বার্ষিক ক্রীড়া শুরু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মেমারির কলানবগ্রাম চক্রের প্রাথমিক, নিম্ন বুনিয়াদি ও শিশুশিক্ষা কেন্দ্রগুলির শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রসুলপুরের ভূবনমোহন বিদ্যালয়ের মাঠে। দলুই বাজার ১ ও ২, দুর্গাপুর, নিমো ১ ও ২, আমোদপুর অঞ্চলের ১৪১ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দেয় মোট ২৮টি ইভেন্টে। নিমো ২ মোট ৬২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও দলুইবাজার ২ অঞ্চল ৫৫ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে। |
জিতল বালক সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
ভগৎ সিংহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বাদল দত্ত, অঞ্জলী বণিক ও প্রবোধকুমার চক্রবর্তী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় বুধবারের খেলায় জিতল বালক সঙ্ঘ, চিত্তরঞ্জন। তারা আইএইচসিএসকে ১ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে আইএইচসিএস ৯ উইকেটে ১০৯ রান করে। জবাবে বালক সঙ্ঘ ৯ উইকেটে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের লাকি সিংহ। |
চ্যাম্পিয়ন বারাবনি
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
বিহারের জামুইয়ে প্রগতিশীল পড়শোণ্ডা জিধর আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বারাবনির দোমহানি একাদশ। তারা টিএফএকে ২ গোলে হারায়। গোল করেন সুমন পতি ও জগু শর্মা। |
জয়ী ডায়মন্ড
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুরে ডিপিএসএ মাঠে হল দ্বিতীয় ডিভিশনের সুপার লিগের খেলা। |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সুপার লিগ ফুটবলে জিতল ডায়মন্ড ক্লাব। ডিপিএস মাঠের খেলায় তারা ১-০ গোলে ক্লাব ডিএসএমএসকে হারায়। গোল করেন বিশ্বজিৎ টুডু। |