৬৯ নম্বরে পাঠালেও পরীক্ষার ফল জানা যাবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.