বিলকিসকে পুরস্কার দিচ্ছে কলকাতা পুলিশ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন কাটোয়ার গাঙ্গুলিডাঙা গ্রামের বিলকিস খাতুন। বছর চোদ্দর ওই কিশোরীকে আজ, বুধবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে পুরস্কার দেবে কলকাতা পুলিশ। বুধবারই দুপুরে গাঙ্গুলিডাঙার বাড়িতে গাড়ি পাঠিয়ে বিলকিসকে নিয়ে যায় কলকাতা পুলিশ। সঙ্গে গিয়েছেন তার বাবা শাহজাহান শেখ, মা আলেমা বিবি ও স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকা জয়ন্তী পাল-সহ পাঁচ জন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, ছোট থেকে বীরভূমের বোলপুরের একটি গ্রামে পরিচারিকার কাজ করত বিলকিস। দুই দিদির বিয়ের পর তাকে নিজেদের কাছে ফিরিয়ে আনেন তার বাবা-মা। বছর চারেক আগে তার পড়াশোনা শুরু হয়। তার দু’বছর পরেই বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু পড়াশোনা করতে চেয়ে বিয়ে করতে অস্বীকার করে বিলকিস। কলকাতা পুলিশের এক কর্তা বলেন, “বিলকিস এখন শুধু নিজে পড়ছে না, অন্যদেরও নিয়ে আসছে স্কুলে। ওর জন্য এখন পাড়ায় কোনও স্কুলছুট নেই। বয়স্কেরাও স্কুলে যাচ্ছে। নাবালিকাদের বিয়েতে ‘না’ বলতে শিখিয়েছে। তাই আমরা ওকে সংবর্ধনা দিচ্ছি। এরকম আরও ১৭ জনকে সংবর্ধনা দেওয়া হবে।” বুধবারই কলকাতার নজরুল মঞ্চে রাজ্য পুলিশ সংবর্ধনা দেয় নদিয়ার কালিগঞ্জ থানার আটাশিগ্রামের বাসিন্দা গৌরাঙ্গ রাজোয়ারকে। পেশায় মাঝি গৌরাঙ্গবাবু ৬ নভেম্বর জীবনের ঝুঁকি নিয়ে নৌকা থেকে মাঝগঙ্গায় ঝাঁপিয়ে শিশু-সহ এক মহিলাকে উদ্ধার করেন। এর পর বর্ধমান জেলাপুলিশও তাঁকে সংবর্ধিত করেছিল। |
শিল্প শিবির
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শিল্প সচেতনতা বাড়াতে উদ্যোগপতিদের শিবির হল জেলা শিল্পকেন্দ্রের সভাকক্ষে। মোট ৫৫জন যোগ দেন। উৎপাদিত জিনিস কী ভাবে সরকার কিনবে ও সরকার কাঁচামাল কী ভাবে পৌঁছ দেবে তা নিয়ে আলোচনা হয়। শিল্পকেন্দ্রের জিএম দীপঙ্কর চট্টোপাধ্যায় জানান, কী ধরনের শিল্প করতে চান, সে ব্যাপারে যেন দরখাস্ত জমা দেন শিল্পদ্যোগীরা। |