খেলার টুকরো খবর |
দ্বিতীয় ডিভিশনে জয়ী উদয় সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে ৪ উইকেটে বিবেকানন্দ স্পোর্টি ক্লাবকে হারাল উদয় সঙ্ঘ। প্রথমে ব্যাট করে বিবেকানন্দ ৩৫ ওভারে ১৩২ রান করে। মৃত্যুঞ্জয় চৌধুরী করেন ৩৪ রান। উদয় সঙ্ঘের অরূপরতন দাস ১৫ রানে ৪ উইকেট দখল করেন।৩৩ ওভারে ১৩৪-৬ করে ম্যাচ জিতে যায় উদয় সঙ্ঘ। দলের অজয় চৌধুরী করেন ৩৭ রান। বিবেকানন্দের রামসাত্ত্বিক গঙ্গোপধ্যায় ৮ রানে ২ উইকেট দখল করেন। অপর একটি ম্যাচে গলসি উদয়ন সঙ্ঘ ১৪৯ রানে হারায় কল্পতরু সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে গলসি ৩৩ ওভারে ২১৫-৯ রান করে। দলের রাজু মণ্ডল ৪০ রান করেন, শুভ্র বৈদ্য করেন ৩৩ রান। প্রসেনজিৎ দে ৩০ রান করেন। কল্পতরুর অনিমিখ ঘোষ ৫৯ রানে ৬ উইকেট দখল করেন। পরে কল্পতরু ২০.৫ ওভারে মাত্র ৬৬ রান করেন। দলের ইন্দ্রজিৎ দে করেন ২১ রান। গলসির প্রসেনজিৎ মণ্ডল ২০ রানে ৪ উইকেট ও গৌরব মণ্ডল ৭ রানে ৩ উইকেট দখল করেন। আগের ম্যাচে অ্যাপোলো ক্লাব ৯৯ রানে হারায় ডবলিউবিএসিকে। প্রথমে অ্যাপোলো ৩৫ ওভারে ১৯০-৭ রান করে। শম্ভু সাউ ৪৯ ও কৌশিক পাত্র ৩৩ করেন। ডবলিউবিএসির রামিজ হোসেন ২৬ রানে ২ উইকেট দখল করেন। পরে ডবলিউবিএসি ৩৪ ওভারে ৯১ রান করে। দলের রামিজ হোসেন করেন ৩০ রান। পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সৈফুদ্দিন লায়েক দু’টি করে উইকেট পান। |
জয়ী হিজলগড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জামুড়িয়া ব্লক ১ যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত দেবাশিস ঘটক ও রবীন কাজি স্মৃতি ক্রিকেটে বুধবার জিতল রবীন স্মৃতি সঙ্ঘ, হিজলগড়া। জামুড়িয়া আজাদ হিন্দ মাঠে তারা এনসি ক্লাবকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে এনসি সব উইকেট হারিয়ে ৮৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় রবীন স্মৃতি সঙ্ঘ। |
হারল রেল কলোনি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কেন্দা স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত শুভাশিস চট্টোপাধ্যায় ও রিন্টু ভট্টাচার্য স্মৃতি ক্রিকেটে বুধবার জিতল নিউ কেন্দা কাহারপাড়া। তারা আসানসোল রেলকলোনিকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আসানসোল সব উইকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় কাহারপাড়া। |
জয়ী বরাকর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের আন্তঃআসানসোল ক্রিকেটে বুধবার জিতল বরাকর। আসানসোল কল্যাণপুর ট্যালেন্ট ফেয়ার মাঠে তারা দোমহানি-রূপনারায়ণপুরকে ৩৫ রানে হারায়। প্রথমে বরাকর ৭ উইকেটে ১৫৭ রান করে। জবাবে দোমহানি ১২২ রানের বেশি তুলতে পারেনি। মাঠের দ্বিতীয় খেলায় জেতে হিরাপুর-রানিগঞ্জ। তারা আসানসোল ওয়ানকে ৫ উইকেটে হারায়। |
হারল শিশুবাগান
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
রানিগঞ্জ রনাই মাঠে রনাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটে বুধবার জিতল আরডব্লিউসি, আসানসোল। তারা শিশুবাগান এসিকে ১২৬ রানে হারায়। আরডব্লিউসি ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে শিশুবাগান ৬ উইকেট হারিয়ে ৬৭ রানের বেশি তুলতে পারেনি। |
চ্যাম্পিয়ন ব্লু বার্ডস
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে চ্যাম্পিয়ন হল ব্লু বার্ডস। ইসমাইল মধ্যপাড়া নেতাজী মাঠে তারা ডামড়া এমসিসিকে ৩ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে ডিএমসিসি সব উইকেট হারিয়ে ৯৩ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ব্লু বার্ডস। |
জয়ী স্যান্টোস
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় বিজয়ী হল ক্লাব স্যান্টোস। এমএএমসি মাঠে তারা ৭ উইকেটে একত্রিত এসিকে হরায়। প্রথমে ব্যাট করে একত্রিত ১০৮ রান করে সব উইকেট হারায়। জবাবে তিন উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ক্লাব স্যান্টোস। |
হার বার্নপুরের
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
শের আলি স্মৃতি ক্রিকেটে চ্যাম্পিয়ন হল প্লে দ্য গেম। ডায়মন্ড ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় তারা আলহাবিব বার্নপুরকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আলহাবিব সব উইকেট হারিয়ে ৯৭ রান করে। জবাবে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় প্লে দ্য গেম। |
বক্তারনগরে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বক্তারনগর পল্লি উন্নয়ন সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল বুধবার বক্তারনগর ফুটবল মাঠে। ২২ টি ইভেন্টে ৩০০ প্রতিযোগী যোগ দেয়। লং জাম্পে দেবব্রত সূত্রধর ২০ ফুট ৯ ইঞ্চি ঝাঁপ দিয়ে রেকর্ড করেন। |
বিজয়ী দিশারি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব ১৭ সুপার লিগ ফুটবলে বুধবার জিতল আইএন দিশারি সঙ্ঘ। অআকখ মাঠে তারা ভূতবাংলা সিধো-কানহুকে ২ গোলে হারায়। গোল করে গীতবাহাদুর থাপা। |
চ্যাম্পিয়ন মানকর
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
কোটা মাঠে ফুটবলে চ্যাম্পিয়ন হল মানকর সন্দীপ ইলেকট্রনিক্স। তারা দুর্গাপুর তানসেন এসিকে ২-১ গোলে হারায়। |
|