ওডাফার গোল নেই, বাগানেরও জয় নেই |
 |
স্বপন সরকার, নয়াদিল্লি: দৃশ্য এক) ম্যাচ শেষে স্ট্যানলির দিকে হনহন করে এগিয়ে যেতে দেখা গেল ওডাফাকে। সতীর্থের থেকে ঠিক মতো বল না পাওয়ার জন্য তাঁকে সটান বকাঝকা দিলেন বাগানের গোলমেশিন। যাঁর মেশিন এ দিন ‘স্টার্ট’ না নেওয়ায় সবুজ-মেরুনের খাতা খোলেনি। দৃশ্য দুই) দু’পয়েন্ট খুইয়ে ড্রেসিংরুমে ফেরা সহকারী কোচ মৃদুল বন্দোপাধ্যায়ের দিকে নেহরু স্টেডিয়ামের গ্যালারি থেকে এক মোহন-সমর্থক চেঁচিয়ে উঠলেন, “দয়া করে করিমকে ফোন করে ডেকে আনুন। না হলে দলের হাল এ রকমই হবে।” |
|
পৌঁছনোর পর দিনই পরীক্ষা র্যান্টিদের ডাচ কোচের |
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর ‘পাঠ্যপুস্তক’ ইন্টারনেট আর ইউটিউব। সেখান থেকেই র্যান্টি-কার্লোসদের খুঁটিনাটি জেনেছেন তিনি। জেনেছেন প্রতিপক্ষ সিকিম ইউনাইটেড সম্পর্কেও। আর সেইটুকু সম্বল করেই কলকাতার মাটিতে পা দেওয়ার পঁয়ত্রিশ ঘণ্টার মধ্যেই আই লিগের প্রথম পেপারের পরীক্ষায় বসতে চলেছেন প্রয়াগ ইউনাইটেডের নয়া ডাচ কোচ এলকো সাতোরি। |
 |
|
পুণের গরমকেই আজ ভয় মেহতাবদের |
 |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এক দল সবে গত ম্যাচে ওএনজিসি-কে হারিয়ে আই লিগে প্রথম জয় পকেটে পুরেছে। অন্য দল, আবার শেষ ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে এগিয়ে গিয়েও ঘরের মাঠে দু’পয়েন্ট হাতছাড়া করেছে।
এই পরিস্থিতিতে শনিবার লিগ তালিকায় শেষের দিকের দল এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে পুণের বলেওয়াড়ি স্টেডিয়ামে খেলতে নামছে ফেড কাপ চ্যাম্পিয়ন ট্রেভর জেমস মর্গ্যানের ইস্টবেঙ্গল। |
|
ওডাফাদের স্বাস্থ্য নিয়ে ক্লাব উদাসীন, ক্ষুব্ধ ফিফা |
|
হরভজনের না
থাকা নিয়ে জল্পনা |
 |
|
সিএবি বনাম এআইএফএফ |
|

সিদ্ধিলাভ শুধু লক্ষ্মী-ঋদ্ধির |
|
টুকরো খবর |
|
 |
অন্য খেলায় আগেরো। লন্ডনে বিশ্ব টেনিস মিটে দেখতে এসেছিলেন বন্ধু
আর্জেন্তিনীয় হুয়ান মার্তিন দেল পোত্রোর খেলা। বন্ধু জেতার পর নিজেই
র্যাকেট হাতে নেমে পড়লেন কোর্টে। ছবি: এএফপি |
|
ভ্রম সংশোধন
শুক্রবারের আনন্দবাজার পত্রিকায় ‘যুবরাজ না থাকায়...’ র্শীর্ষক প্রতিবেদনে
বাংলার ওপেনার হিসেবে শুভময় দাসের বদলে পার্থসারথি ভট্টাচার্যের নাম
লেখা হয়েছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। |
|
|
|