বর্ধমান |
নিগ্রহে সমর্থকেরাই, অস্বীকার শঙ্কুদেবের |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে গিয়ে নিজের সংগঠনের লোকজনের হাতেই নিগৃহীত হলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শঙ্কুদেব পন্ডা। যদিও তিনি পুলিশে কোনও অভিযোগ জানাননি। এমনকী পরে নিগ্রহের কথাও অস্বীকার করেন। বুধবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সংগঠনের একটি বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়েছিলেন শঙ্কুদেব। কিন্তু টিএমসিপি-র জেলা সভাপতি বা ছাত্র সংসদের সভাপতিকে সেখানে ডাকা হয়নি। বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে কলকাতায় ফেরার পথে বর্ধমানেরই নবাবহাটের কাছে নেতার গাড়ি আটকানো হয়। |
|
নির্দেশের চার মাস পরে শুরু নদীর পাড় বাঁধানো |
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: ভাগীরথীর পাড় থেকে কাটোয়া শহরের সেচ দফতরের বাঁধ মাত্র ১০০ মিটার। প্রতিদিনই ভাঙছে ভাগীরথীর পাড়। ভাঙনের জন্য বেশ কিছু জায়গায় ধস নেমেছে। সেটা যে ‘বিপজ্জনক’, তা স্বীকার করে নিয়েছে সেচ দফতর। ঠিকা সংস্থাকে গত জুলাইয়ে সেই পাড় বাঁধানোর নির্দেশ দেয় সেচ দফতর। চার মাস পরে শুরু হয়েছে সেই কাজ। কাটোয়া শহরের দেবরাজ ঘাট থেকে শাঁখাই ঘাট পর্যন্ত এরকম ‘বিপজ্জনক’ অবস্থা অনেক জায়গাতেই। |
|
|
আসছেন সূর্যকান্ত, আগাম
সন্ত্রাসের ধুয়ো সিপিএমের |
ছেলেকে খুন করেছে
স্বামী, নালিশ বধূর |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
খুলছে জট, খনি খোঁড়ার আগেই নিয়োগের প্রস্তুতি |
|
সুশান্ত বণিক, কুলটি: জমিমালিকেরা বলছেন, জমি বিক্রির টাকা এবং চাকরির নিয়োগপত্র হাতে না পেলে তাঁরা কুলটিতে দামাগোড়িয়া-চাপতোড়িয়া খোলামুখ খনি তৈরির কাজ শুরু করতে দেবেন না। ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) বলছে, সে সব করতে কয়েক মাস লেগে যাবে। কিন্তু তারা এখনই কাজ শুরু করতে চায়। কোনও পক্ষই পিছু হটতে নারাজ। তবে বিসিসিএল নিয়োগ প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেওয়ায় বরফ গলতে শুরু করেছে। |
|
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ক্রেডিট কার্ডের তথ্য জেনে নিয়ে তার মাধ্যমে অনলাইনে লক্ষাধিক টাকার সামগ্রী কেনার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শ্যাম দাস, অভিজিৎ দত্ত, সনাতন পাল, মহেশ চৌধুরী ও মহম্মদ কাদির আনসারি। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (পূর্ব) এস সিলভান মুরুগান জানান, সিটি সেন্টারের বাঘাযতীন পথের একটি সফটঅয়্যার বিক্রয় সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে সাদা পোশাকের পুলিশ স্টেশনের কাছে হাতেনাতে ধরে শ্যাম ও অভিজিৎকে। |
ক্রেডিট কার্ডের তথ্য
জেনে প্রতারণা,
দুর্গাপুরে ধৃত পাঁচ |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|
|
|