খেলার টুকরো খবর
দ্বিতীয় ডিভিশনে জয়ী উদয় সঙ্ঘ
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে ৪ উইকেটে বিবেকানন্দ স্পোর্টি ক্লাবকে হারাল উদয় সঙ্ঘ। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ৩৫ ওভারে ১৩২ রান করে। মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ৩৪ রান। উদয় সঙ্ঘের অরূপরতন দাস ১৫ রানে ৪ উইকেট দখল করেন।৩৩ ওভারে ১৩৪-৬ করে ম্যাচ জিতে যায় উদয় সঙ্ঘ। দলের অজয় চৌধুরী করেন ৩৭ রান। বিবেকানন্দের রামসাত্ত্বিক গঙ্গোপধ্যায় ৮ রানে ২ উইকেট দখল করেন। অপর একটি ম্যাচে গলসি উদয়ন সঙ্ঘ ১৪৯ রানে হারায় কল্পতরু সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে গলসি ৩৩ ওভারে ২১৫-৯ রান করে। দলের রাজু মণ্ডল ৪০ রান করেন, শুভ্র বৈদ্য করেন ৩৩ রান। প্রসেনজিৎ দে ৩০ রান করেন। কল্পতরুর অনিমিখ ঘোষ ৫৯ রানে ৬ উইকেট দখল করেন। পরে কল্পতরু ২০.৫ ওভারে মাত্র ৬৬ রান করেন। দলের ইন্দ্রজিৎ দে করেন ২১ রান। গলসির প্রসেনজিৎ মণ্ডল ২০ রানে ৪ উইকেট ও গৌরব মণ্ডল ৭ রানে ৩ উইকেট দখল করেন। আগের ম্যাচে অ্যাপোলো ক্লাব ৯৯ রানে হারায় ডবলিউবিএসিকে। প্রথমে অ্যাপোলো ৩৫ ওভারে ১৯০-৭ রান করে। শম্ভু সাউ ৪৯ ও কৌশিক পাত্র ৩৩ করেন। ডবলিউবিএসির রামিজ হোসেন ২৬ রানে ২ উইকেট দখল করেন। পরে ডবলিউবিএসি ৩৪ ওভারে ৯১ রান করে। দলের রামিজ হোসেন করেন ৩০ রান। পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈফুদ্দিন লায়েক দু’টি করে উইকেট পান।

জয়ী হিজলগড়া
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজি স্মৃতি ক্রিকেটে বুধবার জিতল রবীন স্মৃতি সঙ্ঘ, হিজলগড়া। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা এনসি ক্লাবকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে এনসি সব উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রবীন স্মৃতি সঙ্ঘ।

হারল রেল কলোনি
কেন্দা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেটে বুধবার জিতল নিউ কেন্দা কাহারপাড়া। তারা আসানসোল রেলকলোনিকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সব উইকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কাহারপাড়া।

জয়ী বরাকর
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের আন্তঃআসানসোল ক্রিকেটে বুধবার জিতল বরাকর। আসানসোল কল্যাণপুর ট্যালেন্ট ফেয়ার মাঠে তারা দোমহানি-রূপনারায়ণপুরকে ৩৫ রানে হারায়। প্রথমে বরাকর ৭ উইকেটে ১৫৭ রান করে। জবাবে দোমহানি ১২২ রানের বেশি তুলতে পারেনি। মাঠের দ্বিতীয় খেলায় জেতে হিরাপুর-রানিগঞ্জ। তারা আসানসোল ওয়ানকে ৫ উইকেটে হারায়।

হারল শিশুবাগান
রানিগঞ্জ রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে বুধবার জিতল আরডব্লিউসি, আসানসোল। তারা শিশুবাগান এসিকে ১২৬ রানে হারায়। আরডব্লিউসি ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে শিশুবাগান ৬ উইকেট হারিয়ে ৬৭ রানের বেশি তুলতে পারেনি।

চ্যাম্পিয়ন ব্লু বার্ডস
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ব্লু বার্ডস। ইসমাইল মধ্যপাড়া নেতাজী মাঠে তারা ডামড়া এমসিসিকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ডিএমসিসি সব উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ব্লু বার্ডস।

জয়ী স্যান্টোস
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল ক্লাব স্যান্টোস। এমএএমসি মাঠে তারা ৭ উইকেটে একত্রিত এসিকে হরায়। প্রথমে ব্যাট করে একত্রিত ১০৮ রান করে সব উইকেট হারায়। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ক্লাব স্যান্টোস।

হার বার্নপুরের
শের আলি স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল প্লে দ্য গেম। ডায়মন্ড ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় তারা আলহাবিব বার্নপুরকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আলহাবিব সব উইকেট হারিয়ে ৯৭ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় প্লে দ্য গেম।

বক্তারনগরে ক্রীড়া
বক্তারনগর পল্লি উন্নয়ন সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল বুধবার বক্তারনগর ফুটবল মাঠে। ২২ টি ইভেন্টে ৩০০ প্রতিযোগী যোগ দেয়। লং জাম্পে দেবব্রত সূত্রধর ২০ ফুট ৯ ইঞ্চি ঝাঁপ দিয়ে রেকর্ড করেন।

বিজয়ী দিশারি
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব ১৭ সুপার লিগ ফুটবলে বুধবার জিতল আইএন দিশারি সঙ্ঘ। অআকখ মাঠে তারা ভূতবাংলা সিধো-কানহুকে ২ গোলে হারায়। গোল করে গীতবাহাদুর থাপা।

চ্যাম্পিয়ন মানকর
কোটা মাঠে ফুটবলে চ্যাম্পিয়ন হল মানকর সন্দীপ ইলেকট্রনিক্স। তারা দুর্গাপুর তানসেন এসিকে ২-১ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.