মোহালিতে পঞ্জাবের রঞ্জি ম্যাচে নেই। আবার মুম্বইয়ে ভারতীয় দলের শিবিরেও নেই।
হরভজন সিংহ গেলেন কোথায়?
ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিতে শুক্রবারই প্রথম নেটে নামল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। আর গোড়াতেই জল্পনা ছড়াল হরভজন সিংহকে ঘিরে। টেস্ট দলে সুযোগ পেয়েছেন এক বছর পর। স্বাভাবিক ভাবেই হরভজনকে না দেখে আলোচনা চালু হয়ে যায় প্রচারমাধ্যমে। পরে জানা যায়, হরভজন ফ্লাইট মিস করেছেন। তবে আগামী দু’দিন পুরোদমে প্রস্তুতির সুযোগ পাচ্ছেন জলন্ধরের অফস্পিনার। |
সিসিআইতে এ দিন খুব কড়া অনুশীলনের রাস্তায় হাঁটেননি ধোনিরা। কিছুক্ষণ ফুটবল খেলার পর নেট সেশন চালু হয়। এবং মোতেরায় ১৫ নভেম্বর থেকে প্রথম টেস্টের ভারতীয় ব্যাটিং লাইন আপে যাঁরা থাকবেন বলে ধরে নেওয়া হচ্ছে, তাঁদের সবাইকেই মোটামুটি স্বচ্ছ্বন্দ দেখিয়েছে। বরং বোলিং লাইন আপে জাহির খানকে নিয়ে চিন্তার কাঁটা ছিল। কারণ রঞ্জিতে মুম্বইয়ের হয়ে নেমে পায়ের পেশিতে টান ধরেছিল জাহিরের। কিন্তু এ দিন নেটে টানা আধ ঘণ্টা বল করেছেন বাঁ হাতি পেসার। তেমন অস্বস্তিও বিশেষ ধরা পড়েনি জানা গিয়েছে। তিন দিনের প্রস্তুতি শিবিরের শেষে আগামী সোমবার মুম্বই থেকে আমদাবাদ উড়ে যাবে টিম ইন্ডিয়া।
আমদাবাদেই আবার এ দিন হরিয়ানার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে কয়েকটা প্রশ্নচিহ্ন তৈরি হল ইংল্যান্ডকে নিয়ে। অ্যালিস্টেয়ার কুকের দল প্রথম ইনিংসে ৫২১ তুললে কী হবে, তাদের শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ১৪ রানে! দুর্ভোগের এখানেই শেষ নয়। পেটের যন্ত্রণায় কাবু হয়ে ইংল্যান্ড উইকেটকিপার ম্যাট প্রায়রকে মাঠ ছাড়তে হল খেলার মাঝপথে। এবং সারা দিন বল করে ইংরেজ স্পিনারদের কপালে জুটল মাত্র দু’টো উইকেট।
গত রাতে ইংল্যান্ডের স্কোর ছিল ৪০৮-৩। কিন্তু সেখান থেকে ৫২১-এর বেশি এগোনো যায়নি। ইয়ান বেল (৬২), সমিত পটেল (৬৭) এবং ম্যাট প্রায়র (৪১) যা রান পেয়েছেন। চারটে করে উইকেট তুলেছেন হরিয়ানার দুই স্পিনার অমিত মিশ্র (৪-৬৭) এবং জয়ন্ত যাদব (৪-১১০)। অফস্পিনার যাদব দিনের শেষে খোঁচাও দিয়ে গেলেন এই বলে যে, “স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ড ব্যাটসম্যানদের তেমন ভাল দেখাল না।” জবাবে ইংরেজ স্পিনাররাও সুবিধা করতে পারলেন কোথায়? মন্টি পানেসর ও সমিত পটেল পেলেন একটা করে উইকেট। হরিয়ানা প্রথম ইনিংসে আপাতত ১৭২-৪। রাহুল দেওয়ান অপরাজিত ৭৭ রানে। |