পাশাপাশি শব্দছক ৪৯৪০ উপর নীচে
এক বস্তুতে অন্য বস্তুর দোষগুণ অর্পণ।
আরম্ভের আয়োজন।
অতি অস্থির বা উৎকণ্ঠিত।
১০ পান্তাভাতের টকো জল।
১১ ধর্মঠাকুরের মাহাত্ম্য সংবলিত গ্রন্থ।
১২ পথে যাতায়াতের খরচ।
১৩ কাকের ঘুমের মতো
অতি সতর্ক ঘুম।
১৪ বিজয় নিদর্শন।
১৬ যে ব্যক্তি রোপণ করে।
১৮ সমূলে বিনাশ।
২০ জাদুঘর।
২১ সংযতকরণ।
২৩ সাবধান, এই গাছের স্পর্শেই গা চুলকায়।
২৫ মণিমাণিক্যাদি দিয়ে সাজানো।
২৭ এক সময় এতেও লেখালেখি করা হত।
২৯ দেবতার মূর্তরূপ।
৩১ মুখশুদ্ধি হিসেবে ব্যবহৃত শুকনো ফুল।
৩২ দুই বিপরীত গোষ্ঠীতে ভাগ করা।
৩৪ দুর্ভাগ্যের দুষ্ট লক্ষ্মীদেবী।
৩৫ উপর উপর।
৩৬ ময়ূরের লেজ।
৩৭ মামলায় প্রতিপক্ষ।
আসল নামের বদলে প্রদত্ত অন্য নাম।
অভাব বা টানাটানি।
বেঁটে।
মার্গসংগীতের রাগবিশেষ।
নিজামের কাজ বা পদবি।
উপাসনার যোগ্য।
তিথিনির্দেশিত আচার ও ব্রতপালন।
১৫ খতবাপাঠক।
১৬ এ রকম পরিশ্রমে পরীক্ষায় সাফল্য আসবেই।
১৭ প্রথার সঙ্গে সংগতি আছে এমন।
১৯ রক্ষা করা।
২০ আবয়বের মিল।
২২ শিবের অষ্টসিদ্ধির অন্যতম।
২৪ (আল.) সর্বতো ভাবে অসাধ্য বা অসম্ভব।
২৬ শিব।
২৮ পাথর ভেদ করতে পারে এমন।
৩০ বড় গাছকে ছোট
রাখার জাপানি পদ্ধতি।
৩১ সৌভাগ্যবান বা ধনবান।
৩২ মেঘে ঢাকা।
৩৩ শিল্পবিদ্যা বা শিল্পবিজ্ঞান।
সমাধান ৪৯৩৯
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.