টুকরো খবর
পরপর আগুনে ছাই দোকান, খড়ের পালুই
ডামরায় ভষ্মীভূত গুদাম।—নিজস্ব চিত্র।
একটি দোকানে আগুন লাগল আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায়। বুধবার ভোর রাতে এলাকার একটি ডেকরেটরের দোকানে আগুন লাগে। কিছু দূরে একটি ধানের পালুইয়েও আগুন লাগে এ দিন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করছে দমকল ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ডেকরেটরের দোকানের মালিক মিহির বন্দ্যোপাধ্যায় পুলিশকে জানান, রাত আড়াইটে নাগাদ তিনি ঘর সংলগ্ন একটি ডেকরেটরের সামগ্রী রাখার গুদামে আওয়াজ শুনে ঘুম থেকে ওঠেন। বেরিয়ে এসে দেখেন গুদাম জ্বলছে। চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া দমকলে। এর কিছুক্ষণ পরেই তাঁর বাড়ি থেকে বেশ কিছুটা দূরের অন্য একটি ধানের পালুইয়ে আগুন দেখা যায়। ওই ধানের পালুইয়ের মালিক সৌগত রায়ও ততক্ষণে বেরিয়ে আসেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি আয়ত্তে আসে। মিহিরবাবুর অভিযোগ, “শত্রুতা করে আমার ডেকরেটরের সামগ্রীতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। থানায় অভিযোগ করেছি।” বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোল দমকলের ওসি সেলিম জাভেদ জানান, “লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে অনুমান। কে বা কারা এই ঘটনায় জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ তদন্তে নেমেছে।”

বাসে হামলায় গ্রেফতার চার
বাসে দুষ্কৃতী হামলায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মলানদিঘিতে বাসে দুষ্কৃতী হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার গভীর রাতে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, ধৃতদের নাম শ্রীকান্ত রুইদাস, প্রশান্ত রুইদাস, খোকন রুইদাস ও তপন রুইদাস। চার জনই মলানদিঘির বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে শিবপুর-মুচিপাড়া রুটের ওই বাসের কন্ডাক্টর ও খালাসির সঙ্গে মলানদিঘির রুইদাসপাড়ার কয়েকজনের বচসা হয়। পরে বাসমালিক বিধানচন্দ্র ঘোষ বাসকর্মীদের তরফে গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টির নিষ্পত্তি করেন। পরে সন্ধ্যা ৭টা নাগাদ বাসটি দুর্গাপুর থেকে শিবপুরে ফেরার পথে এক দল লোক বাস থামিয়ে উঠে পড়ে। অভিযোগ, এরপরেই তারা কন্ডাক্টর দীপক কুমার ঘোষ, খালাসি ও চালককে মারধর করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে কন্ডাক্টরের ব্যাগটি ছিনিয়ে নেয়। জখম অবস্থায় কন্ডাক্টর ও খালাসিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে পুলিশ। গভীর রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন দীপকবাবু।

পরিশ্রুত জল নেই, বিক্ষোভ
এক বছর ধরে পরিস্রুত জল পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন নিউ কেন্দা কোলিয়ারির একাধিক ব্লকের বাসিন্দারা। ভাস্কাধাওড়া, বালি ব্লক, কদমধাওড়া, অর্জুন ধাওড়া, ৬ নম্বর এলাকা এবং সিনেমা ধাওড়ার বাসিন্দাদের অভিযোগ, আমাদের সরকারি কুয়ো কিংবা দূর থেকে জল এনে কোনওরকমে কাজ চালাতে হচ্ছে। প্রতিকারের দাবিতে নিউ কেন্দা কোলিয়ারির ৪, ৬ এবং ৭ নম্বর খনিতে বুধবার সকাল থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন খনি কর্মী স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ কোলিয়ারি কার্যালয়ে সুরক্ষা অধিকর্তাকে আটকে রাখেন তাঁরা। তাঁদের অভিযোগ, এক বছর জল মিলছে না। বাইরের জল ব্যবহার করতে গিয়ে পেটের রোগ বাড়ছে। বার বার আবেদন জানিয়েও লাভ হয়নি। খনি কর্তৃপক্ষ জানান, গুরুত্ব দিয়ে সমস্যার সমাধান করা হবে।

প্রশিক্ষণ শিবির
আড়াই চালে। দুর্গাপুরের বিধাননগরে বুধবার দাবা প্রতিযোগিতার ছবিটি তুলেছেন বিশ্বনাথ মশান।
একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থা ও দিব্যেন্দু বড়ুয়া চেস্ অ্যাকাডেমির উদ্যোগে বুধবার থেকে দুর্গাপুরের বিধাননগরে শুরু হল ৫ দিনের দাবা প্রশিক্ষণ শিবির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এ দিন দিব্যেন্দুবাবু স্কুল পড়ুয়াদের সঙ্গে দাবা খেলেন। দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং সংস্থাটির অধিকর্তা স্বপ্না পাটোয়ারি জানান, দুর্গাপুর ও সংলগ্ন এলাকায় দাবার প্রতি আগ্রহ রয়েছে। কিন্তু সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাই এই উদ্যোগ।

ছুটির দাবিতে বিক্ষোভ স্কুলে
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বিদ্যালয়ে ছুটি না দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন এক দল অভিভাবক। বিক্ষোভের জেরে অবশ্য পরে স্কুল ছুটি দিয়ে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। জামুড়িয়ার নিঘার কাছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এ দিন পড়ানো হচ্ছিল না। সামনেই ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তাই অনুষ্ঠানের মহড়া চলছিল।

মোবাইল চুরি, ধৃত
মোবাইল চুরিতে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে বানর্পুর থেকে ৫ জনকে ধরল দুর্গাপুর পুলিশ। বুধবার আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, গত বছর ২৫ মে বেনাচিতির ভিড়িঙ্গি এলাকার একটি মোবাইলের দোকান থেকে প্রায় শ’খানেক মোবাইল চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা।

মৃত্যু শ্রমিকের
উঁচুতে উঠে কাজ করতে গিয়ে পা হড়কে পড়ে গিয়ে মৃত্যু হল এক কর্মীর। জামুড়িয়ার তপসীর একটি বেসরকারি পেরেক তৈরির কারখানার ঘটনা। কারখানা কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.