নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ ও আসানসোল |
নেতাজির জন্মদিনে নানা অনুষ্ঠান আয়োজিত হল আসানসোল খনি শিল্পাঞ্চলে। এদিন আসানসোলের কেন্দ্রীয় নেতাজী জন্মোৎসব সমিতির উদ্যোগে শহরের মিউনিসিপ্যাল পার্কে একটি অনুষ্ঠান করা হয়। জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। নেতাজির ছবিতে মালা দেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্যরঞ্জন কর্মকার। |
অনুষ্ঠান হল আসানসোলে এনএস রোডে। ছবি: শৈলেন সরকার। |
বানর্পুরের ১০ নম্বর গেটেও নেতাজি মূর্তিতে মালা দিয়ে দিনটি পালন করা হয়। কুলটিতে ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে যথোচিত পালন করা হয় দিনটি। দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করে কুলটির প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মানিকলাল আচার্য। এই উপলক্ষে কুলটির বিভিন্ন এলাকায় পদযাত্রা করা হয়। রূপনারায়ণপুর ও সালানপুর এলাকাতেও নেতাজীর জন্মজয়ন্তী পালন করা হয়েছে উপযুক্ত মর্যাদায়। বার্নপুরের ভগৎ সিংহ কম্পিটিটিভ লাইব্রেরির তরফেও নেতাজি জয়ন্তী পালন করা হয়। একটি আঁকা প্রতিযোগিতাও হয়েছে। |
নেতাজি জন্মজয়ন্তীতে মিছিল হল রানিগঞ্জ বাজার এলাকায়। ছবি: ওমপ্রকাশ সিংহ। |
অন্য দিকে, আসানসোল গ্রাম সুভাষ সমিতির উদ্যোগে চার দিনের উৎসব শুরু হয়েছে আসানসোলের রামসায়র মাঠে। প্রতিদিন দুপুরে ও সন্ধ্যায় থাকছে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান। রানিগঞ্জে কালচারাল ফ্রন্টের উদ্যোগে একটি শোভাযাত্রা বেরোয়। জাতীয় পতাকা তোলেন তৃণমূলের আসানসোল শিক্ষা সেলের চেয়ারম্যান অসীম ঘটক। সন্ধ্যায় এখানে ‘নৃত্যাঙ্গনে’র শাশ্বতী চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘গন্ধর্ব কলা সঙ্গম’ উপস্থাপিত হয়। অন্ডালের গাইঘাঁটা মোড়ে প্রভাত ফেরির আয়োজন করেন বেঙ্গল অ্যাসোসিয়েট গ্রুপ। জাতীয় পতাকা তোলেন ইসিএলের কেন্দা এরিয়ার সিজিএম ইউনিস আনসারি। উখড়ার কেবি ইন্সটিটিইউশনে এনসিসি ক্যাডাররা কুচকাওয়াজে সামিল হন। জামুড়িয়ার সাতগ্রাম প্রজেক্টে আইএনটিইউসি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রানিগঞ্জে নেতাজি মোড়ে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন রানিগঞ্জের পুরসভার প্রধান অনুপ মিত্র। |